Job News Desk : আপনি কি দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন ? আপনার জন্য রয়েছে সুখবর। কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের তরফে প্রকাশ করা হল শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। সিএসআইআরের তরফে জানানো হয়েছে, টেকনিক্যাল অ্যাসিস্টেন্ট পদে কর্মী নিয়োগ করা হবে। ১০ জানুয়ারি থেকে এই সকল শূন্যপদে আবেদন শুরু হয়েছে। আগ্রহী আবেদনকারীরা সরকারি ওয়েবসাইট cbri.res.in- এ গিয়ে আবেদন করতে পারেন।
শূণ্যপদ — কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের তরফে জানানো হয়েছে, মোট ২৪টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা — শূন্যপদে আবেদন করার জন্য আবেদনকারীদের ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিকাল টেকনোলজিতে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর সহ ডিপ্লোমা ডিগ্রি প্রাপ্ত হতে হবে।
বয়সসীমা — এই শূন্যপদে আবেদন করার ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ২৮ বছর।
আবেদন ফি –— এই শূন্যপদে আবেদন করার জন্য ১০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। তবে জনজাতি, উপজাতি, মহিলা ও অবসরপ্রাপ্ত কর্মীদের কোনও আবেদন ফি জমা দিতে হবে না।
আবেদনের শেষ তারিখ — ১০ জানুয়ারি থেকে এই শূন্যপদে আবেদন শুরু হয়েছে। এই পদে আবেদন করার শেষ তারিখ ৭ ফেব্রুয়ারি।
কীভাবে আবেদন করবেন ?
১. প্রথমেই সিবিআরআই-র অফিসিয়াল ওয়েবসাইট https://cbri.res.in/- এ ক্লিক করতে হবে।
২. এবার নাম ও ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
৩. এর পরের ধাপে আবেদন পত্র পূরণ করুন।
৪. আপলোড করুন প্রয়োজনীয় নথি।
৫. এবার আবেদন ফি জমা দিন।
৬. এর পরের ধাপে সাবমিট অপশনে ক্লি করলেই আবেদন জমা পড়ে যাবে।