News Desk : এবার পশ্চিমবঙ্গের সকল চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে দারুন সুখবর। ন্যাশনাল ডিফেন্স একাডেমীর পক্ষ থেকে সম্প্রতি গ্রুপ সি ও ডি পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে (NDA MTS Recruitment 2024)। ইতিমধ্যে অনলাইনে শুরু হয়েছে ফর্ম ফিলাপ প্রক্রিয়া। এখানে কোন কোন পদে নিয়োগ চলছে? শিক্ষাগত যোগ্যতা, মাসিক মাইনে, বয়সসীমা প্রভৃতি সমস্ত তথ্য রইলো আজকের প্রতিবেদন। চলুন জেনে নেওয়া যাক।
পদের নাম – এখানে অনেকগুলি পদে নিয়োগ চলছে। পদগুলি হলো Lower Division Clerk 16, Stenographer Grade-II 01, Draughtsman 02, Cinema Projectionist-II 01, Cook 10, Compositor-Cum-Printer 01, Civilian Motor Driver 02, Carpenter 02, Fireman 02, TA-Baker & Confectioner 01, TA-Cycle Repairer 02, TA-printing Machine Operator 01, TA-Boot Repairer 01, Multi Tasking Staff – Office & Training 70
মোট শূন্যপদ – ১৯৮টি।
শিক্ষাগত যোগ্যতা – যেহেতু এখানে অনেকগুলি পদে নিয়োগ করা হচ্ছে, তাই প্রতিটি পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতাও পৃথক লাগবে, যেমন, মাল্টি টাস্কিং স্টাফ পদে আবেদন করতে গেলে মাধ্যমিক পাশ বা সমতুল্য যোগ্যতা থাকতে হবে, আবার অন্যান্য পদের ক্ষেত্রে উচ্চমাধ্যমিক পাশ কিংবা গ্রাজুয়েশন পাশ থাকতে হবে, তবেই আবেদন করা যাবে। NDA MTS Recruitment 2024
আরো পড়ুন:- রাজ্যের স্কুলে শিক্ষক নিয়োগ। আবেদন করুন
বেতন – এখানে প্রত্যেকটি পদের জন্য বেতন পৃথক। পদ অনুযায়ী ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। বিস্তারিত জানতে সংস্থার অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখতে পারেন।
বয়সসীমা- এখানে আবেদন করতে প্রার্থীদের ১৮ থেকে ২৭ বছর বয়স থাকতে হবে এবং কিছু পদের ক্ষেতে ১৮ থেকে ২৫ বছর বয়স হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন। NDA MTS Recruitment 2024
আবেদন পদ্ধতি – সংশ্লিষ্ট পদগুলোতে (NDA MTS Recruitment 2024) প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রথমে সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে সমস্ত ব্যক্তিগত তথ্য দিয়ে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে ফর্ম ফিলাপ করতে হবে। এরপর সিস্টেম জেনারেটেড একনলেজমেন্ট স্লিপ প্রিন্ট করে নিজের কাছে রাখতে হবে। বিশদ জানতে সংস্থার অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখতে পারেন। NDA MTS Recruitment 2024
আবেদনের শেষ তারিখ – ১৭ই ফেব্রুয়ারি, ২০২৪
আবেদন লিঙ্ক | Click Here |
অফিশিয়াল নোটিশ | Click Here |