WB Recruitment: রাজ্যের অনগ্রসর কল্যাণ দপ্তরে কর্মী নিয়োগ! মাধ্যমিক পাশ আবেদন করুন !

Last Updated:

News Desk : এবার পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের সামনে রাজ্য সরকারের  অধীনস্থ অনগ্রসর শ্রেণী কল্যাণ ও উপজাতি বিভাগের মতো গুরুত্বপূর্ণ দপ্তরে  রয়েছে চাকরির দারুন সুযোগ! অষ্টম শ্রেণী পাশ যোগ্যতাতেও  করতে পারবেন আবেদন। আজকের প্রতিবেদনে রইলো বিস্তারিত।

সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ অনগ্রসর শ্রেণী কল্যাণ ও উপজাতি বিভাগের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। অষ্টম শ্রেণী পাস সহ বিভিন্ন যোগ্যতার আবেদনকারীরা এখানে আবেদন করতে পারবেন। ভারতের যেকোনো নাগরিক তথা রাজ্যের যেকোনো জেলার ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। আজকের প্রতিবেদনে রইলো আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, মাসিক বেতনের বিস্তারিত তথ্য। আসুন জেনে নেওয়া যাক।

১)পদের নাম- Caretaker 

মোট শূন্যপদ- ১ টি।

শিক্ষাগত যোগ্যতা-  ন্যূনতম মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এই পদের জন্যে আবেদন জানাতে পারবেন। আবেদনকারীকে বাংলা, হিন্দি এবং ইংরেজি ভাষা পড়তে, লিখতে এবং বলতে জানতে হবে।

আরো পড়ুন:-  সরকারি পদে পরীক্ষা ছাড়াই কর্মী নিয়োগ! আজই আবেদন করুন!

বয়সসীমা-  আবেদনকারীর বয়স হতে হবে ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে।

মাসিক বেতন- এই পদের ক্ষেত্রে মাসিক বেতন  ৮,০০০ টাকা।

২) পদের নাম- Night Guard

মোট শূন্যপদ- ১ টি।

শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদন জানানোর জন্য প্রার্থীকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে। শারীরিকভাবে সক্ষম হতে হবে এবং আবেদনকারীকে বাংলা, হিন্দি এবং ইংরেজি ভাষা পড়তে, লিখতে এবং বলতে জানতে হবে।

মাসিক বেতন- এই পদের ক্ষেত্রে মাসিক বেতন ৩,৫০০ টাকা।

বয়সসীমা- আগ্রহী প্রার্থীদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

আবেদন পদ্ধতি- যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। সেক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পর প্রথমে নিজেদের রেজিস্ট্রেশনটি ফর্মটি পূরণ করে রেজিষ্ট্রেশনটি করতে হবে। এরপর নির্দিষ্ট অনলাইন ফর্মে যাবতীয় প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্রগুলির স্ক্যান কপি আপলোড করতে হবে। সবশেষে সাবমিট অপশনে ক্লিক করে আবেদন নথিভুক্ত করতে হবে।

নিয়োগ পদ্ধতি- লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এই দুই পদ্ধতির মাধ্যমে নিয়োগ সম্পন্ন করা হবে। লিখিত পরীক্ষাটি ১০০ নম্বরের নেওয়া হবে, যেখানে ইংরেজি, বাংলা, সাধারণ জ্ঞান এবং পাটিগণিতের ওপর MCQ থাকবে। এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ২৫ নম্বরের ইন্টারভিউতে ডাকা হবে। সেখান থেকে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।

আবেদনের শেষ তারিখ- ৩১ জানুয়ারি, ২০২৪।

NotificationCLICK HERE
Apply NowCLICK HERE


WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad