BSF Recruitment 2024 : এবার জারি করা হলো BSF নিয়োগের বিজ্ঞপ্তি, যোগ্যতা মাধ্যমিক পাস! আবেদন করুন এখনই

Published On:

BSF Recruitment 2024 : সম্প্রতি Border Security Force এর তরফ থেকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে নূন্যতম মাধ্যমিক পাস যোগ্যতায় কর্মী নিয়োগ করা হবে। এখানে পশ্চিমবঙ্গ কিংবা ভারতের যেকোনো জায়গা থেকে উপযুক্ত যোগ্য চাকরিপ্রার্থীরা চাকরির জন্য আবেদন জানাতে পারেন। চলুন জেনে নেওয়া যাক নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য।

নিয়োগ সংস্থা – Ministry of Home Affair, Director General Border Security Force

পদের নাম  – এখানে (BSF Recruitment 2024) চাকরিপ্রার্থীদের সব মিলে গ্রুপ C ও গ্রুপ B সহ ৭ ধরনের পদে নিয়োগ করা হবে, যেমন Sub-Inspector (Works), HC (Plumber), Constable (General Operator), Constable (Lineman), Junior Engineer (Electrical) SI, HC (Carpenter), Constable (General Mechanic)

শূন্যপদ – ৬০টি।
Sub-Inspector (Works) – ১৩টি পদ,
HC (Plumber) – ১টি পদ,
Constable (General Operator) – ১৩টি পদ, Constable (Lineman) – ৯টি পদ,
Junior Engineer (Electrical) SI – ৯টি পদ,
HC (Carpenter) – ১টি পদ,
Constable (General Mechanic) – ১৪টি পদ।

শিক্ষাগত যোগ্যতা – এখানে কিছু পদের ক্ষেত্রে ন্যূনতম মাধ্যমিক পাশ থেকে আবেদন করা যাবে, তবে পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা ভিন্ন রয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিফটি দেখে নিন।বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে নিতে পারেন।

বেতন – উল্লিখিত পদের জন্য প্রার্থীদের ১১ পে কমিশন হিসেবে বেতন দেওয়া হবে।

বয়সসীমা – উল্লিখিত পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। এমনকি, সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি – এখানে প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষা নেওয়া হবে, তারপর উত্তীর্ণ প্রার্থীদের DV, PST & PET নেওয়া হবে। এরপর হবে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং শেষে মেডিকেল টেস্টের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে।

আবেদন পদ্ধতি – উল্লিখিত পদে (BSF Recruitment 2024) প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের সবার আগে BSF-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। তারপর ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবেদন ফর্মটি যত্ন সকল তথ্য দিয়ে নির্ভুল ভাবে পূরণ করে প্রয়োজনীয় সমস্ত রকম ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে ও আবেদনমূল্য পেমেন্ট করে সাবমিট বাটনে ক্লিক করলেই আবেদন সম্পন্ন হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস – এখানে আবেদনের জন্য প্রার্থীদের সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস, পরিচয় পত্রের ডকুমেন্টস, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, ইমেইল আইডি ইত্যাদি লাগবে।

আবেদন ফি – এখানে Gen,OBC,EWS (Group B) প্রার্থীদের জন্য আবেদন মূল্য ২০০ টাকা এবং GEN,OBC,EWS (Group C) প্রার্থীদের জন্য আবেদন মূল্য ১০০ টাকা  হিসেবে ধার্য করা হয়েছে, তবে অন্যান্য সকল শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে কোনোরকম আবেদন মূল্য লাগবে না।

আবেদনের শেষ তারিখ – ১৫ই এপ্রিল, ২০২৪

অফিসিয়াল নোটিশ (Group B) : Click Here

অফিসিয়াল নোটিশ (Group C) : Click Here

অফিসিয়াল ওয়েবসাইট : Click Here

আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে যে, আপনারা অতি অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ও অফিসিয়াল নোটিফিকেশন নিজে থেকে ভালো করে যাচাই করবেন, দেখবেন, বুঝবেন তবেই নিজের দায়িত্ব আবেদন করবেন।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad