WB Health Recruitment 2024 : আজকের বিশেষ খবর! গ্ৰুপ- ডি কর্মী নিয়োগ রাজ্যের স্বাস্থ্য দপ্তরে, জানতে চোখ রাখুন প্রতিবেদনে

Published On:

WB Health Recruitment 2024 : রাজ্যের সকল বেকার চাকরিপ্রার্থীদের জন্য দারুণ একটি সুখবর রয়েছে। সম্প্রতি, রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে গ্ৰুপ- ডি সহ বেশকিছু শূন্যপদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে পুরুষ এবং মহিলা নির্বিশেষে যেকোনো ভারতীয় নাগরিক আবেদন জানাতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে মাসিক বেতন, বয়সসীমা, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য জানতে পড়ে নিন আজকের প্রতিবেদনটি।

১) পদের নাম— Multi Rehabilitation Worker
মোট শূন্যপদ— ২ টি।
মাসিক বেতন— সংশ্লিষ্ট পদের জন্য মাসিক ১৮,০০০ টাকা বেতন প্রদান করা হবে।
বয়সসীমা— উক্ত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে সর্বনিম্ন ২১ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা—  এই পদে (WB Health Recruitment 2024) আবেদন করার জন্য প্রার্থীদের যেকোনো হাসপাতালে কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা সহ ফিজিওথেরাপিতে স্নাতক ডিগ্রী থাকতে হবে। প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্থানীয় ভাষায় কথোপকথন করার দক্ষতা রাখতে হবে, তবেই এই পদের জন্য প্রার্থী যোগ্য বলে বিবেচিত হবেন।

২) পদের নাম— Community Health Assistant
মোট শূন্যপদ— ৮ টি।
মাসিক বেতন— সংশ্লিষ্টপদের জন্য মাসিক ১৩,০০০ টাকা বেতন প্রদান করা হবে।
বয়সসীমা— উক্ত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে সর্বনিম্ন ২১ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা— এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের ভারতীয় নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে ANM অথবা GNM কোর্স সম্পূর্ণ করে থাকতে হবে এবং ওই প্রার্থীর নাম পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলে নথিভুক্ত থাকতে হবে। এছাড়াও, প্রার্থীকে বাংলা ভাষায় দক্ষ হতে হবে। আর বিশেষ বিষয় হলো এই পদে কেবলমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন জানাতে পারেবন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আবেদন পদ্ধতি— উক্ত পদে (WB Health Recruitment 2024) অফলাইনের মাধ্যমে সম্পূর্ণ আবেদন নথিভুক্ত করতে হবে। প্রার্থীরা জেলা দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তির নিচে আবেদনপত্র পেয়ে যাবেন। সেই আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে নির্ভুল ও সঠিকভাবে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করে প্রয়োজনীয় নথি একত্রিত করে সেগুলিকে নিয়ে ইন্টারভিউর দিন নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হতে হবে। তাহলেই প্রার্থীর ইন্টারভিউ হয়ে যাবে। এরপর ইন্টারভিউতে সফল হলে সেই প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে।

আবেদন ফি— সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের আবেদন ফি বাবদ ৫০ টাকা এবং অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের আবেদন ফি বাবদ  ১০০ টাকা জমা করতে হবে। প্রার্থীদের অনলাইন পেমেন্ট সিস্টেমের মাধ্যমে নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবেদন ফি জমা করতে হবে বলেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ইন্টারভিউর ঠিকানা— The CMOH & Secretary, DH&FW Samiti, Jalpaiguri, CMOH Office, 1st floor, District Health & Administrative building, Hospital Para, Jalpaiguri-735101

ইন্টারভিউর তারিখ— Community Health Assistant পদের ইন্টারভিউ হবে চলতি বছরের ২৩শে আগস্ট এবং Multi Rehabilitation Worker পদের ইন্টারভিউ হবে চলতি বছরের ২৮শে আগস্ট।

Official Notification: Download Now

আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে যে, আপনারা অতি অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ও অফিসিয়াল নোটিফিকেশন নিজে থেকে ভালো করে যাচাই করবেন, দেখবেন, বুঝবেন তবেই নিজের দায়িত্ব আবেদন করবেন।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad