PM Silai Machine Yojana 2024 : ভারত সরকার দেশের মহিলাদের আর্থিকভাবে শক্তিশালী করার জন্য অনেক কল্যাণমূলক প্রকল্প চালাচ্ছে। এর মধ্যে একটি হলো প্রধানমন্ত্রী সেলাই মেশিন যোজনা। এই প্রকল্পের অধীনে, সরকার নতুন সেলাই মেশিন কেনার জন্য কাপড় সেলাইয়ের সাথে জড়িত কারিগরদের আর্থিক সহায়তা দিচ্ছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো দেশের মহিলাদের স্বনির্ভর করা এবং অর্থনৈতিকভাবে তাদের ক্ষমতায়ন করা। এই প্রকল্পের মাধ্যমে সেলাই মেশিন কেনার জন্য ১৫,০০০ টাকার আর্থিক সহায়তার পাশাপাশি বিনামূল্যে প্রশিক্ষণ এবং সেই প্রশিক্ষণ এর শংসাপত্রও প্রদান করা হয়। প্রশিক্ষণ চলাকালীন, তারা প্রতিদিন ৫০০ টাকা করে দেওয়া হয়। প্রশিক্ষণ শেষ করার পরে মহিলারা যদি তাদের নিজস্ব টেইলারিং সম্পর্কিত ব্যবসা শুরু করতে চান, তবে এই প্রকল্পের অধীনে তারা সরকারের কাছ থেকে ২ থেকে ৩ লক্ষ টাকার সহজ ঋণও নিতে পারেন। সরকার এই প্রকল্পের আওতায় মহিলাদের আত্ম-কর্মসংস্থানের জন্য উৎসাহিত করছে। আপনিও যদি এই স্কিমের অধীনে আবেদন করতে চান এবং স্কিমের সুবিধা নিতে চান, তাহলে পড়ে নিন আজকের প্রতিবেদনটি (PM Silai Machine Yojana 2024)।
কী কী সুবিধা মিলবে?
* প্রধানমন্ত্রী সেলাই মেশিন প্রকল্পের অধীনে, মহিলারা সেলাই মেশিন কেনার জন্য সরকারের তরফ থেকে ১৫০০০ টাকা আর্থিক সহায়তা পাবেন।
* এই প্রকল্পের আওতায় বিনামূল্যে প্রশিক্ষণ ও প্রশিক্ষণের শংসাপত্রও দেওয়া হবে।
* প্রশিক্ষণ চলাকালীন প্রকল্পের অধীনে প্রতিদিন ৫০০ টাকা দেওয়া হবে।
* সুবিধাভোগী যদি প্রশিক্ষণের পরে তার নিজস্ব টেইলারিং ব্যবসা শুরু করতে চান, তবে তাকে সহজ কিস্তিতে ঋণও দেওয়া হবে।
আবেদনের জন্য যোগ্যতা
* প্রধানমন্ত্রী সেলাই মেশিন প্রকল্পে আবেদন করার জন্য মহিলা প্রার্থীরাই আবেদন জানাতে পারবেন।
*আবেদনকারী মহিলাকে ভারতের নাগরিক হতে হবে।
* আবেদনকারীর বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
* আবেদনকারীর পারিবারিক আয় হতে হবে ২ লাখ টাকার কম।
* পরিবারের কোনো সদস্য আয়করদাতা হলো সেই প্রার্থী এই স্কিমের সুবিধা পাবেন না।
* আবেদনকারী প্রার্থীর পরিবারে বিদ্যমান কোনো ব্যবসা থাকলেও সেই প্রার্থী এই প্রকল্পের সুবিধা পাবেন না।
প্রয়োজনীয় নথি
* আধার কার্ড
* আয়ের প্রমাণপত্র
* সেলাই সম্পর্কিত নথি
* জন্ম শংসাপত্র
* শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
* ভোটার আইডি কার্ড
* পাসপোর্ট সাইজ ছবি
* ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং অন্যান্য নথি
আবেদন পদ্ধতি
প্রধানমন্ত্রী সেলাই মেশিন প্রকল্পে আবেদন করার জন্য প্রথমে প্রার্থীকে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিজস্ব আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আবেদনপত্রে ক্লিক করে নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় নথি আপলোড করে আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে জমা দিতে হবে। ওই আবেদনপত্রের একটি প্রিন্ট বের করে নির্ধারিত কার্যালয়ে জমা দিতে হবে (PM Silai Machine Yojana 2024)।
অফিসিয়াল ওয়েবসাইট : Click Here