PM Kisan Status Check : কেন্দ্র সরকারের তরফ থেকে দেশের কৃষকদের কৃষি কাজের সহায়তা করার জন্য প্রতিবছর তিনটি কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে ৬০০০ টাকা দেওয়া হয়ে থাকে। প্রতি কিস্তিতে ২০০০ টাকা করে দেওয়া হয়। কেন্দ্র সরকার এবার খারিফ মরসুমে চাষের জন্য বর্ষার আগেই কৃষকদের অ্যাকাউন্টে ২০০০ টাকা করে দিচ্ছে। আজ আমরা আলোচনা করতে চলেছি যে, আপনি কীভাবে চেক করবেন আপনার পিএম কিষাণ যোজনার টাকা ঢুকছে কিনা বা আপনি কত দিনের মধ্যে টাকা পেতে চলেছেন। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রতিবেদনটি (PM Kisan Status Check)।
পিএম কিষান যোজনার ১৭তম কিস্তির টাকা
চলতি বছরের ১৮ই জুন মঙ্গলবার থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান, বারানসি থেকে আনুষ্ঠানিকভাবে কৃষকদের অ্যাকাউন্টে পিএম কিষান যোজনার ১৭তম কিস্তির টাকা দিতে শুরু করেছে।
পিএম কিষান যোজনার স্ট্যাটাস চেক করার পদ্ধতি
খুব সহজে আপনি আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে পিএম কিষান যোজনার স্ট্যাটাস চেক করতে পারবেন। এমনকি ১৭তম কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকেছে কিনা বা কবে ঢুকতে চলেছে তাও আপনি জেনে নিতে পারবেন। পিএম কিষান যোজনার স্ট্যাটাস চেক করার জন্য প্রথমে প্রধানমন্ত্রী কিষান সম্মান নীধি প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ওয়েবসাইটের হোমপেজ থেকে “Know Your Status” বিকল্পটিতে ক্লিক করে তারপর পরবর্তী পেজে আপনার পিএম কিষান যোজনার রেজিস্ট্রেশন নম্বর বসিয়ে ক্যাপচা কোডটি সঠিকভাবে পূরণ করার পর আপনার রেজিস্টার মোবাইলে একটি ওটিপি আসবে। এরপর আপনি সেই ওটিপিটি সঠিকভাবে বসিয়ে দিন। আর তারপর সবশেষে “Get Data” বিকল্পটিতে ক্লিক করলেই আপনি আপনার পিএম কিষান যোজনার স্ট্যাটাস দেখতে পাবেন অনায়াসেই (PM Kisan Status Check)।
PM কিষান যোজনা স্ট্যাটাস চেক লিংক : Check Status