এবার সরকারের কাছে থেকে পোস্ট অফিসের ফ্রাঞ্চাইজি নিয়ে প্রতি মাসে আয় করুন! কীভাবে জেনে নিন

Published On:

News Desk :  আজকাল বেকারত্বের সমস্যার জেরে অনেকেই বিকল্প পথ বেছে নিচ্ছেন। আর এবার সেই বিকল্প পথের ব্যবস্থা করতে ইন্ডিয়ান পোস্টাল সার্ভিস এক দুর্দান্ত সুযোগ নিয়ে হাজির হয়েছে। আপনি যদি সরকারি বিভাগের ফ্রাঞ্চাইজি নিয়ে বিকল্প পথে উপার্জনের চেষ্টা করেন, তবে তা অনেক বেশি লাভজনক এবং এর পাশাশি কাজে সাফল্য পাওয়ার সম্ভাবনাও বেশি, কারণ কোনো বেসরকারি প্রতিষ্ঠান অপেক্ষা মানুষের আস্থা সর্বদা সরকারি প্রতিষ্ঠানের থাকে। তাই আপনি এবার পোস্ট অফিসের ফ্রাঞ্চাইজি নিয়ে অনায়াসে প্রতি মাসে মোটা টাকা আয় করতে পারেন।

কীভাবে আয় করবেন ?

আপনি দেখবেন যে সকল এলাকায় কোনো ডাকঘর নেই, সেখানে ফ্রাঞ্চাইজি নিয়ে পোস্ট অফিস থেকে আয় করতে পারেন মোটা টাকা। আর এর জন্য আপনাকে তেমন অর্থ ব্যয় করতে হবে না। পোস্ট অফিস কর্তৃপক্ষের কাছে মাত্র ১০,০০০ টাকা আউটলেট ফ্রাঞ্চাইজি ফি হিসেবে জমা রাখতে হবে। ব্যাস তাহলেই কমিশন বাবদ প্রতি মাসে মোটা টাকা আয় করার সুযোগ পেয়ে যাবেন আপনি। এমনকি পোস্ট অফিসের তরফ থেকে এজেন্ট ফ্রাঞ্চাইজিও দেওয়া হচ্ছে, তবে এই ফ্রাঞ্চাইজিটি নতুন নয়, অনেক আগে থেকেই এটি প্রচলিত। পোস্ট অফিসের ফ্রাঞ্চাইজি নিয়ে আপনি প্রতি মাসে সীমাহীন আয় করতে পারেন, তবে এর জন্য সরকারের পক্ষ থেকে আপনাকে কোনো বেতন দেওয়া হবে না। এক্ষেত্রে মূলত সাধারণ মানুষকে বিভিন্ন পরিষেবা দিয়ে ডাকঘর কর্তৃপক্ষের থেকে আপনি কমিশনটুকু পাবেন। এই কমিশনই আপনার আয়। যেমন ধরুন একটি রেজিস্টার্ড পোস্ট পিছু ৩ টাকা কমিশন পাওয়া যায়, আবার কেউ স্পিড পোস্ট করলে ৫ টাকা কমিশন পাওয়া যায়। যদি কেউ ১০০ থেকে ২০০ টাকা  মানি অর্ডার করলে ৩.৫০ টাকা কমিশন পাবেন আপনি, তবে ২০০ টাকার বেশি মানি অর্ডারে কমিশন বাবদ আপনি পাবেন ৫ টাকা। আপনি যদি মাসে বেশি পরিমাণে মানি অর্ডার সহ অন্যান্য পরিষেবা গ্রাহকদের দিতে পারেন, তবে পোস্ট অফিসের তরফ থেকে বোনাস পাবেন। অতএব সারা মাসের গোটা ব্যবসার উপর ৭% থেকে ২৫% পর্যন্ত কমিশন পেতে পারেন আপনি।

পোস্ট অফিসের ফ্রাঞ্চাইজি নেওয়ার শর্ত

পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি নেওয়ার কিছু শর্ত রয়েছে।

১) আপনার বয়স ১৮ বছরের বেশি হতে হবে।
২) কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে দশম শ্রেণি পাশ হতে হবে।
৩) আপনাকে ফ্রাঞ্চাইজি পাওয়ার জন্য পোস্ট অফিস কর্তৃপক্ষের কাছে আবেদন জানাতে হবে। এরপর নির্বাচিত হলে ভারতীয় ডাকঘর কর্তৃপক্ষের সঙ্গে আপনার একটি MOU স্বাক্ষর হবে, যেখানে কমিশনের হার সহ সকল শর্তাবলী লেখা থাকবে। তখনই ফ্রাঞ্চাইজি ফি বাবদ ১০ হাজার টাকা জমা দিতে হবে আপনাকে।

আবেদন পদ্ধতি

আপনি যদি পোস্ট অফিসের ফ্রাঞ্চাইজি নেওয়ার জন্য আবেদন করতে চান, তবে আপনাকে প্রথমে ভারতীয় ডাকঘরের ওয়েবসাইট https://www.indiapost.gov.in/VAS/DOP_PDFFiles/Franchise.pdf -এ যেতে হবে। এরপর ফ্রাঞ্চাইজির জন্য আবেদনের ফর্ম ডাউনলোড করে তা যথাযথভাবে পূরণ করে ডাকঘর কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিতে হবে।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad