News Desk : বর্ধিত সময়ের মধ্যে শেষ করতে হবে রেজিস্ট্রেশন।10 জানুয়ারির মধ্যে রেজিস্ট্রেশন না হলে বসা যাবে না পরীক্ষায়। মাধ্যমিকের 25 দিন আগে বিশেষ নির্দেশিকা পর্ষদের। এই মর্মে প্রধান শিক্ষক/শিক্ষিকাদের বোর্ডের তরফে নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর সূত্রের।
চলতি বছরের 2 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। এবছর যে পড়ুয়ারা পরীক্ষায় বসছে তাদের একাংশের এখনও হয়নি অ্যাডমিট কার্ডের রেজিস্ট্রেশন। এই কাজ শেষ করতে পর্ষদের কাছে বিশেষ আবেদন জানিয়েছিল বেশ কিছু স্কুল। সেই আবেদনের ভিত্তিতে রেজিস্ট্রেশনের সময়সীমা 10 জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।
শুক্রবার এই ইস্যুতে মুখ খুলেছেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। তাঁর কথায়, ‘উদাসীনতা ও গাফিলতির কারণে সময়সীমার মধ্যে মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেনি বেশ কিছু স্কুল। পড়ুয়াদের ভবিষ্যতের কথা ভেবে তাই রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ানো হল।
যদিও পর্ষদের এই অভিযোগ মানতে নারাজ বেশ কিছু স্কুলের প্রধান শিক্ষক/শিক্ষিকা। এব্যাপারে উল্টে পড়ুয়াদের গা ছাড়া মনোভাবকেই দায়ী করেছেন তাঁরা। প্রধান শিক্ষক/শিক্ষিকাদের একাংশের দাবি, এব্যাপারে স্কুলের তরফে একাধিকবার নোটিস দেওয়া হয়েছে।