News Desk : প্যান কার্ড সকলের জন্য খুবই প্রয়োজনীয় একটি নথি। ব্যাংকিং সংক্রান্ত কাজে কিংবা সরকারী সুযোগ-সুবিধা পেতে প্যান কার্ড প্রায় প্রত্যেকেরই দরকার হয়। অনেক সময় পরিচয় প্রমাণপত্র হিসেবেও প্যান কার্ড ব্যবহার করা হয় বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে। এই প্যান কার্ড আয়কর সংক্রান্ত যেকোনো কাজে ব্যবহার করা হয়। তাই প্যান কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। কিছুই নারেই প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করার জন্য প্রচারণা চলছিল। যাদের প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা নেই, তারা নিকটস্থ সাইবার ক্যাফগুলিতে ছুটছেন লিংক করানোর জন্য, তবে আপনার যদি প্যান কার্ড না থাকে, তবে আর চিন্তা করার কোনো প্রয়োজন নেই।
করতে পারবেন উপার্জন
এবার থেকে আপনি ঘরে বসেই কিছু সহজ পদ্ধতি অবলম্বন করে বানাতে পারবেন প্যান কার্ড। একটি প্যান কার্ড তৈরি করতে আপনার ৫ মিনিট সময় লাগবে। আপনি বাড়িতে বসে নিজের প্যান কার্ড তৈরি করার পাশাপাশি অন্য কারোর জন্যও প্যান কার্ড তৈরি করে দিতে পারেন, যার মাধ্যমে আপনি উপার্জনও করতে পারবেন। আজকের প্রতিবেদনে আমরা বলতে চলেছি বাড়িতে বসে আপনি কীভাবে অনলাইনে প্যান কার্ড আবেদন করবেন? কি কি ডকুমেন্টস লাগবে? প্যান কার্ড তৈরি করতে কত টাকা লাগবে? সেই সম্পর্কে যাবতীয় তথ্য। আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত।
প্যান কার্ড তৈরি করতে কি কি ডকুমেন্টস লাগবে?
প্যান কার্ড তৈরি করতে যে যে গুরুত্বপূর্ণ নথি লাগবে তা হলো –
১) ব্যক্তির বয়সের প্রমাণ পত্র।
২) ঠিকানার প্রমাণ পত্র।
৩) পরিচয় পত্রের প্রমাণ লাগবে।
প্যান কার্ড তৈরি করতে কত টাকা খরচ হবে?
প্যান কার্ড তৈরি করতে আপনার খরচ পড়বে ১০৬ টাকা ৯০ পয়সা। আপনি নিজের জন্য ছাড়াও অন্যান্যদের জন্যও একই রকম পদ্ধতিতে প্যান কার্ড তৈরি করতে পারবেন। আর ১০৬ টাকার পাশাপাশি আপনি অতিরিক্ত ৫০ কিংবা ১০০ টাকা নিতে পারেন, যা সাইবার ক্যাফের মালিকেরা নিয়ে থাকেন। তবে. আপনি যদি বাড়িতেই নিজের জন্য প্যান কার্ড তৈরি করেন, তখন খুব অল্প খরচের মধ্যেই প্যান কার্ড বানিয়ে ফেলতে পারবেন। অফুরন্ত অন্যের জন্য বানিয়ে দিলে আপনি অতিরিক্ত উপার্জনও করতে পারবেন।
কীভাবে আবেদন করবেন?
আবেদন করার জন্য আপনাকে prothom https://www.protean-tinpan.com/services/pan/pan-index.html এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এরপর Apply এ ক্লিক করে পরবর্তী পেজে New Pan Indian Citizen সিলেক্ট করে সমস্ত ঘর সঠিক ভাবে পূরণ করে ডকুমেন্টস আপলোড করলেই আবেদন হয়ে যাবে। এরপর ১০ থেকে ১৫ দিনের মধ্যেই আপনার বাড়িতে প্যান কার্ড পৌঁছে যাবে।