Students Tab Money: পড়ুয়াদের জন্য নয়া বিজ্ঞপ্তি জারি! এবার রাজ্য সরকারের তরফে দেওয়া হচ্ছে না ট্যাবের ১০ হাজার টাকা

Published On:

Students Tab Money: রাজ্য সরকারের তরফে বাতিল করা হলো একাদশ দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাবলেট বা স্মার্টফোন কেনার জন্য ১০,০০০ টাকার অনুদান। ২০২১ সাল থেকে ‘তরুণের স্বপ্ন’ (Taruner Swapno)  প্রকল্পের আওতায় স্মার্টফোন বা ট্যাব কেনার জন্য  সরকারি ও সরকার-পোষিত স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের ১০,০০০ টাকা দেওয়া হয়। এবার একাদশ শ্রেণির পড়ুয়াদেরও সেই টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। ঠিক ছিল রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব অথবা স্মার্টফোন কেনার জন্য ১০ হাজার টাকা (Students Tab Money) শিক্ষক দিবসের দিন অর্থাৎ ৫ই সেপ্টেম্বর পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। তবে, টাকা পাঠানোর আগেই সেই সিদ্ধান্ত বাতিল করলো রাজ্য সরকার।


বাতিল করা হলো ট্যাবের টাকা

স্কুলশিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে যে, এই মুহূর্তে পড়ুয়াদের কোনোরকম টাকা দেওয়া হবে না। প্রশাসনিক কারণে’ টাকা ফেরত নেওয়া হয়েছে, তবে এর পিছনের কারণ ব্যাখ্যা করেনি স্কুলশিক্ষা দপ্তর। এর ফলে সকলের মনেই জাগছে প্রশ্ন এবং এই বিষয়কে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। পড়ুয়ারা টাকা কবে পাবে তা নিয়ে বেশ কয়েকদিন ধরে চলছিল জোরালো জল্পনা চলছিল। সেই সকল জল্পনার মাঝে হঠাৎ রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়েছিল যে, ৫ই সেপ্টেম্বর টাকা দেওয়া হবে শিক্ষার্থীদের। রাজ্যের সব স্কুলের ট্রেজারিতে টাকা পাঠানোর কাজও সেরে ফেলা হয়েছিল, কিন্তু মঙ্গলবার শিক্ষা দপ্তরের তরফ থেকে নয়া বিজ্ঞপ্তি জারি করা হলো।


উঠছে প্রশ্ন, বাড়ছে বিভ্রান্তি

বিজ্ঞপ্তিতে কোথাও স্পষ্ট করা হয়নি যে, ঠিক কী কারণে টাকা দেওয়ার পরিকল্পনা বাতিল করা হয়েছে এবং এই টাকা আদৌ পরবর্তীতে দেওয়া হবে কিনা, নাকি পুরো প্রকল্প বাতিল করা হলো সরকারের তরফে। বিজ্ঞপ্তিতে শুধুমাত্র প্রশাসনিক কারণ এর কথাই উল্লেখ রয়েছে। এখন এই ট্যাবের টাকা দেওয়ার দিনক্ষণ ঠিক করা এবং তারপর আবার তা প্রত্যাহার করা নিয়ে শুরু হয়েছে বিভ্রান্তি। এই বিষয়ে বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় দাবি করেছেন যে, রাজ্য সরকারের এহেন সিদ্ধান্তের সঙ্গে আছে আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের ৩১ বছর বয়সী তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার যোগসূত্র। তার দাবি, পড়ুয়ারাও আরজি করের ঘটনার প্রতিবাদে যেভাবে পথে নেমেছিলেন, সেই কারণেই মূলত রাজ্য টাকা প্রদানের সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছে। এখন প্রশ্ন উঠছে, আরজি কর কাণ্ডের পর যেভাবে বিভিন্ন জায়গায় সরকারি অনুদান প্রত্যাহার করা হচ্ছে তার পরিপ্রেক্ষিতেই  রাজ্য সরকার এখানে সিদ্ধান্ত নিল কিনা (Students Tab Money)।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad