Permanent Education Number: এবার চালু হচ্ছে’PEN’, জেনে নিন ‘PEN’ কী এবং এর কাজ কী?

Published On:

Parmanent Education Number : ‘মিনিস্ট্রি অফ এডুকেশন’ এবার পড়াশোনার ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের কথা ভেবে বিভিন্ন প্রকল্পের পাশাপাশি এবার আরো এক নতুন উদ্যোগ নিল। সমস্ত দেশের ছাত্র-ছাত্রীদেরকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য জন্য চালু হতে চলেছে “পার্মানেন্ট এডুকেশন নম্বর” (Permanent Education Number)। চলুন জেনে নেওয়া যাক এই পার্মানেন্ট এডুকেশন নাম্বার সম্পর্কে বিস্তারিত তথ্য।

Permanent Education Number কী?

সম্প্রতি ভারত সরকার তার নতুন এডুকেশন পলিসির মধ্যে এই PEN এর উল্লেখ করেছিল, যার পুরো নাম “পার্মানেন্ট এডুকেশন নম্বর” (Permanent Education Number)। এটি  একটি ১১ ডিজিটের নম্বর কোড, যা প্রতিটি ছাত্রছাত্রীকে দেওয়া হবে। এই নম্বরটি গোটা দেশ জুড়ে ছাত্রদের একটা আইডেন্টিটি করতে সাহায্য করবে। এটি অনেকটা আধার বা প্যান কার্ডের মত, তবে শুধুমাত্র পড়াশোনার জন্য ব্যবহৃত হবে।

Permanent Education Number এর সুবিধা

পার্মানেন্ট এডুকেশন নম্বর থাকলে স্কুল বদলানো সহজ হবে। অনেক কাগজপত্র , যেমন জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন লাগবে না। কোনো নতুন স্কুলে ভর্তির ক্ষেত্রে, ট্রান্সফার কিংবা উচ্চশিক্ষা সময় শুধুমাত্র এই নম্বরটি দেখলেই সব কাজ হয়ে যাবে অনায়াসে। সারা দেশের যেকোনো স্কুলে খুঁজে পাওয়া যাবে সকল ছাত্রছাত্রীর তথ্য।

কীভাবে এটি ব্যবহার করবে?

ইতিমধ্যেই রাজ্যের ‘বাংলার শিক্ষা’ (Banglar Shiksha) পোর্টালে বৃত্তিমূলক স্নাতক (Vrittimulök Snatak) এবং কারিগরি (Karigari) কোর্সের ছাত্রছাত্রীদের জন্য এই একই ধারণার একটি আইডেন্টিটি নম্বর থাকে। এবার সমস্ত স্কুল পড়ুয়াদের জন্য এর এক্সেস দেয়া হবে, অর্থাৎ ছাত্র- ছাত্রীদের এই পার্মানেন্ট এডুকেশন নম্বর এবার বাংলা শিক্ষা আইডির সঙ্গে সরাসরি যুক্ত থাকবে। সকল কাজ স্কুল কর্তৃপক্ষ এবং স্কুলের প্রধান শিক্ষকদের দায়িত্বে থাকবে এবং স্কুল পরিদর্শকের সহযোগিতায় সম্পন্ন হবে, যেখানে তাদের একাডেমিক প্রোগ্রেস, সরকারি প্রকল্পের সুবিধা, পড়াশোনার মান থেকে পরবর্তীকালে উচ্চশিক্ষা সবদিক থেকেই আরো সম্মতভাবে পরিচালিত হবে।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad