Eastern Railway Job Recruitment 2024: বিরাট সুখবর! ৩১১৫ শূন্যপদে পূর্ব রেলের বিভিন্ন শাখায় কর্মী নিয়োগ, যোগ্যতা মাধ্যমিক পাশ, জানুন আবেদন পদ্ধতি

Published On:

Eastern Railway Job Recruitment 2024 : বর্তমানে একের পর এক চাকরির খবর প্রকাশ্যে আসছে যার মধ্যে রয়েছে রেলের চাকরির খবর ব্যাংকের চাকরির খবর এছাড়া আরো কত কি রেলে চাকরি করার স্বপ্ন দেখেন অনেকেই, তবে অনেকেরই রেলে চাকরি করার স্বপ্ন পূরণ হয়ে ওঠে না। তবে এবার রাজ্যের সকল বেকার যুবক-যুবতীদের জন্য বিরাট একটি সুখবর দিলো রেলওয়ে কর্তৃপক্ষ। আসলে, পূর্ব রেলের বিভিন্ন শাখায় কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সম্প্রতি। এই কর্মী নিয়োগ করা হবে শিয়ালদহ, কাঁচরাপাড়া, হাওড়া, লিলুয়া, মালদা, আসানসোল, জামালপুর সহ পূর্ব রেলের  সবকটি শাখায়, যেখানে পুরুষ এবং মহিলা নির্বিশেষে যেকোনো ভারতীয় নাগরিক আবেদন জানাতে পারবেন। আজকের প্রতিবেদনে রইলো নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য।

পদের নাম— Apprentices

ট্রেডের নাম— Electrician, Carpenter, Painter, Fitter,  Lineman, Wireman

শূন্যপদ— ৩১১৫টি।
* শিয়ালদহ ডিভিশনে নিয়োগ করা হবে ৪৪০ জন
* কাঁচরাপড়া ওয়ার্কশপে নিয়োগ করা হবে ১৮৭ জন
* হাওড়া ডিভিশনে নিয়োগ করা হবে ৬৫৯ জন
* লিলুয়া ওয়ার্কশপে নিয়োগ করা হবে ৬১২ জন
* মালদা ডিভিশনে নিয়োগ করা হবে ১৩৮ জন
* আসানসোল ডিভিশনে নিয়োগ করা হবে ৪১২ জন
* জামালপুর ডিভিশনের নিয়োগ করা হবে ৬৬৭ জন।

বয়সসীমা— উল্লিখিত পদে (Eastern Railway Job Recruitment 2024) আবেদন জানানোর জন্য প্রার্থীদের বয়স হতে হবে ন্যুনতম ১৫ বছর থেকে সর্বোচ্চ ২৪ বছরের মধ্যে। এখানে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদেরকে বয়সের ছাড় দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা— এখানে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীদেরকে যেকোনো স্বীকৃতি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৫০ শতাংশ নম্বর  সহ মাধ্যমিক বা সমতুল্য যেকোনো পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, এছাড়াও প্রার্থীদের ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।

আবেদন পদ্ধতি— সংশ্লিষ্ট পদের জন্য(Eastern Railway Job Recruitment 2024) প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদন জানানোর জন্য প্রথমেই এই প্রতিবেদনের নিচে দেওয়া রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করে সেখানে গিয়ে নিজস্ব রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে আবেদনপত্র ডাউনলোড করে প্রার্থীকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সঠিকভাবে আবেদনপত্রটি পূরণ করতে হবে। এরপর নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে, আবেদন ফি জমা করে সবশেষে সাবমিট বাটনে ক্লিক করলেই আবেদন সম্পন্ন হবে।
 
প্রয়োজনীয় নথি — উল্লেখিত পদের জন্য যে যে প্রয়োজনীয় নথি লাগবে সেগুলি হল-
* প্রার্থীর মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট, আইটিআই ট্রেডে ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট
* প্রার্থীর সাম্প্রতিক রঙিন ছবি
* প্রার্থীর নিজস্ব স্বাক্ষর
* প্রার্থীর জাতিগত শংসাপত্র এবং প্রতিবন্ধী শংসাপত্র (যদি থাকে)

আবেদন ফি— উক্ত পদের জন্য আবেদন জানাতে প্রার্থীদের আবেদন ফি বাবদ ১০০ টাকা জমা করতে হবে, তবে মহিলা প্রার্থী, SC/ST/PwBD প্রার্থীদের কোনোকার আবেদন ফি জমা দিতে হবে না।

আবেদন শুরু — ২৪শে সেপ্টেম্বর, ২০২৪
আবেদনের শেষ তারিখ— ২৩শে অক্টোবর, ২০২৪

Official Notification: Download Now
Official Website: Apply Now

আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে যে, আপনারা অতি অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ও অফিসিয়াল নোটিফিকেশন নিজে থেকে ভালো করে যাচাই করবেন, দেখবেন, বুঝবেন তবেই নিজের দায়িত্ব আবেদন করবেন।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad