News Desk : হাতে গোনা মোটে কটা দিন। ব্যাস তারপরেই শুরু হবে ২০২৪ সালের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা। চলতি বছরের ২রা ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা, যা চলবে ১২ই ফেব্রুয়ারি পর্যন্ত। আবার চলতি বছরের ১৬ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা, যা চলবে ২৯শে ফেব্রুয়ারি পর্যন্ত। এই কটাদিন হাতে সময় বেঁচে আছে আর তার মধ্যেই করা হলো এই দুই পরীক্ষার সময় পরিবর্তন।
পরিবর্তিত সময়সূচি
সূত্র থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, নবান্নে রাজ্য প্রশাসন ও পর্ষদ-সংসদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষার সময় এগোল ২ ঘণ্টা অর্থাৎ সকাল ১১ টা ৪৫ মিনিটের বদলে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে সকাল ৯.৪৫ মিনিটে। এবং অপরদিকে উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় এগোনো হয়েছে ২ ঘণ্টা ১৫ মিনিট, অর্থাৎ দুপুর ১২টার পরিবর্তে উচ্চমাধ্যমিক শুরু হবে সকাল ৯ টা ৪৫ মিনিটে। পরীক্ষার সময়সূচির পরিবর্তন ঘটলেও অপরিবর্তিত থাকছে পরীক্ষার দিন।
সময়সূচী পরিবর্তনে সকলের প্রতিক্রিয়া
আজ অর্থাৎ বৃহস্পতিবার ১৮ই জানুয়ারি সংসদের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানানো হয়েছে। কী কারণে সংসদের তরফ থেকে পরীক্ষার সময়ে এমন আচমকা পরিবর্তন আনা হলো তা বিবৃতিতে কিছু জানানো হয়নি। সূত্র মারফত জানা যাচ্ছে, পরীক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করেই এমন পরিবর্তন আনা হয়েছে। যদিও এই বিষয়টি নিয়ে সকলের মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। কেউ বিষয়টি ভালোভাবে নিচ্ছেন তো কেউ আবার মোটেই বিষয়টি ভালোভাবে নিচ্ছেন না। এমন সিদ্ধান্ত অনেককেই অসন্তুষ্ট। এই সিদ্ধান্তের পিছনে যুক্তিসংগত কোনো কারণ নেই বলেও দাবি করছেন অনেকে।
প্রশ্ন ফাঁস রুখতে নেওয়া হয়েছে কড়া পদক্ষেপ
আসলে বিগত কয়েক বছর ধরে প্রশ্ন ফাঁস হওয়ার অভিযোগ সামনে এসেছে। প্রশ্নফাঁসের ঘটনা ব্যবস্থার দিকে আঙুল তুলেছে। তাই এবার এই বিষয়ে কড়া বোর্ড। ইতিমধ্যেই প্রশ্ন ফাঁস রুখতে নেওয়া হয়েছে কড়া পদক্ষেপ। পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় আগেই জেলার শতাধিক স্কুলের প্রধান শিক্ষক এবং পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে প্রতিটি প্রশ্নপত্রে একটি করে কিউআর কোড থাকবে, যাতে প্রশ্নপত্র ফাঁস হলেই ওই কোড দেখে পরীক্ষার্থীকে শনাক্ত করা যাবে। পরীক্ষা কেন্দ্রের ভিতরে সিভিক ভলেন্টিয়ারদের ঢোকার ক্ষেত্রেও রয়েছে নিষেকধাজ্ঞা। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পরীক্ষা চলাকালীন নজরদারি চলবে বলে জানা গেছে।