Paytm Offers : এবার Paytm থেকে আয় করুন এইভাবে ! কীভাবে বিস্তারিত জেনে নিন

Published On:


News Desk : গুগল পে, ফোন পে এর মত এবার পেটিএম দিয়ে পেমেন্ট করেও আপনি আয় করতে পারেন প্রতিমাসে। ভাবছেন কীভাবে আয় করবেন? আসলে আগে পেটিএম এর দ্বারা টাকা লেনদেন করলে ক্যাশব্যাক পাওয়া যেত, তবে পরবর্তীতে  আগের মত প্রতিটি পেমেন্টে ক্যাশব্যাক না পেয়ে পেটিএম থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন অনেকেই। তবে, এবার পেটিএম সকলের জন্য আরো বেশি ক্যাশব্যাক নিয়ে হাজির, যার ফলে আপনি পাবেন আয়ের সুযোগ। এবার আসুন জেনে নেওয়া যাক কীভাবে আপনি আয় করতে পারবেন।

কীভাবে আয় করবেন?

আপনি যদি পেটিএম থেকে আয় করতে চান, তবে আপনাকে পেটিএম ওয়ালেটে টাকা ভরাতে হবে অর্থাৎ আপনাকে ওয়ালেটে ক্যাশ অ্যাড করতে হবে, এছাড়াও আপনাকে পেটিএমের মাধ্যমে মোবাইল ফোনে রিচার্জ, লোনের ইএমআই দেওয়া, DTH রিচার্জ, ইলেকট্রিকের বিল পেমেন্ট, ক্রেডিট কার্ড পেমেন্ট, গ্যাস বুকিং , সিনেমার টিকিট কাটা ইত্যাদি করতে হবে। ব্যাস তাহলেই আপনি পেয়ে যাবেন প্রচুর প্রমো কোড এবং অফার। পরবর্তীতে পেমেন্টের সময় এই প্রমো কোডগুলি ব্যবহার করে পেমেন্ট করলেই পাবেন ক্যাশব্যাক। পেটিএমের ক্যাশব্যাক অফার যথেষ্ট আকর্ষণীয়। আবার অনেক সময় আপনি সরাসরি ক্যাশব্যাক না পেয়ে পেতে পারেন ক্যাশব্যাক পয়েন্ট, যার মাধ্যমে আপনি জিনিসপত্র কেনাকাটার সময় অতিরিক্ত ছাড় পাবেন। পেটিএমের মাধ্যমে ইউপিআই পেমেন্টের ফলে আপনি যে ক্যাশব্যাক পয়েন্টগুলি পাবেন তা ভাউচার কেনা অথবা শপিংয়ের জন্য ব্যবহার করলেই পাবেন অতিরিক্ত ছাড়। উল্লেখ্য, আপনি ১১০০ ক্যাশব্যাক পয়েন্ট দিয়ে ১০ টাকার ভাউচার কিনতে পারবেন।

কীভাবে ওয়ালেটে টাকা অ্যাড করবেন?

পেটিএম ওয়ালেট দিয়ে সমস্ত লেনদেনেই পাবেন ক্যাশব্যাক। পেটিএম মাঝে মাঝেই দারুন আকর্ষণীয় অফার দেয় ক্যাশব্যাকের জন্য। এমনকি পেটিএম ওয়ালেটে আপনি যদি টাকা অ্যাড করেন তাহলে ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক কিংবা ক্যাশব্যাক পয়েন্ট জেতার সুযোগ পেতে পারেন। এর জন্য আপনাকে প্রথমে পেটিএম অ্যাপে গিয়ে ‘Home Page’ অপশনে গিয়ে তারপর ‘Deals And Cashback’ অপশনে ক্লিক করে ‘Wallet Offers’-এ ক্লিক করতে হবে। সেখান থেকেই আপনি পেটিএম ওয়ালেটে টাকা অ্যাড করতে পারবেন।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad