Cab service : এবার বাইক থাকলেই প্রতি মাসে মিলবে ৩০ হাজার টাকা! কীভাবে জানুন বিস্তারিত

Published On:

News Desk : আজকাল চাকরির অবস্থা খুবই শোচনীয়।  কমেছে কর্মী নিয়োগের পরিমাণও। যত সংখ্যক কর্মী নিয়োগ হচ্ছেন, তার থেকে বেশি হচ্ছেন ছাঁটাই। আর যে হারে জিনিসপত্রের দাম বেড়ে চলেছে, তাতে শুধু চাকরি করে সংসার চালানো দায় হয়ে পড়ছে। এমতাঅবস্থায় মানুষকে বেঁচে থাকতে হলে রোজগারের জন্য ব্যবসার কথাও ভাবতে হচ্ছে। আবার যারা চাকরির আশায় দিনের পর দিন রয়েছেন তারাও নিরাশ হয়ে শেষমেশ নিজস্ব ব্যবসা করতে উদ্যোগী হচ্ছেন। আপনিও যদি নিজস্ব ব্যবসা করতে চান তাহলে আজ আমরা আপনাদের একটি ব্যবসায়িক ধারণা দিতে চলেছি, যার মাধ্যমে আপনি ৭০ হাজার টাকা বিনিয়োগ করে প্রতি মাসে আয় করতে পারবেন ৩০ হাজার টাকা। আসুন তবে জেনে নেওয়া যাক বিস্তারিত।

ক্যাব পরিষেবা

আজ আমরা যে ব্যবসাটি নিয়ে আলোচনা করবো সেই হলো ক্যাব পরিষেবা। বর্তমান যুগে এই পরিষেবা ব্যবসার ক্ষেত্র দিনে দিনে বিস্তার লাভ করছে। যাদের কাছে তেমন পুঁজি নেই তারা খুব সহজেই অল্প পুঁজি দিয়ে এই পরিষেবা ব্যবসা শুরু করে অর্থ উপার্জন করতে  পারেন। ক্যাব পরিষেবা সম্পর্কে কমবেশি সকলেই জানেন। অনেকেই বর্তমানে Rapido, Ola, Uber ক্যাব পরিষেবার ক্ষেত্রে প্রবেশ করে আয় করছেন, তবে একটি চার চাকার প্রাইভেট কার কিনতে যে বিনিয়োগ করতে হয় তা অনেকটাই, যা অনেকের সাধ্যের বাইরে। অগত্যা উপায় কি? আপনি এই কারের বদলে যদি আপনার বাড়িতে বাইক থাকে আপনি তা নিয়ে সহজেই নেমে পড়তে পারেন Ola, Uber, rapido-এর মত অনলাইন প্লাটফর্মগুলির ক্যাব বাইক পরিষেবা প্রদান করতে। এবার কথা হলো যদি বাইক না থাকে তবে কি করবেন? তাহলে উপায় ওই যে আপনাকে ঝটপট একটা বাইক কিনে ময়দানে নেমে পড়তে হবে। বাইক কেনা অন্তত গাড়ির তুলনায় অনেক সস্তা, যা আপনার পকেটে খুব বেশি চাপ ফেলবে না। আপনার বড়জোর ৭০ হাজার টাকার আশেপাশেই খরচ পড়বে। এই কাজের জন্য বেশি মাইলেজ দেবে এমন বাইক কেনাই ভালো। আর তাছাড়া এর দাম ওই বেশি সিসি-ওয়ালা বাইকের থেকে তুলনায় অনেক কম। এতে আপনি সহজেই প্রতিমাসে ২৫ থেকে ৩০ হাজার টাকার রোজগার করতে পারবেন।

কীভাবে আর কত টাকা আয় হবে?

আপনি যদি প্রতিদিন ১০টি করে রাইড পান, তবে প্রতিটি রাইডে ১০০ টাকা করে আয় হয়। আর সেক্ষেত্রে আপনার দৈনিক আয় হবে ১,০০০ টাকা। এতে আলাদা খরচও আছে আপনার, কারণ বাইকে তেল ভরতে হবে। আর তেলের খরচ ২০০ থেকে ৩০০ টাকার মধ্যে। এবারে ১০০০ টাকার থেকে পেট্রোলের খরচ বাদ দিলে প্রতিদিন ৭০০ থেকে ৮০০ টাকা আপনার লাভ থাকবে। অর্থাৎ মাস শেষে ২৪,০০০ থেকে ৩০,০০০ টাকা উপার্জন করতে পারবেন আপনি। আপনি যদি সারা দিনে ৯ থেকে ১০ ঘণ্টা করে বাইক চালান, সেক্ষেত্রে দৈনিক ১৫ টার কাছাকাছি রাইড পাওয়া যায়। এর ফলে সমস্ত খরচপাতি বাদ দিয়েও আপনার আয় এক হাজার টাকার বেশি হয়ে যেতে পারে। ফলে সহজেই আপনি মাসিক ৩০ হাজার টাকা রোজগার করতে পারবেন। Ola, Uber, rapido তাদের পার্টনার অর্থাৎ পোর্টালে বাইক সার্ভিস প্রদানকারীদের বোনাসও দেয়।

কীভাবে যুক্ত হবেন?

বর্তমানে ক্যাব পরিষেবা সংস্থা গুলির মধ্যে জনপ্রিয় স্থানে রয়েছে OLA। এই OLA সংস্থার সঙ্গে আপনি আপনার বাইক যুক্ত করতে পারেন। বর্তমানে Ola-এর সঙ্গে যুক্ত হয়ে বাইক পরিষেবা দিতে চাইলে https://partners.olacabs.com এই লিঙ্কে ক্লিক করে আপনি নিজের নাম নথিভুক্ত করতে পারেন। এই বিষয়ে বিস্তারিত জানতে এই OLA এর ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন। আর তাছাড়া Ola-এর মতোই Uber, rapido এদেরও পার্টনার অ্যাপ আছে। এই অ্যাপ প্লে-স্টোর থেকে ইন্সটল করে সেখানে  গিয়ে আপনি নিজের নাম নথিভুক্ত করতে পারেন আর শুরু করতে পারেন এই ব্যবসা।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad