Polytechnic Madhyamik Marks: জেনে নিন মাধ্যমিকে কত নম্বর পেলে সরকারি পলিটেকনিক কলেজে ভর্তির সুযোগ মিলবে

Published On:

Polytechnic Madhyamik Marks: অনেক ছাত্র ছাত্রীদের স্বপ্ন থাকে ইঞ্জিনিয়ার কোর্সে ভর্তি হওয়ার। মাধ্যমিক পাশ করেই পলিটেকনিক কোর্সের মাধ্যমে জুনিয়ার ইঞ্জিনিয়ার হয় সম্ভব। আর এই পলিটেকনিক কোর্সে ভর্তি হওয়ার জন্য এতদিন পর্যন্ত ছাত্র ছাত্রীদের মাধ্যমিকের পর একটি পরীক্ষা দিতে হতো কিন্তু এই বছর থেকে সেই পরীক্ষা তুলে দেওয়া হয়েছে। এখন থেকে শুধুমাত্র মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ছাত্র-ছাত্রীরা পলিটেকনিক কোর্সে ভর্তির সুযোগ পাবেন। তবে, যে সকল ছাত্র ছাত্রীরা পলিটেকনিক করছে ভর্তি হতে চাইছে, তাদের মনে একটাই প্রশ্ন যে, সরকারি পলিটেকনিক কলেজ পেতে গেলে মাধ্যমিকে কত শতাংশ নম্বর থাকতে হবে। ছাত্র-ছাত্রীদের সব প্রশ্নের উত্তর নিয়ে আজ আমরা আলোচনা করতে চলেছি। এই বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।

পলিটেকনিক কলেজে ভর্তির জন্য মাধ্যমিকে কত নম্বর পেতে হবে?

সরকারি পলিটেকনিক কলেজে ভর্তির জন্য মাধ্যমিকে কত শতাংশ নম্বর পেতে হবে তা নির্ভর করবে পড়ুয়ার ক্যাটাগরির ওপর। General ক্যাটাগরির ছাত্রছাত্রীরা ৮০ শতাংশ নম্বর পেলে Top 10 সরকারি কলেজে ভর্তির সুযোগ পাবেন এবং ৭০ শতাংশ নম্বর পেলে শুধুমাত্র সরকারি কলেজে ভর্তির সুযোগ পাবেন। অপরদিকে, SC/ST ক্যাটাগরির ছাত্রছাত্রীরা ৬৫ শতাংশ নম্বর পেলে Top 10 সরকারি কলেজে ভর্তির সুযোগ পাবেন এবং ৫৫ থেকে ৬০ শতাংশ নম্বর পেলে শুধুমাত্র সরকারি কলেজে ভর্তির সুযোগ পাবেন। OBC ক্যাটাগরির ছাত্রছাত্রীরা ৭০ শতাংশ নম্বর পেলে Top 10 সরকারি কলেজে ভর্তির সুযোগ পাবেন এবং ৬৫ শতাংশ নম্বর পেলে শুধুমাত্র সরকারি কলেজে ভর্তির সুযোগ পাবেন। যদিও এই তালিকাটি একটি আনুমানিক তালিকা, যা বিভিন্ন অভিজ্ঞদের পরামর্শ তৈরি করা হয়েছে। ছাত্রছাত্রীরা কত শতাংশ নম্বর পেলে সরকারি কলেজে ভর্তির সুযোগ পাবেন এই নিয়ে কোনো রকম সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়নি কারিগরি ভবনের তরফ থেকে (Polytechnic Madhyamik Marks)।

কম নম্বর থাকলে সরকারি কলেজ মিলবে না?

এমন অনেক ছাত্র ছাত্রী রয়েছেন, যারা মাধ্যমিকে তেমন ভালো নম্বর পাননি। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে, কম নম্বর থাকায় তারা কি সরকারি কলেজ পাবেননা? এই বিষয়ে আপনাদের  জানিয়ে রাখি যে, কম নম্বর প্রাপ্ত ছাত্র ছাত্রীরা সরকারি কলেজ পেলেও তাদের পছন্দমতো ডিপার্টমেন্ট পাবেননা। পলিটেকনিক করার পর যেই ট্রেডগুলিতে চাকরি পাওয়ার প্রবণতা বেশি, এই যেমন ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, কম্পিউটার সায়েন্স ইত্যাদিতে মনের মত কোর্সগুলি পাবেন না, তবে সরকারি কলেজে অন্যান্য কোর্স পেয়ে যাবে পড়ুয়ারা (Polytechnic Madhyamik Marks)।

পশ্চিমবঙ্গ কারিগরি ভবনের অফিসিয়াল ওয়েবসাইট : https://webscte.co.in/

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad