Railway Ticket Clerk Recruitment 2024 : রেল স্টেশনে টিকিট ক্লার্ক নিয়োগ, যোগ্যতা মাধ্যমিক! জানুন আবেদন পদ্ধতি

Published On:

Railway Ticket Clerk Recruitment 2024 : আপনি যদি চাকরির প্রস্তুতি নেন এবং ভারতীয় রেলে চাকরি করতে আগ্রহী হন, তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুখবর। সম্প্রতি রেল স্টেশনে টিকিট ক্লার্ক পদে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কীভাবে আবেদন করতে হবে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা, মোট কত শুন্যপদে নিয়োগ করা হচ্ছে, এই সমস্ত তথ্য আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করতে চলেছি। আসুন দেখে নেওয়া যাক।

পদের নাম – এখানে ATVM মেশিনের জন্য Facilitator পদে নিয়োগ করা হচ্ছে। প্ল্যাটফর্মে টিকিট কাটার যে মেশিন থাকে, তা দিয়ে যাত্রীদের টিকিট কেটে দিতে হবে।

শিক্ষাগত যোগ্যতা – উল্লিখিত পদে আবেদন করার জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে কমপক্ষে দশম শ্রেনী উত্তীর্ণ হতে হবে বা সমতুল্য যোগ্যতা থাকতে হবে। এর পাশাপাশি, আবেদনকারীকে সংশ্লিষ্ট স্টেশনের স্থানীয় বাসিন্দা হতে হবে, তবেই এখানে আবেদন করা যাবে।

বয়সসীমা – এখানে (Railway Ticket Clerk Recruitment 2024) আবেদনের জন্য প্রার্থীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। ১৮ বছরের উর্ধে যেকোনো বয়সের প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। বয়সের কোনো উর্ধসীমা নেই। আবেদনকারীকে ২৫,০০০ টাকা সিকিউরিটি মানি হিসেবে ভারতীয় রেলে জমা দিতে হবে, তবে এই টাকা ফেরত পেয়ে যাবেন প্রার্থীরা।

মোট শুন্যপদ – এখানে ৫টি স্টেশনে, মোট ০৫ জনকে নিয়োগ করা হবে।

Name of the location   No of Facilitators required
    ADRA (N)                                       02
    BANKURA                                     01
     PURULIA                                        01
     GARBETA                                     01
CHANDRAKONA ROAD                    01
    Total Vacancy                               05

আবেদন পদ্ধতি – প্রার্থীদের এখানে (Railway Ticket Clerk Recruitment 2024) অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে এই প্রতিবেদনের নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করে আবেদন ফর্ম ডাউনলোড করে সেটিকে A4 পেপারে প্রিন্ট করে আবেদনকারীর ব্যক্তিগত তথ্য দিয়ে সঠিকভাবে ফিলাপ করতে হবে। এরপর প্রয়োজনীয় নথি সংযুক্ত করে আবেদন পত্রের সাথে মুখবন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় জমা করে আসলেই আবেদন সম্পন্ন হবে।

আবেদন ফর্ম পাঠানোর ঠিকানা– Sr. Divisional Commercial Manager/Adra

আবেদন করার শেষ তারিখ– ২৯শে মার্চ, ২০২৪

Official Notification : Download Pdf

Application Form : Download Pdf

আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে যে, আপনারা অতি অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ও অফিসিয়াল নোটিফিকেশন নিজে থেকে ভালো করে যাচাই করবেন, দেখবেন, বুঝবেন তবেই নিজের দায়িত্ব আবেদন করবেন।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad