Medical Course: আপনি কি ডাক্তার হতে চান? MBBS, BDS, BAMS, BHMS কোনটা বেস্ট জানুন বিস্তারিত

Published On:

Medical Course: বেশিরভাগ ছাত্রছাত্রীই ছোট থেকে স্বপ্ন দেখে ডাক্তার হওয়ার, কিন্তু দশম শ্রেণী পাস করার পর সাইন্স স্ট্রিম নেওয়ার পর ডাক্তার নামক খেতাবটি পেতে গেলে সবার আগে মাথায় আসে MBBS ডিগ্রির কথা। অনেকেই অনেক সময়ই সঠিক তথ্যের অভাবে ভানেন যে, MBBS ছাড়া ডাক্তার হওয়ার আর কোনো বিকল্প নেই। আদতে তা নয়। আজকের প্রতিবেদনটি ছাত্র-ছাত্রীদের মেডিকেল ডাক্তারি বিভাগে পড়ার জন্য MBBS, BDS, BAMS এবং BHMS এর মধ্যে পার্থক্য বুঝতে সাহায্য করবে। আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আপনি কোন ধরণের ডাক্তার হতে চান এবং আপনার কোন বিষয়ে আগ্রহ আছে সেই বিষয়টি বিবেচনা করে আপনি কোন কোর্সটি বেছে নেবেন সে সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। চলুন তবে দেখে নেওয়া যাক।

বিভিন্ন ডিগ্রি কোর্স:

MBBS (Bachelor of Medicine, Bachelor of Surgery):

আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ডাক্তার হওয়ার ক্ষেত্রে ভারতের সবচেয়ে জনপ্রিয় মেডিকেল ডিগ্রি হলো MBBS ডিগ্রি। MBBS কোর্সের মেয়াদ সাড়ে ৫ বছর , অর্থাৎ ৪.৫ বছর পড়াশোনা + ১ বছর ইন্টার্নশিপ।

BDS (Bachelor of Dental Surgery):

দাঁতের চিকিৎসা বিজ্ঞানের একটি সর্বাধিক জনপ্রিয় এবং স্বীকৃত ডিগ্রি হলো BDS ডিগ্রি, যার মেয়াদ ৫ বছর, অর্থাৎ ৪ বছর পড়াশোনা ১ বছর ইন্টার্নশিপ।

BAMS (Bachelor of Ayurvedic Medicine and Surgery):

ছাত্রছাত্রীদের আয়ুর্বেদ, ভারতীয় ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতি শেখানোর জন্য জনপ্রিয় ডিগ্রি হলো BAMS ডিগ্রি, যার মেয়াদ সাড়ে ৫ বছর , অর্থাৎ ৪.৫ বছর পড়াশোনা + ১ বছর ইন্টার্নশিপ।

BHMS (Bachelor of Homeopathic Medicine and Surgery):

BHMS ডিগ্রির মাধ্যমে আপনি হোমিওপ্যাথিক ডাক্তার হিসাবে প্র্যাকটিস করার যোগ্যতা অর্জন করতে পারবেন। BHMS ডিগ্রির মেয়াদ সাড়ে ৫ বছর, অর্থাৎ ৪.৫ বছর পড়াশোনা + ১ বছর ইন্টার্নশিপ।

বিভিন্ন ডাক্তারি ডিগ্রি কোর্সে ভর্তির প্রক্রিয়া

উল্লিখিত মেডিকেল কোর্সগুলিতে (Medical Course) ভর্তির আগে আপনাকে ফিজিক্স, রসায়ন এবং জীববিজ্ঞান সহ দ্বাদশ শ্রেণী পাস করতে হবে। সাধারণ শ্রেণীর ক্ষেত্রে কমপক্ষে ৫০ শতাংশ, সংরক্ষিত শ্রেণীর জন্য ৪০ শতাংশ নম্বর থাকতে হবে। এক্ষেত্রে জাতীয় পরীক্ষা NEET (National Eligibility cum Entrance Test) -এ যোগ্যতা অর্জন করা বাধ্যতামূলক। আপনাদের জানিয়ে রাখি, প্রাইভেট কলেজের ক্ষেত্রে শুধুমাত্র NEET কোয়ালিফাই করলেই হবে, ভালো  র‍্যাঙ্ক না থাকলেও প্রাইভেট কলেজে টাকার  বিনিময়ে পড়াশোনা করতে পারবে ছাত্রছাত্রীরা।

কোন ডিগ্রি বেস্ট?

বর্তমানে মডার্ন মেডিসিন এর পাশাপাশি আয়ুর্বেদিক মেডিসিনেরও জনপ্রিয়তা বাড়ছে ব্যাপক হারে এবং নতুন নতুন ক্ষেত্রে রিসার্চ হচ্ছে। এর পাশাপাশি যোগ এবং ন্যাচারোপ্যাথি মতো বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবনা আসছে। তাই কোন কোর্সটি (Medical Course)আপনার জন্য সঠিক হবে, তা নির্ধারণ করার জন্য নিজের আগ্রহের দিকে নজর দিন।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad