Para Legal Volunteer Recruitment 2024 : সুবর্ণ সুযোগ সকল চাকরি প্রার্থীদের জন্য। এবার জেলার সকল ব্লকের জনসাধারণের জন্য নতুন করে পার্শ্ব আইন সহায়িকা (PLV) প্যারা লিগ্যাল ভলেন্টিয়ার পদে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার ব্লক থেকে চাকরি প্রার্থীরা নিজের আবেদন নথিভুক্ত করতে পারবেন। এখানে আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্য রইলো আজকের প্রতিবেদনে। চলুন দেখে নেওয়া যাক এক নজরে।
পদের নাম- Para Legal Volunteer
বয়সসীমা – এই পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স ন্যূনতম বয়স ১৮ বছর হতে হবে। এখানে বয়সের উর্ধ্বসীমা নেই।
মাসিক বেতন – এই পদের জন্য প্রার্থীদের প্রতিদিন ৫০০ টাকা বেতন দেওয়া হবে, কিন্তু বিজ্ঞপ্তিতে দৈনিক কাজ থাকবে না বলে উল্লেখ করা হয়েছে। প্রতিদিন কাজ করলে বেতন হবে, কাজ না করলে বেতন হবে না।
শিক্ষাগত যোগ্যতা – এইপদের (Para Legal Volunteer Recruitment 2024) আবেদন করার জন্য প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক পাস থাকতে হবে। এর পাশাপাশি যে জেলায় আবেদন করবেন, সেই জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে, তবেই আবেদন করা যাবে।
নিয়োগ প্রক্রিয়া – উল্লিখিত পদে কোনোরকমলিখিত পরীক্ষা ছাড়া সরাসরি ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি – প্রার্থীদের এখানে (Para Legal Volunteer Recruitment 2024) কোনোপ্রকার আবেদন নথিভুক্ত করতে হবে না, সরাসরি ইন্টারভিউয়ের দিন নিজের বায়োডাটা, বয়সের প্রমাণপত্র, শিক্ষা ও যোগ্যতার প্রমাণপত্র, আধার কার্ড কিংবা ভোটার কার্ড, স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র, এক কপি রঙ্গিন ছবি ইত্যাদি নিয়ে ইন্টারভিউর দিন নির্দিষ্ট সময়ের আগে ইন্টারভিউ স্থানে উপস্থিত হলেই ইন্টারভিউ হয়ে যাবে।
ইন্টারভিউ স্থান – জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অফিস, জেলা আদালত চত্বর, বালুরঘাট, দক্ষিন দিনাজপুর
ইন্টারভিউর তারিখ – ৪ঠা জুন, ২০২৪ (সকাল ১১ টা)
Notification : Download
আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে যে, আপনারা অতি অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ও অফিসিয়াল নোটিফিকেশন নিজে থেকে ভালো করে যাচাই করবেন, দেখবেন, বুঝবেন তবেই নিজের দায়িত্ব আবেদন করবেন।