West Bengal Police Requirement : লোকসভা ভোটের আগেই রাজ্য পুলিশে এসআই পদে কর্মী নিয়োগ! জারি হলো বিজ্ঞপ্তি

Published On:

News Desk : সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে রাজ্য পুলিশে সাব ইন্সপেক্টর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হলো (West Bengal Police Requirement)। বৃহস্পতিবার রাজ্য সরকারের তরফে জারি করা সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, রাজ্য পুলিশে নতুনভাবে ৫২৯টি শূন্যপদ তৈরি করে রাজ্যের মোট ২০২টি থানায় প্রার্থীদের নিয়োগ করা হবে। আজ আমরা এই প্রতিবেদনে কোন ক্ষেত্রে এই শূন্যপদ তৈরি করে প্রার্থীদের নিয়োগ করা হবে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য দিতে চলেছি। আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত। West Bengal Police Requirement

৫২৯টি নতুন শূন্যপদে কর্মী নিয়োগ

সূত্র অনুযায়ী জানা গেছে যে, রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর পদে নিয়োগের জন্য শূন্যপদের সংখ্যা ছিল অনেকটাই বেশি, তবে বর্তমানে রাজ্য পুলিশে যে সংখ্যক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তার দ্বিগুণ শূন্যপদে নিয়োগের কথা ছিল। নবান্ন (Nabanna) সূত্রে জানা গেছে যে, রাজ্যের বিভিন্ন থানায় সাব-ইন্সপেক্টর নিয়োগের জন্য ১,০৫৮টি নতুন শূন্যপদ তৈরি করার প্রস্তাব জমা পড়েছিল। তবে, এই বিষয়ে আলোচনার পর রাজ্য সরকার মোট ৫২৯টি নতুন শূন্যপদ তৈরি করে সেগুলিতে সাব-ইন্সপেক্টর নিয়োগ করার জন্য অনুমোদন দেওয়া হয়েছে এবং সেই মতো বৃহস্পতিবার এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। West Bengal Police Requirement

আরো পড়ুন:- কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগে কর্মী নিয়োগ! জানুন আবেদন পদ্ধতি

কোন থানায় কতজন কর্মী নিয়োগ হবে?

সাধারণ থানা : রাজ্যের সাধারণ থানা গুলির জন্য এখানে সবচেয়ে বেশি শূন্য পদ তৈরি করা হয়েছে, যেখানে মোট ১২৭টি থানার জন্য শূন্যপদ রাখা হয়েছে ৩৫৩টি। অর্থাৎ মোট ৫২৯ জন সাব ইন্সপেক্টরের মধ্যে ৩৫৩ জনকে সাধারণ থানায় নিয়োগ করা হবে।

বড় থানা : মোট ৪০টি বড় থানায় ৫১ জন সাব-ইন্সপেক্টরকে নিয়োগ করা হবে।

সাইবার ক্রাইম থানা : রাজ্যের ৩৫টি সাইবার ক্রাইম থানার জন্য বরাদ্দ থাকছে ১২৫টি সাব ইন্সপেক্টর পদ। চাকরিপ্রার্থীরা বর্তমানে এই অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ পাওয়ার পর নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু হওয়ার অপেক্ষায় রয়েছেন (West Bengal Police Requirement)।



WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad