Oasis Scholarship 2024 : রাজ্য সরকারের ওয়েসিস স্কলারশিপের নতুন পোর্টাল থেকে আবেদন করুন! কিভাবে আবেদন করবেন জানুন বিস্তারিত

Published On:

News Desk : রাজ্য সরকার পড়ুয়াদের জন্য বিভিন্ন স্কলারশিপ চালু করেছেন। একদিকে রয়েছে নবান্ন স্কলারশিপ, বিবেকানন্দ স্কলারশিপ, ঐক্যশ্রী স্কলারশিপ এবং ওয়েসিস স্কলারশিপ। আবার ফের নতুন করে ফর্ম ফিলাপ শুরু হয়ে গেলো এই স্কলারশিপের। বেশ কয়েকদিন ধরে পোর্টালে নানান আপডেট আনার জন্য আবেদন করার সময় বেশ কিছু সমস্যায় পড়তে হয়েছিল পড়ুয়াদের। তবে, এখন সমস্ত সমস্যার সমাধান হয়েছে। ওয়েসিস স্কলারশিপের নতুন মেসেজ সকলের মোবাইল নম্বরে পাঠানো হচ্ছে।

মেসেজে কী বলা হয়েছে?

মেসেজে বলা হচ্ছে, নতুন করে ওয়েসিস স্কলারশিপের পোর্টাল খুলে দেওয়া হয়েছে। যারা এখনো ওয়েসিস স্কলারশিপের ফর্ম ফিলাপ করেনি, সেই সকল পড়ুয়ারা যাতে অতিসত্বর Oasis Scholarship 2024 ফর্ম ফিলাপ করে করে নেয়। আসুন জেনে নেওয়া যাক এই স্কলারশিপের আবেদন পদ্ধতি, ফর্ম ফিলাপ করার সময় কি কি ডকুমেন্টস লাগবে, কোন ক্লাস থেকে এই স্কলারশিপে আবেদন করা যাবে।

কারা আবেদন করতে পারবেন?

ওয়েসিস স্কলারশিপের ২০২৩ থেকে ২০২৪ শিক্ষাবর্ষে অষ্টম শ্রেনি পাশ থেকে শুরু করে সকলেই আবেদন করতে পারেন। এই স্কলারশিপের ফর্ম ফিলাপ করার জন্য প্রথমে ওয়েসিস অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে New Registration-এ ক্লিক করে ফর্ম ফিলাপ করতে হবে। আবেদন করা হয়ে গেলে তারপর আবেদনের রিসিভ কপি ও ডকুমেন্টস সহ শিক্ষা প্রতিষ্ঠানে জমা করতে হবে।

Oasis Scholarship এ আবেদন করার সময় কি কি ডকুমেন্টস লাগবে?

১) শিক্ষার্থীর আধার কার্ড,
২) শিক্ষার্থীর জাতিগত শংসাপত্র(SC/ST/OBC)।
৩) শিক্ষার্থীর মাধ্যমিক এডমিট কার্ড।
৪) শিক্ষার্থীর শেষ পরীক্ষার মার্কশীট।
৫) e District পোর্টাল থেকে তৈরি করা ইনকাম সার্টিফিকেট।
৬) শিক্ষার্থীর জন্মের প্রমান পত্র ইত্যাদি।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad