OASIS Scholarship New Update: আজ আমরা রাজ্যের সকল SC/ST/OBC পড়ুয়াদের ওয়েসিস স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করতে চলেছি। বর্তমানে, ২০২৪ থেকে ২০২৫ সালের জন্য ওয়েসিস স্কলারশিপের নতুন আবেদন শুরু হয়ে গেছে, তবে এখনো অনেকেই বিগত বছরের টাকা পাননি। নিয়ম অনুযায়ী, স্কলারশিপের টাকা রাজ্য সরকার দেয় ৬০ শতাংশ এবং কেন্দ্র সরকার দেয় ৪০ শতাংশ। আজকের প্রতিবেদনে আমরা SC/ST/OBC স্কলারশিপের টাকা ছাত্রছাত্রীরা কবে পাবে সেই সম্পর্কে বলতে চলেছি। আসুন পড়ে নেওয়া যাক সম্পূর্ণ প্রতিবেদনটি (OASIS Scholarship New Update)।
ওয়েসিস স্কলারশিপ এর টাকা কীভাবে দেওয়া হয় ? (Oasis Scholarship Payment)
ওয়েসিস স্কলারশিপের মাধ্যমে একজন দশম শ্রেণীর ওবিসি পড়ুয়া পায় চার হাজার টাকা বৃত্তি। এক্ষেত্রে কেন্দ্র সরকারের থেকে অনুদান হিসেবে সেই পড়ুয়া পাবে ১৬০০ টাকা এবং বাকি ২৪০০ টাকা পাবে রাজ্য সরকারের থেকে। তপশিলি জাতি (SC), উপজাতি (ST) ছাত্রছাত্রীদেরও ক্ষেত্রেও এই একই নিয়ম কার্যকর। ছাত্রছাত্রীদের ২০২৩ থেকে ২০২৪ সালের জন্য কেন্দ্র সরকারের টাকার পেমেন্ট ফাইল জেনারেট হয়ে গেছে এবং অনেকেই তাদের বৃত্তির টাকা পেয়েও গেছে, তবে এখন আটকে রয়েছে রাজ্য সরকারের তরফ থেকে প্রাপ্ত অনুদানের টাকা। ছাত্রছাত্রীরা তাদের ড্যাশবোর্ডে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবে এবং সেখান থেকেই তারা বুঝতে পারবে যে, তারা কত দিন পরে তাদের সেই টাকা পেতে চলেছে।
কবে টাকা ঢুকবে ?
আগস্ট মাসের শেষের দিকেই একটা লট ফান্ড ছাড়া হবে বলে আশা করা যাচ্ছে। এখন দেখার বিষয় যে, সেই তালিকায় কোন কোন জেলা প্রাধান্য পাবে। আর তাছাড়া সেপ্টেম্বর মাসের মধ্যেই এই স্কলারশিপের টাকা দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও চিন্তার কোনো কারণ নেই। এটি যেহেতু সরকারি স্কলারশিপ, যা অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের তরফ থেকে পরিচালনা করা হয়, তাই সকলেই টাকা পাবে। ছাত্র ও ছাত্রীদের জন্য বরাদ্দ এই অনুদানের অর্থ সরকারি দপ্তরে পৌঁছলে, তা ছাত্র ও ছাত্রীদের দেওয়া হবে (OASIS Scholarship New Update।)
ওয়েসিস স্কলারশিপ অ্যাপ্লিকেশন ট্রাক : Click Here