WB Gram Panchayat Practice Set-37 : সম্প্রতি পশ্চিমবঙ্গ WB Gram Panchayat পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। যারা এখনো সেভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি, তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেট আয়োজন করেছি।
গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট (WB Gram Panchayat Practice Set-37)
Gram Panchayat পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্র্যাকটিস সেটগুলির গুরুত্ব অপরিসীম। প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে একেবারে বিনামূল্যে আয়োজন করা করা হয়েছে। SSC Tricks আয়োজিত WB Gram Panchayat Practice Set-37 এ অংশগ্রহণ করে পরীক্ষার্থীরা নিজেদেরকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এর মাধ্যমে সকল পরীক্ষার্থীরা পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবেন এবং শিক্ষার্থী তাদের জীবনের প্রতিটি ধাপে সাফল্যের পথে এগিয়ে যেতে পারবেন।
গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট (WB Gram Panchayat Practice Set-37)
প্রতিটি প্রশ্ন আগত গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুত করা হয়েছে যাতে পরীক্ষার্থীরা যথাযথ প্রস্তুতি করতে পারেন। এই প্রশ্ন উত্তরগুলি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করে প্রারম্ভিক থেকেই পরীক্ষার প্রস্তুতি শুরু করা যেতে পারে। এই প্র্যাকটিস সেটে দেওয়া প্রয়োজনীয় প্রশ্ন উত্তরগুলির অভ্যাসের মাধ্যমে পরীক্ষার্থীর সঠিকভাবে প্রস্তুতি নেওয়ার পাশাপাশি তাদের আত্মবিশ্বাসও বেশ খানিক বৃদ্ধি পাবে। এই প্র্যাকটিস সেটগুলির মাধ্যমে ছাত্র-ছাত্রীরা পরীক্ষা বিষয়ে সঠিক ধারণা অর্জন করতে পারবেন, যা তাদের পরীক্ষায় সাফল্য আনতে বেশ কার্যকরী।
আজকের গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া হলো। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে। চলুন দেখে নেওয়া যাক।
প্রশ্ন. শুক্রাশয় ও ডিম্বাশয়ে কোন বিভাজন ঘটে ?
উত্তর:- মিয়োসিস
প্রশ্ন. মাইটোসিসের কোন দশায় প্লেক্টনোমিক কুন্ডলী দেখা যায় ?
উত্তর:- প্রফেজ
প্রশ্ন. লেড পেন্টিং এর রং ধরে রাখতে কিসের ব্যবহার করা হয় ?
উত্তর:- হাইড্রোজেন পারঅক্সাইড
প্রশ্ন. রেয়ন তৈরিতে কোন গ্যাস ব্যবহার করা হয় ?
উত্তর:- অ্যামোনিয়া
প্রশ্ন. মাটির পাত্রকে এনামেল ও চকচকে করতে কি ব্যবহার করা হয় ?
উত্তর:- বোরাক্স
প্রশ্ন. কাঁচ তৈরিতে কিসের ব্যবহার বেশি দেখা যায় ?
উত্তর:- সিলিকা
প্রশ্ন. TNT প্রস্তুতিতে কোন এসিডকে ব্যবহার করা হয় ?
উত্তর:- নাইট্রিক এসিড
প্রশ্ন. কোন রাসায়নিক উপাদান আলোকচিত্রের ফিক্সার নামে পরিচিত ?
উত্তর:- সোডিয়াম থায়োসালফেট
প্রশ্ন. টেফলন নামক প্লাস্টিক তৈরিতে কোন মৌল ব্যবহার করা হয় ?
উত্তর:- ফ্লুওরিন
প্রশ্ন. ডিসচার্জ টিউব ভর্তি করতে কোন গ্যাসের প্রয়োজন হয় ?
উত্তর:- হিলিয়াম
প্রশ্ন. ক্যানসারের চিকিৎসায় কোন তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাসের ব্যবহার করা হয় ?
উত্তর:- রেডন
প্রশ্ন. অম্লরাজ প্রস্তুত করতে কোন কোন এসিডের প্রয়োজন হয় ?
উত্তর:- হাইড্রোক্লোরিক এসিড এবং সালফিউরিক এসিড
প্রশ্ন. রেটিনার যে অংশে অপটিক স্নায়ু মিলিত হয়েছে তাকে কি হলে ?
উত্তর:- অন্ধবিন্দু
প্রশ্ন. রেটিনার কোন অংশে সবচেয়ে ভালো প্রতিবিম্ব সৃষ্টি হয় ?
উত্তর:- পীতবিন্দু
প্রশ্ন. কর্নিয়া চোখের কি হিসেবে কাজ করে ?
উত্তর:- প্রতিসারক মাধ্যম
প্রশ্ন. চোখের কোন অংশ কোরয়েড কে রক্ষা করে ?
উত্তর:- স্ক্লেরা বা শ্বেতমন্ডল
প্রশ্ন. নিশাচর প্রাণীদের কোন কোশ বেশি থাকায় অন্ধকারেও দেখতে পায় ?
উত্তর:- রড কোশ
প্রশ্ন. স্বাভাবিক ব্যক্তির চোখে রড কোশের সংখ্যা কত ?
উত্তর:- 11-12.5 কোটি
প্রশ্ন. স্বাভাবিক ব্যক্তির চোখে কোন কোশের সংখ্যা কত ?
উত্তর:- 63-68 লক্ষ
প্রশ্ন. তারারন্ধ্র বা পিউপিলের ব্যাস কত হয় ?
উত্তর:- 1-8 মিলিমিটার
প্রশ্ন. চোখের লেন্সটি কোন পেশির সাহায্যে আটকে থাকে ?
উত্তর:- সাসপেনসরি লিগামেন্ট
প্রশ্ন. অক্ষিগোলককে আদ্র রাখতে সাহায্য করে কোন গ্রন্থি ?
উত্তর:- অশ্রু গ্রন্থি
প্রশ্ন. ইন্টারনেটে কোন কম্পিউটার ভাষা ব্যবহৃত হয় ?
উত্তর:- জাভা
প্রশ্ন. প্রোগ্রামিং এর জন্য প্রথম কোন কম্পিউটার ভাষা তৈরি করা হয় ?
উত্তর:- ফোর্টরান
প্রশ্ন. কম্পিউটার ডিস্ক কে ট্রাকস এবং সেক্টরে ভাঙাকে কি বলে ?
উত্তর:- ফরম্যাটিং
প্রশ্ন. কোন ডিভাইস ডেটা এবং প্রোগ্রামের মধ্যে পার্থক্য বুঝতে পারে ?
উত্তর:- মাইক্রোপ্রসেসর
প্রশ্ন. ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক (DVD) কি ধরনের ডিস্ক ?
উত্তর:- অপটিক্যাল
প্রশ্ন. Cache এবং মেইন মেমোরিকে কি ধরনের মেমোরি বলে ?
উত্তর:- ভোলাটাইল মেমোরি
আরো পড়ুন:- | Click Here |