News Desk : এখন প্রতিটি মানুষেরই ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে। আপনি ব্যবসায়ী হোন বকিংবা চাকুরিজীবী, সেভিংস অ্যাকাউন্টে আমরা কিছু না কিছু টাকা রেখে থাকি, যাতে যখন ইচ্ছে প্রয়োজনে তা তুলতেও পারি। টাকা তুলতে পারে এই সুবিধে থাকায় ফিক্সড ডিপোজিট কিংবা রেকারিং ডিপোজিটের থেকেও সেভিংস অ্যাকাউন্ট সকলের কাছে বেশ পছন্দের, তবে এবার এক সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আসুন জেনে নেওয়া যাক সেই সম্পর্কে বিস্তারিত।
বদল ঘটলো নিয়মে
আরবিআই এর নির্দেশে এবার সেভিংস অ্যাকাউন্টের মিনিমাম ব্যালেন্সের নিয়মে ঘটলো বদল। আরবিআই জারি করেছে ২০২৪ থেকে ২০২৫ অর্থবর্ষের জন্য নতুন নির্দেশিকা, যা চলতি বছরের আগামী ১লা এপ্রিল থেকে কার্যকরী হতে চলেছে। এই নয়া নিয়মে গ্রাহকরা হাঁফ ছেড়ে বাঁচলেও মাথায় হাত পড়েছে ব্যাঙ্কগুলির, কারণ এতদিন ধরে ন্যূনতম একটি অর্থ সব সময় সেভিংস অ্যাকাউন্টে রাখতেই হতো, নাহলেই ব্যাঙ্ক টাকা কেটে নিত। আর অ্যাকাউন্টে জমা টাকা থেকেই ব্যাঙ্ক ওই টাকা কাটতো। এর ফলে গ্রাহকদের ব্যাঙ্ক ব্যালেন্স ক্রমশই কমতো। আর একসময় জরিমানা চাপাতে চাপাতে সংশ্লিষ্ট অ্যাকাউন্টে জমা অর্থরাশি একেবারে শূন্যে এসে ঠেকতো। এরফলে ব্যাঙ্কগুলোর এই নিয়মের কারণে বহু গ্রাহকের কাছে এই সেভিংস অ্যাকাউন্ট বড়ই যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছিল। তবে, এবার রিজার্ভ ব্যাঙ্ক নতুন নিয়ম জারি করে এই মিনিমাম ব্যালেন্সের নিয়মটি তুলে দিয়েছে, এছাড়াও অ্যাকাউন্ট সংক্রান্ত বেশ কিছু নির্দেশিকা জারি করেছে। চলুন তবে জেনে নিই সেই সকল নির্দেশিকা সম্পর্কে বিস্তারিত।
আরবিআই জারি করা নির্দেশিকা
১) আরবিআইয়ের নির্দেশিকা অনুসারে, মিনিমাম ব্যালেন্সের নিয়ম আর থাকছে না। এবার থেকে গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্টে কম অর্থ জমা থাকলেও ব্যাঙ্কের তরফ থেকে কোনোরকম জরিমানা করা হবে না।
২) যদি কোনো সেভিংস অ্যাকাউন্টে ২ বছর ধরে টানা লেনদেন না হয় তাহলে সেই অ্যাকাউন্টগুলিকে নিষ্ক্রিয় বলে ধরা হবে।
৩) স্কলারশিপ, DBT-এর জন্য খোলা সেভিংস অ্যাকাউন্টগুলিকে কখনো নিষ্ক্রিয় করা যাবে না। দীর্ঘদিন ধরে লেনদেন না হলেও সেগুলি সক্রিয় রাখতে হবে।
৪) সংশ্লিষ্ট গ্রাহককে নিষ্ক্রিয় সেভিংস অ্যাকাউন্টের বিষয়ে এসএমএস করে, চিঠি পাঠিয়ে, ইমেল-এর মাধ্যমে বিষয়টি জানাতে হবে। যদি গ্রাহক ব্যাঙ্কে যোগাযোগ না করেন অথবা যদি গ্রাহকের সন্ধান না পাওয়া যায়, তবে ব্যাঙ্কগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যে, ১০ বছরের পুরনো নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলির টাকা রিজার্ভ ব্যাঙ্কের গ্রাহক সচেতনতা ও প্রশিক্ষণ ফান্ডে ট্রান্সফার করতে হবে।