Hero Raman Kant Scholarship: দেশে যেভাবে বেকারত্বের সমস্যা বৃদ্ধি পেয়েছে এরই সঙ্গে বেড়েছে মুদ্রাস্মৃতি। এর ফলে মানুষ কীভাবে সংসার চালাবে সেই নিয়েও রীতিমতো মাথায় হাত পড়ছে, আর তার উপর রয়েছে সন্তানের পড়াশোনার খরচ। তাই সেক্ষেত্রে সরকারের বিভিন্ন স্কলারশিপ খুবই উপযোগী। দেশের সকল মেধাবী ছাত্রছাত্রীদের যাতে অর্থের অভাবে পড়াশোনা ছেড়ে দিতে না হয় তার জন্যই রমন কান্ত মুঞ্জাল ফাউন্ডেশন এবং হিরো ফিনকর্পের যৌথ উদ্যোগে চালু করা হয়েছে হিরো রমন কান্ত মুঞ্জাল স্কলারশিপ। এই স্কলারশিপের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীরা তাদের পড়াশোনার খরচ চালানোর জন্য প্রতি বছর সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন।
স্কলারশিপে আবেদনের জন্য যোগ্যতা (Hero Raman Kant Scholarship)
১) হিরো রমন কান্ত মুঞ্জাল স্কলারশিপে আবেদনের জন্য প্রার্থীদের ভারতীয় নাগরিক হতে হবে।
২) এই স্কলারশিপে আবেদনের জন্য প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে নূন্যতম ৪০ শতাংশ নম্বর পেতে হবে।
৩) এই স্কলারশিপের মাধ্যমে টাকা পেতে হলে প্রার্থীদের B.Com, Bachelor of Management Studies (BMS), BВА, Integrated Program in Management (IPM), Bachelor in Business Studies (BBS), BFIA, Bachelor of Banking and Insurance (BBI), Bachelor of Accounting and Finance (BAF), Bachelor of Banking and Insurance (BBI), B.Sc (Statistics), B.A. (Economics) প্রভৃতি কোর্সে ভর্তি হতে হবে।
৪) সংশ্লিষ্ট প্রার্থীর পারিবারিক বার্ষিক আয় ৪ লাখ টাকার বেশি হলে চলবে না।
স্কলারশিপের পরিমাণ কত?
হিরো রমন কান্ত মুঞ্জাল স্কলারশিপে প্রার্থীদের পড়াশোনার খরচ চালানোর ক্ষেত্রে ৩ বছরের জন্য বার্ষিক ৪০ হাজার টাকা থেকে ৫ লক্ষ ৫০ হাজার দেওয়া হয়, তবে এই স্কলারশিপের পরিমান নির্ভর করে প্রার্থীর কোর্স এবং কলেজ fees এর উপর।
স্কলারশিপের জন্য আবেদন পদ্ধতি (Hero Raman Kant Scholarship)
এই স্কলারশিপের জন্য প্রার্থীদেরকে অনলাইনে আবেদন জানাতে হবে। এর জন্য প্রথমেই এই প্রতিবেদনের নিচে দেওয়া আবেদন লিংকে ক্লিক করে আবেদন ফর্ম সঠিকভাবে পুরণ করে প্রয়োজনীয় নথি সহ সাবমিট করতে হবে।
আবেদনের শেষ তারিখ : ৫ই সেপ্টেম্বর, ২০২৪
স্কলারশিপ অনলাইন আবেদন : Apply Now
অফিসিয়াল হেল্প নাম্বার : ০১১ ৪৩০-৯২২৪৮