News Desk : চাকরি প্রার্থীদের জন্য রয়েছে সুখবর। এবার কোচবিহার জেলার সরকারি স্কুল সহকারী শিক্ষক নিয়োগ করতে চলেছে। কোচবিহারের আকরাহাট দিশারী প্রতিবন্ধী বিদ্যালয় ও প্রশিক্ষণ কেন্দ্রর তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী চাকরি প্রার্থীরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। সম্প্রতি জেলার প্রশাসনিক ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক বিজ্ঞপ্তিতে কি কি বলা হয়েছে।
পদের নাম – অ্যাসিস্ট্যান্ট টিচার
শূন্যপদ – ১টি
বয়সসীমা – এখানে প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হলে তবেই সেই প্রার্থী আবেদনযোগ্য। বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখে নিতে পারেন।
বেতন – এই পদে প্রার্থীকে প্রতি মাসে ২২,৭০০ টাকা থেকে ৫৮,৫০০ টাকার মধ্যে বেতন দেওয়া হবে। Teacher Recruitment 2024
শিক্ষাগত যোগ্যতা – এই পদে আবেদনের জন্য প্রার্থীদের স্নাতক উত্তীর্ণ হলে অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনের জন্য যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। কেন্দ্র সরকার স্বীকৃত ন্যাশনাল ইনস্টিটিউট ফর দ্য হিয়ারিং হ্যান্ডিক্যাপড প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে, তবেই আবেদন করা যাবে।
আরো পড়ুন:- এবার ইউনিয়ন ব্যাঙ্কে হতে চলেছে কর্মী নিয়োগ! জেনে নিন বিস্তারিত
নিয়োগ পদ্ধতি – দুটি ধাপে এই পদে নিয়োগ করা হবে। প্রথমে লিখিত পরীক্ষানেওয়া হবে। এরপর ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ প্রদান করা হবে। এখানে লিখিত পরীক্ষায় থাকবে ৪০ নম্বরের এবং ইন্টারভিউ হবে ১০ নম্বরের। সর্বমোট ৫০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে।
আবেদন পদ্ধতি – এই পদে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার জন্যে https://coochbeharwb.in/me ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের নিজেদের নাম রেজিস্টার করতে হবে। এরপর নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি ফিলাপ করে নিজেদের ছবি এবং সাইন আপলোড করতে হবে। অবশেষে আবেদনপত্রের ফর্মটি সাবমিট করতে হবে। অ্যাডমিট কার্ড দেওয়া হবে ৪ঠা মার্চ এবং লিখিত পরীক্ষা হবে ১০ই মার্চ।
আবেদনের শেষ তারিখ – ২১শে ফেব্রুয়ারি, ২০২৪
অফিশিয়াল ওয়েবসাইট : Click Here
অফিশিয়াল বিজ্ঞপ্তি : Click Here