RPF-র অফিসার ও কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

Published On:

Job News Desk : নতুন বছরের শুরুতে চাকরি প্রার্থীদের জন্য সুখবর। জারি হল রেলওয়ে প্রোটেকশান ফোর্স বা RPF-র অফিসার ও কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি। জোড়া পোস্টে কবে থেকে করা যাবে আবেদন ? লাগবে কী কী শিক্ষাগত যোগ্যতা ? এই প্রতিবেদনে রইল তার হদিশ।

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, RPF-এ সাব ইন্সপেক্টর ও কনস্টেবল পদে মোট 2250 জনকে নিয়োগ করা হবে। কনস্টেবলের শূন্যপদের সংখ্যা 2000। এছাড়াও বাহিনীতে 250 জন পাবেন সাব ইন্সপেক্টরের নিয়োগপত্র ।

শূন্যপদে সংরক্ষণ

RPF-র চাকরির ক্ষেত্রে 10 শতাংশ আসন প্রাক্তন সেনা কর্মীদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত আসনের পরিমাণ 15 শতাংশ।

আবেদনের বয়স ?

সাব ইন্সপেক্টর আবেদন করতে হলে প্রার্থীর সর্বনিম্ন বয়স 20 বছর হতে হবে। সর্বোচ্চ 25 বছর পর্যন্ত কেউ আবেদন করতে পারবেন। কনস্টেবলের ক্ষেত্রে অবশ্য আবেদনের বয়স সীমা 18 থেকে 25 বছর রাখা হয়েছে। সংরক্ষিত ক্যাটেগরির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে কিছুটা ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা ?

সাব ইন্সপেক্টরের চাকরিতে ইচ্ছুক প্রার্থীদের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতকের ডিগ্রি থাকতে হবে। অন্যদিকে যে কোনও স্বীকৃত বোর্ডের দশম উত্তীর্ণরা কনস্টেবলের পরীক্ষায় বসতে পারবেন।

প্রার্থী নির্বাচন

সাব ইন্সপেক্টর ও কনস্টেবল পদে যোগ্য প্রার্থীদের বেছে নিতে তিনটি পর্যায়ে পরীক্ষা নেবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। প্রথম পর্যায়ে কম্পিউটার ভিত্তিক টেস্ট (CBT) নেওয়া হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে অন্তত 35 শতাংশ নম্বর পেতে হবে।

দ্বিতীয় পর্যায়ে বাধ্য়তামূলকভাবে দিতে হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ও ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। এই পরীক্ষা নেবে RPF। তৃতীয় পর্যায়ে থাকবে ডকুমেন্ট ভেরিফিকেশন। কম্পিউটার ভিত্তিক টেস্টের ফল প্রকাশ করবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড।

আবেদনের তারিখ ?

RPF-র জোড়া পোস্টে চাকরির আবেদন অনলাইনে করা যাবে। প্রার্থীদের rpf.indianrailways.gov.in-এ গিয়ে সম্পূর্ণ বিজ্ঞপ্তি ভালোভাবে দেখতে বলা হয়েছে। কবে থেকে আবেদন পত্র নেওয়া হবে তা অবশ্য এখনও জানায়নি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad