PM Awas Yojana List 2024 : প্রকাশ্যে পিএম আবাস যোজনার নতুন লিস্ট, জানুন বিস্তারিত

Published On:

PM Awas Yojana List 2024: আমাদের দেশের সরকার সাধারণ মানুষের সুবিধা অসুবিধার কথা মাথায় রেখে প্রায়শই নয়া প্রকল্প নিয়ে আসে। এই সকল প্রকল্পের মধ্যে কেন্দ্র সরকার সাধারণ মানুষের বাসস্থানের সুবিধার কথা ভেবে একটি প্রকল্প চালু করেছে, যার নাম প্রধানমন্ত্রী আবাস যোজনা (PM Awas Yojana) প্রকল্প। এই প্রকল্পের আওতায় যে সকল মানুষের ভালো বাড়ি নেই, তাদের বাড়ি তৈরি করার জন্য সরকারের তরফ থেকে টাকা দেওয়া হবে। এই প্রকল্পটি অনেক আগেই তৈরি করা হয়েছে এবং এই প্রকল্পের মাধ্যমে দেশের বহু মানুষ উপকৃত হয়েছেন। সম্প্রতি এই প্রকল্পের জন্য চলতি বছরের আবেদনের নতুন লিস্ট প্রকাশিত হয়েছে। আর যারা এই প্রকল্পের জন্য আবেদন করেছিলেন, তারা অবশ্যই সদ্য প্রকাশিত তালিকাটিতে দেখে নেবেন নিজের  নাম আছে কিনা (PM Awas Yojana List 2024)। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে আবেদনের কাজ চলবে চলতি বছরের ৩১শে ডিসেম্বর পর্যন্ত। যারা আবেদন করতে চাইছেন, তারা দ্রুত আবেদন করে ফেলতে পারেন। চলুন জেনে নেওয়া যাক এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য।

এই প্রকল্পের  মাধ্যমে কত টাকা পাওয়া যায়?

প্রধানমন্ত্রী আবাস যোজনা (PM Awas Yojana) প্রকল্পের টাকা আবেদনকারীকে একবারে না দিয়ে কয়েকটি কিস্তির মাধ্যমে তার অ্যাকাউন্টে পাঠানো হয়। এই প্রকল্পের অনুদানের পরিমাণ স্থান ভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে, যেমন সমতল এলাকায় যাদের বাড়ি, তারা এই প্রকল্পে আবেদন করলে এক লক্ষ কুড়ি হাজার টাকা পাবেন এবং যাদের বাড়ি পাহাড়ি ও দুর্গম এলাকায়, তারা এই প্রকল্পে আবেদন করলে এক লক্ষ ৩০ হাজার টাকা পাবেন।

কারা এই প্রকল্পের জন্য আবেদনেরযোগ্য?

১) দেশের যে সকল মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে, অর্থাৎ যে সকল পরিবারের বার্ষিক আয় ১ লক্ষ ৯০ হাজার টাকার মধ্যে, তারা এই প্রকল্পের জন্য আবেদন জানাতে পারবেন।  

২) এই প্রকল্পে আবেদনের জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৬ থেকে ৫৯ বছরের মধ্যে।

৩)  এই প্রকল্পে আবেদনের জন্য একটি পরিবার থেকে একজনই আবেদন জানাতে পারবেন এবং তাকে পরিবারের প্রধান হতে হবে।

৪) যদি আবেদনকারীর পরিবারে কেউ সরকারি চাকুরীজীবী হন, তবে সেক্ষেত্রে সেই পরিবার এই প্রকল্পের জন্য আবেদনযোগ্য বলে বিবেচিত হবেন না। 

প্রয়োজনীয় নথি

প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে আবেদন করতে হলে প্রয়োজনীয় নথি হিসেবে লাগবে আধার কার্ড, আয়ের শংসাপত্র, আবেদনকারীর প্যান কার্ড, বাসস্থানের প্রমাণ পত্র, বিপিএল তালিকার জেরক্স কপি, আবেদনকারীর ব্যাংকের পাস বই, আবেদনকারীর ভোটার কার্ড, পাসপোর্ট সাইজ ছবি।

আবেদন পদ্ধতি

প্রধানমন্ত্রী আবাস যোজনা (PM Awas Yojana) প্রকল্পে আবেদন করার জন্য প্রথমে প্রধানমন্ত্রী আবাস যোজনার (PM Awas Yojana) অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে হোম পেজে ‘বেনিফিশিয়ারি অ্যাসেসমেন্ট’ বিকল্পটি নির্বাচন করে রেজিস্টার বিকল্পে ক্লিক করলে স্ক্রীনে একটি আবেদন পত্র দেখা যাবে, সেটি নিজের উপযুক্ত তথ্য দ্বারা সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর প্রয়োজনীয় নথিগুলি নির্দেশ অনুযায়ী আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করলেই আবেদন সম্পন্ন হবে।

কীভাবে চেক করবেন তালিকার নাম রয়েছে কিনা?

প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে বর্তমানে সাধারণ মানুষদের পাকা বাড়ি প্রদানের লক্ষ্য মাত্রা বাড়ানো হয়েছে ২৯৫ কোটি টাকা পর্যন্ত, যার ফলে এখনো এই প্রকল্পে যারা আবেদন করেননি, তারা দ্রুত আবেদন করে নিতে পারেন। যারা ইতিমধ্যে আবেদন করেছিলেন, তাদের আবেদনের প্রেক্ষিতে একটি তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় নিজেদের নাম এসেছে কিনা তা দেখতে হলে প্রথমে আপনাকে গুগলে https://pmayg.nic.in/  লিখে সার্চ করতে হবে। সেখান থেকে সংস্থার নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে স্টেকহোল্ডার অপশন সিলেক্ট করে IAY/PMAYG সুবিধাভোগীর বিকল্পে ক্লিক করতে হবে। এরপর রেজিস্ট্রেশন নম্বর লিখে সেখানে ক্লিক করলে একটি তালিকা দেখা যাবে, সেখানে আপনি আপনার নাম সার্চ করে দেখতে পারেন। অ্যাডভান্সড সার্চ অপশনে ক্লিক করলে আপনার নাম, অ্যাকাউন্ট নম্বর, পঞ্চায়েত, ব্লক, জেলা, রাজ্য, বিপিএল নম্বর ইত্যাদি বিকল্পগুলি দেখতে পাবেন, আর সেখান থেকে আপনার তথ্য দিয়ে সার্চ বারে সার্চ করলে যদি তালিকায় আপনার নাম থাকে তাহলে তা দেখতে পাবেন (PM Awas Yojana List 2024)।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad