News Desk : বছর শুরু হতে না হতেই আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সন্ধানে মাথায় হাত চার সমবায় ব্যাঙ্কের। আরবিআই বছরের প্রথম দিন থেকেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল। বাতিল করল চারটি সমবায় ব্যাঙ্কের লাইসেন্স। ব্যাঙ্কের অনিয়মের বিরুদ্ধে এবার কড়া ব্যবস্থা নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আসুন জেনে নেওয়া যাক সম্পূর্ণ বিষয়টি সম্পর্কে বিস্তারিত।
কোন কোন ব্যাঙ্কের লাইসেন্স হলো বাতিল?
বিগত কয়েকদিন ধরে বেশ কয়েকটি ব্যাঙ্কের বিরুদ্ধে জরিমানা আরোপ করার পরে এবার ফের চারটি সমবায় ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করলো ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। জানা গেছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পিপলস কো-অপারেটিভ ব্যাঙ্ক, আদর্শ মহিলা নাগরী সহকারী ব্যাঙ্ক, ফায়েজ মার্কেন্টাইল সমবায় ব্যাঙ্ক এবং মুসিরি আরবান কো-অপারেটিভ ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করেছে। পিপলস কো-অপারেটিভ ব্যাঙ্ক একটি নন-ব্যাঙ্কিং প্রতিষ্ঠান। আপাততভাবে বোটেড পিপলস কো-অপারেটিভ ব্যাঙ্কও গ্রাহকদের থেকে কোনো টাকা জমা করার কাজ করতে পারবেন না। এমনই নির্দেশ জারি করেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। আদর্শ মহিলা নাগরী সহকারী ব্যাঙ্কের লাইসেন্সও বাতিল করেছে আরবিআই। এই ব্যাঙ্কও কোনোপ্রকার ব্যাঙ্কিং লেনদেন করতে পারে না। আরবিআই এই ব্যাঙ্কগুলির পাশাপাশি ফায়েজ মার্কেন্টাইল সমবায় ব্যাঙ্ক, মুসিরি আরবান কো-অপারেটিভ ব্যাঙ্কের লাইসেন্সও বাতিল করেছে।
গ্রাহকরা পাবেন ৫ লক্ষ টাকা
সাধারণ গ্রাহকদের কথা ভেবে বড় সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বাতিল করা হয়েছে উক্ত ব্যাঙ্কগুলির লাইসেন্স। ফলে ওই ব্যাঙ্কগুলি আর ব্যাঙ্কিং কার্যক্রম চালাতে পারবে না। এক্ষেত্রে গ্রাহকদের টাকার কী হবে, তা নিয়ে উঠছে প্রশ্ন। জানা গেছে, এই ব্যাঙ্কগুলির গ্রাহকরা DICGC স্কিমের অধীনে সর্বাধিক ৫ লক্ষ টাকা পাবেন। ব্যাঙ্ক দেউলিয়া হয়ে গেলে গ্রাহক সর্বোচ্চ টাকা পাবেন। ইতিমধ্যেই মহারাষ্ট্রের কো-অপারেটিভ সোসাইটির কমিশনার এবং রেজিস্ট্রারকে ব্যাঙ্ক লিকুইডেশন প্রক্রিয়ার বিষয়ে নির্দেশ জারি করেছে আরবিআই। আরবিআই জানিয়েছে যে, আদর্শ মহিলা নাগরী সহকারী ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করার কারণ হলো মূলধনের ঘাটতি। এই ব্যাঙ্ক চলতে থাকলে গ্রাহকদের সমস্যা হবে এবং টাকার লেনদেনে বিরাট ক্ষতির সম্মুখীন হতে পারেন গ্রাহকরা।