NSOU Admission 2024: দেশের বেশিরভাগ পরিবারের অর্থনৈতিক অবস্থা তেমন ভালো না হওয়ায় সকল নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা উচ্চমাধ্যমিক পাশ করেই আয় করে সংসার চালানোর জন্য উদ্যোগ নেয়। যদিও অনেকেরই ইচ্ছে থাকে যে, চাকরির পাশাপাশি নিজের পড়াশোনা চালিয়ে নিয়ে যাওয়ার, তবে কাজের চাপের তা আর সম্ভবপর হয় না। তার ওপর আবার প্রতিদিনের কলেজের ক্লাসে যোগদান করা কাজ ফেলে সম্ভব নয়। তাই এই সকল ছেলেমেয়েদের জন্য চাকরির পাশাপাশি নিজের পড়াশোনা চালিয়ে নিয়ে যাওয়ার সব থেকে ভালো উপায় হলো মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা চালিয়ে নিয়ে যাওয়া। আর এবার নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে সুযোগ দেওয়া হচ্ছে সেই সকল ছাত্র ছাত্রীদের। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় ২০২৪ থেকে ২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক কোর্সে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজ আমরা এই প্রতিবেদনে আলোচনা করতে চলেছি যে, এখানে কোন কোন বিষয়ে স্নাতক করা যাবে, আবেদন পদ্ধতি কী? তাহলে চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ প্রতিবেদনটি এক নজরে।
কোর্সের সুবিধা
আপনাদের জানিয়ে রাখি যে, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, রসায়ন, প্রাণিবিদ্যা, পদার্থবিদ্যা, গণিত সহ নানা বিভাগে স্নাতক কোর্সে ছাত্রছাত্রীদেরকে ভর্তি নেওয়া হয় (NSOU Admission 2024)।
যোগ্যতা
নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে স্নাতক কোর্সে ভর্তি হতে গেলে ছাত্রছাত্রীদের যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে, তবেই এখানে ভর্তির আবেদন করা যাবে।
কোর্সের সময়সীমা
নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্নাতক কোর্সগুলির মেয়াদ হলো ৩ বছর এবং কোর্সে রেজিস্ট্রেশনের মেয়াদ ৬ বছর পর্যন্ত থাকে।
কোর্সের খরচ
নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে স্নাতক কোর্সের জন্য প্রায় ৪০৫০ টাকা থেকে শুরু করে ৫৯৫০ টাকা পর্যন্ত খরচ হতে পারে। বিষয় ভেদে এই খরচের পরিমাণ ভিন্ন হয়। এই বিষয়ে বিস্তারিত জানতে অবশ্যই নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।
আবেদন পদ্ধতি
নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে স্নাতক কোর্সে ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। এর জন্য প্রথমে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন জমা দিতে হবে (NSOU Admission 2024)।
আবেদনের শেষ তারিখ
চলতি বছরের ৩১শে জুলাই পর্যন্ত নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয় ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া চলবে।
নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির মূল্য
নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির মূল্য খুবই গুরুত্বপূর্ণ। এই বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত বি.এ., বি.কম., এবং বি.এসসি. ডিগ্রি দেশের অন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের সমতুল্য। পশ্চিমবঙ্গ সরকার, কলেজ সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড প্রভৃতি নিয়োগ সংস্থাগুলি এই ডিগ্রিগুলির স্বীকৃতি দেয়। এছাড়াও, অন্যান্য রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের স্নাতকোত্তর স্তরে ভর্তি নেয়। অর্থাৎ, এই বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অন্যান্য বিশ্ববিদ্যালয়েও মান্যতা পায় এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি ক্ষেত্রে চাকরির জন্য স্বীকৃত।
অফিসিয়াল ওয়েবসাইট : https://www.wbnsou.ac.in/