NEHU Recruitment 2024: University তে বিভিন্ন পদে কর্মী নিয়োগ! ভালো বেতন।

Published On:

NEHU Recruitment 2024: এবার দেশের নর্থ-ইস্টার্ন হিল ইউনিভার্সিটির তরফে কর্মচারি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নিয়োগ করা হবে Non-Teaching Group A পোস্টে। সফল ভাবে কর্মরত প্রার্থীদের ভালো বেতন দেওয়া হবে। আজকের প্রতিবেদনে আমরা কোন কোন পদে কর্মী নিয়োগ কর হবে, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা কি? বেতন কত আবেদন পদ্ধতি কি এসব বিস্তারিত আলোচনা কর হলো

নর্থ-ইস্টার্ন হিল ইউনিভার্সিটির তরফে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নিয়োগ করা হবে Non-Teaching Group A পোস্টে । গ্রুপ -A এর অন্তর্গত যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে সেগুলি হলো – Finance Officer, Controller Examinations,University Engineer, Deputy Register এবং Assistant Register পদে।

1) পদের নাম NEHU Recruitment 2024– Finance Officer

শূন্য পদের সংখ্যা– ১টি

বয়স – আবেদন করার জন্য বয়স সীমা উল্লেখ করা হয়েছে সর্বোচ্চ 57 বছর বয়সের মধ্যে।

প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা – মিনিমাম 55% নম্বর সহ মাস্টার ডিগ্রি পাশ সাথে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা সমসাময়িক সময়ের হিসেবে গবেষণার কাজে অভিজ্ঞতা থাকতে হবে। অথবা 15 বছরের প্রশাসনিক কাজ সাথে ডেপুটি রেজিস্ট্রার হিসেবে 8 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন সীমা – পদে কর্মরত চাকরি প্রার্থীদের Level 14 অনুযায়ী 1 লক্ষ 44 হাজার 200 টাকা থেকে শুরু করে 2 লক্ষ 18 হাজার 200 টাকা করে প্রতি মাসে বেতন দেওয়া হবে।

2) পদের নাম – Controller Of Examinations

শূন্য পদের সংখ্যা– ১টি

বয়স – আবেদন করার জন্য বয়স সীমা উল্লেখ করা হয়েছে সর্বোচ্চ 57 বছর বয়সের মধ্যে।

প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা – মিনিমাম 55% নম্বর সহ মাস্টার ডিগ্রি পাশ সাথে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা সমসাময়িক সময়ের হিসেবে গবেষণার কাজে অভিজ্ঞতা থাকতে হবে। অথবা 15 বছরের প্রশাসনিক কাজ সাথে ডেপুটি রেজিস্ট্রার হিসেবে 8 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন সীমা – পদে কর্মরত চাকরি প্রার্থীদের Level 14 অনুযায়ী 1 লক্ষ 44 হাজার 200 টাকা থেকে শুরু করে 2 লক্ষ 18 হাজার 200 টাকা করে প্রতি মাসে বেতন দেওয়া হবে।NEHU Recruitment 2024

3) পদের নাম – University Engineer

শূন্য পদের সংখ্যা– ১টি

বয়স – আবেদন করার জন্য বয়স সীমা উল্লেখ করা হয়েছে সর্বোচ্চ 56 বছর বয়সের মধ্যে।

প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা – মিনিমাম 55% নম্বর সহ সিভিল ইঞ্জিিয়ারিং পাস করা থাকতে হবে সাথে cpwd বা কোনো সরকারি সংস্থায় 8 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন সীমা – পদে কর্মরত চাকরি প্রার্থীদের Level 14 অনুযায়ী 1 লক্ষ 23 হাজার 100 টাকা থেকে শুরু করে 2 লক্ষ 15 হাজার 900 টাকা করে প্রতি মাসে বেতন দেওয়া হবে।

4) পদের নাম – Deputy Register NEHU Recruitment 2024

শূন্য পদের সংখ্যা– 4টি

আরো পড়ুন: কলকাতা মেট্রো রেলে গ্রুপ সি ও ডি পদে কর্মী নিয়োগ! জানুন আবেদন পদ্ধতি

বয়স – আবেদন করার জন্য বয়স সীমা উল্লেখ করা হয়েছে সর্বোচ্চ 50 বছর বয়সের মধ্যে।

প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা – মিনিমাম 55% নম্বর মাস্টার ডিগ্রি পাস করা থাকতে হবে সাথে অ্যাসিস্ট্যান্ট রেজিষ্টার হিসেবে 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং পেমেন্ট স্কেল 10 অনুসারে বেতন পেয়ে থাকতে হবে।NEHU Recruitment 2024

বেতন সীমা – পদে কর্মরত চাকরি প্রার্থীদের Level 12 অনুযায়ী 78 হাজার 800 টাকা থেকে শুরু করে 2 লক্ষ 9 হাজার 200 টাকা করে প্রতি মাসে বেতন দেওয়া হবে।

5) পদের নাম – asistant Register

শূন্য পদের সংখ্যা– 4টি

বয়স – আবেদন করার জন্য বয়স সীমা উল্লেখ করা হয়েছে সর্বোচ্চ 40 বছর বয়সের মধ্যে।

প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা – মিনিমাম 55% নম্বর মাস্টার ডিগ্রি পাস করা থাকতে হবে

বেতন সীমা – পদে কর্মরত চাকরি প্রার্থীদের Level 10 অনুযায়ী 56 হাজার 100 টাকা থেকে শুরু করে 1 লক্ষ 77 হাজার 500 টাকা করে প্রতি মাসে বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা, বয়সের বিষয়ে আরো বিশদে জানতে অফিসিয়াল নোটিফিকেশনটি দেখে নিন

আবেদন পদ্ধতি : অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সেক্ষেত্রে nehu.ac.in এই ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট আবেদন লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন প্রসেস শুরু করতে হবে । আগামী 23/2/2024 পর্যন্ত আবেদন করা যাবে।NEHU Recruitment 2024

নোটিফিকেশনদেখুন
অ্যাপ্লাইঅনলাইনদেখুন
ওয়েবসাইটদেখুন
WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad