LIC Fixed Deposit Plan 2024 : ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট স্কিমে যেমন একবার অর্থ বিনিয়োগ করে মেয়াদ পূর্তিতে সুদ সমেত টাকা ফেরত পাওয়া যায়, ঠিক তেমনই এলআইসিরও একটি প্ল্যান রয়েছে, যেখানে আপনি একবার অর্থ বিনিয়োগ করে ফিক্সড ডিপোজিটের থেকেও বেশি রিটার্ন পেতে পারেন। এলআইসির এই স্কিম LIC Single Premium Endowment Plan নামে পরিচিত, যা দীর্ঘ্য মেয়াদী বিনিয়োগের জন্য একটি ভালো পরিকল্পনা হিসেবে প্রমাণিত হতে পারে। আপনি এখানে একবার ২ লাখ টাকা জমা করলেই পাবেন মেয়াদ পূর্তিতে পেয়ে যাবেন ১৩ লাখ টাকা।
স্কিমটির মেয়াদ কত?
LIC Single Premium Endowment Plan-এ দীর্ঘ্যমেয়াদ এর জন্য এককালীন বিনিয়োগ করে আপনি অধিক অর্থ লাভ করতে পারবেন অনায়াসেই। এলআইসির এই প্ল্যানের টেবিল নম্বর হলো ৯১৭ এবং এটি একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ পরিকল্পনা, যার মেয়াদ সর্বনিম্ন ১০ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত। আর আপনি এই স্কিমের মধ্যে দুই ধরনের রাইডার যথাক্রমে অ্যাক্সিডেন্টাল ডেথ অ্যান্ড ডিসেবিলিটি বেনিফিট রাইডার এবং নতুন টার্ম অ্যাসুরেন্স রাইডার দেখতে পাবেন। এমনকি আপনি এলআইসির এই প্ল্যানে ধরা ৮০সি-এর অধীনে কর ছাড়ের সুবিধাও পাবেন। এই প্ল্যানের অন্যান্য সুবিধা এবং অসুবিধা সম্পর্কে জানতে এলএইসির অফিসিয়াল ওয়েবসাইট দেখে নিতে পারেন (LIC Fixed Deposit Plan 2024)।
অর্থ বিনিয়োগের বয়স, অর্থের পরিমাণ কত?
এলআইসির LIC Single Premium Endowment Plan নেওয়ার জন্য আপনার বয়স সর্বনিম্ন ৯০ দিন থেকে সর্বোচ্চ ৬৫ বছরের মধ্যে হতে হবে। এই প্ল্যামের মেয়াদ পূর্তি হওয়ার সর্বোচ্চ বয়সসীমা ৭৫ বছর, তাই আপনি ৬৫ বছর বয়সে এই প্ল্যানে বিনিয়োগ করতে চাইলে ১০ বছর মেয়াদের জন্যই বিনিয়োগ করতে পারবেন, এর বেশি সময়ের জন্য নয়। এই প্ল্যানে সর্বনিম্ন নিশ্চিত রাশি হলো ৫০ হাজার টাকা। এর কোনো ঊর্ধ্বসীমা না থাকায় আপনি যত ইচ্ছে পরিমাণ অর্থ বিনিয়োগ করতে পারবেন।
একবার ২ লাখ টাকা জমা করলেই পাবেন ১৩ লাখ টাকা
এলআইসির এই LIC Single Premium Endowment Plan-এ একবার ২ লাখ টাকা জমা করলেই আপনি পেয়ে যাবেন ১৩ লাখ টাকা রিটার্ন, তবে এটি সম্ভব কেবলমাত্র এই প্ল্যানে দীর্ঘ্যমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে। এলআইসির এই প্ল্যানে ফিক্সড ডিপোজিটের থেকে বেশি রিটার্ন পাওয়া যায়। আর আপনি যদি এতে একবার ২.৪ লাখ টাকা বিনিয়োগ করেন, তাহলে ২৫ বছর পর মোট ১৩.৬২ লাখ টাকা পেয়ে যাবেন। পলিসি কেনার ২৪ বছর পরেই যদি পলিসি হোল্ডারমারা যান, তাহলে নমিনি ওই পলিসির ম্যাচিউরিটির পর ১২.৪৭ লাখ টাকা পাবেন। কোনো দুর্ঘটনার কারণে যদি পলিসি হোল্ডারের মৃত্যু ঘটে, তবে সেক্ষেত্রে নমিনি পেয়ে যাবেন ১৭.৮৭ লাখ টাকা (LIC Fixed Deposit Plan 2024)।