LAKSHMIR BHANDAR : এবার আর ৫০০ নয়, মিলবে দ্বিগুণ! লক্ষীর ভান্ডার প্রকল্পে অতিরিক্ত ১২০০ কোটি টাকা বরাদ্দ করল সরকার! জানুন

Published On:

News Desk : বিরাট সুখবর রাজ্যের সমস্ত মহিলাদের জন্য। বৃদ্ধি করা হলো লক্ষীর ভান্ডার (LAKSHMIR BHANDAR) প্রকল্পে অনুদানের পরিমাণ। কি অবাক হচ্ছেন? দাড়ান দাড়ান ভিরমি খাবেন না। লোকসভা নির্বাচনের (General Election 2024) আগে ২০২৪ থেকে ২০২৫ অর্থবর্ষের রাজ্য বাজেটে (State Budget) করা হলো বড় ঘোষণা। ৮ই ফেব্রুয়ারি বাংলার অর্থমন্ত্রী (Finance Minister of Bengal) চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) বাজেট পেশ করেন।

এক ধাক্কায় দ্বিগুণ হলো টাকার পরিমাণ

তিনি ঘোষণা করেন যে, এতদিন যারা লক্ষ্মীর ভান্ডার (Lakhir Bhandar) প্রকল্পে যারা প্রতি মাসে ৫০০ টাকা করে পেতেন, তারা এবার থেকে প্রতি মাসে ১০০০ টাকা করে পাবেন। যারা প্রতি মাসে ১০০০ টাকা করে পেতেন, তারা এবার থেকে প্রতি মাসে ১২০০ টাকা করে পাবেন। এপ্রিল মাস থেকে এই সুবিধা মিলবে বলে জানানো হয়েছে। এর জন্য অতিরিক্ত ১২ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাত ধরে ২০২১ সালের বিধানসভা ভোটের আগে লক্ষীর ভান্ডার (LAKSHMIR BHANDAR) প্রকল্প চালু করার ঘোষণা করা হয়েছিল।

আরো পড়ুন:- বিরাট সুখবর! এবার জেনারেলরাও পাবেন যোগশ্রী প্রকল্পের বিশেষ সুবিধা!

১৫০০ টাকা করে দেওয়ার লক্ষ্যমাত্রা

এই প্রকল্পের অধীনে রাজ্যের তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং অনগ্রসর শ্রেনীর মহিলারা প্রতি মাসে ১০০০ টাকা করে পেতেন। আর সাধারন ঘরের মহিলারা প্রতিমাসে পেতেন ৫০০ টাকা। বাংলার মাননীয় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, বর্তমানে লক্ষীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের ২ কোটি ১১ লক্ষ মহিলা সুবিধা পাচ্ছেন। আগামী দিনে তা বেড়ে ৩ কোটি হতে পারে বলে মনে করা হচ্ছে। সূত্রের দাবি আগামী দিনে রাজ্যের সব মহিলাদের মাসে ১৫০০ টাকা করে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আসুন জেনে নেওয়া যাক কবে থেকে রাজ্যের মহিলারা এই বাড়তি টাকা পাবেন।

মহিলারা কবে থেকে এই বাড়তি টাকা পাবেন?

মাননীয় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, মহিলারা লক্ষীর ভান্ডার প্রকল্পের এই বাড়তি টাকা আগামী মে মাস থেকে পাবেন, অর্থাৎ মে মাস থেকে SC,ST মহিলারা পাবেন ১,২০০ টাকা পাবে এবং অন্যান্য মহিলারা লক্ষীর ভান্ডার প্রকল্পে ৫০০ টাকার বদলে পাবেন ১০০০ টাকা।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad