NHM Recruitment WB 2024: রাজ্যের জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির পক্ষ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কর্মী নিয়োগ করা হচ্ছে।
রাজ্যের স্থায়ী বাসিন্দা তথা যেকোনো জেলার আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। আজকের প্রতিবেদনে কোন পদে নিয়োগ হবে, বয়স, শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, আবেদন কিভাবে করতে হবে, বেতন কত ,ইত্যাদি সম্পর্কে রইলো বিস্তারিত আলোচনা।
পদের নাম (NHM Recruitment WB 2024) – রাজ্যের কোচবিহার জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির পক্ষ মেডিক্যাল অফিসার ( RKSK) পদের জন্যে আবেদন চাওয়া হচ্ছে।
শূন্য পদের সংখ্যা – 6টি যার মধ্যে সাধারণ 3টি, আর বাকি 3টির মধ্যে 1টি SC, 1টি ST, 1টি OBC-B এর জন্যে সংরক্ষিত।
শিক্ষাগত যোগ্যতা – মেডিক্যাল অফিসার ( RKSK) পদের জন্যে MBBS ডিগ্রি বাঞ্ছনীয় সাথে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল এর অধীনে রেজিষ্টার করা থাকতে হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখেনিন।
আরো পড়ুন: এবার বন দপ্তরে ৫৯৩৪ শূন্যপদে কর্মী নিয়োগ! যোগ্যতা মাধ্যমিক! জানুন আবেদন পদ্ধতি
বয়স – এই পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স
01/01/2024 তারিখ অনুযায়ী 45 বছরের মধ্যে হতে হবে।
বেতনক্রম – কোচবিহার জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির পক্ষ মেডিক্যাল অফিসার ( RKSK) পদের জন্যে আবেদন চাওয়া হচ্ছে। এই পদের জন্যে সফল কর্ম প্রার্থিদের মাসিক 60000 টাকা করে বেতন দেওয়া হবে। চাকরি প্রার্থীদের চাকরি স্থল হবে কোচবিহার জেলা। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, সাথে স্থানীয় বাংলা ভাষায় লিখতে ও বলতে পারার দক্ষতা থাকতে হবে।
আবেদন পদ্ধতি – অনলাইনের মাধ্যমে ইতিপূর্বে আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সেক্ষেত্রে নির্দিষ্ট অফিসিয়াল সাইটে গিয়ে আবেদন করতে হবে।
আবেদন ফি হিসেবে সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের 100 টাকা ও অন্যান্য সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের 50 টাকা ডিম্যান্ড ড্রাফট করতে হবে।
আবেদনের শেষ তারিখ ৬/২/২০২৪।
বিস্তারিত জানতে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ও নোটিফিকেশন দেখুন।