RPF Constable Syllabus 2024: RPF কনস্টেবল সিলেবাস 2024, পরীক্ষার বিস্তারিত প্যাটার্ন দেখুন

Published On:

RPF Constable Syllabus 2024: RPF অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন ফোর্স, RPF কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৪২০৮টি ভ্যাকেন্সির জন্য প্রার্থীদের কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা এবং PET ধাপের ভিত্তিতে নির্বাচন করা হবে। মোট ১২০ নম্বরের  RPF কনস্টেবল CBT পরীক্ষাটি হবে এবং প্রশ্নগুলি MCQ ধর্মী হবে। RPF কনস্টেবলের সিলেবাসটি Arithmetic, General Intelligence এবং Reasoning, and General Awareness বিষয়গুলি নিয়ে গঠিত।  তাই এই পরীক্ষার প্রস্তুতির জন্য প্রার্থীদের RPF কনস্টেবল সিলেবাস  সম্পর্কে ভালো ধারণা থাকা অত্যন্ত প্রয়োজন। আজকের প্রতিবেদনে আমরা RPF কনস্টেবল সিলেবাস  এবং পরীক্ষার প্যাটার্ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি। আসুন জেনে নেওয়া যাক সেই সম্পর্কে বিস্তারিত তথ্য।

RPF কনস্টেবল সিলেবাস

রেলওয়ে পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে প্রার্থী নিয়োগের জন্য RPF অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন ফোর্স পরীক্ষা পরিচালনা করতে চলেছে। আগ্রহী প্রার্থীদের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার আগে যেই বিষয়গুলি সর্বপ্রথম করতে হয় তার মধ্যে একটি হলো পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস ও পরীক্ষার প্যাটার্ন সম্পর্কে একটি সঠিক ধারণা তৈরী করে নেওয়া। আজকের প্রতিবেদনে চলতি বছরের RPF কনস্টেবল পরীক্ষার সম্পূর্ণ Syllabus এবং Exam Pattern আলোচনা করা হয়েছে। চলুন দেখে নেওয়া যাক। RPF সিলেবাস সম্পর্কে একটি ওভারভিউ দেখে নিন।

RPF কনস্টেবল সিলেবাস 2024: ওভারভিউ
সংস্থারেলওয়ে প্রটেকশন ফোর্স (RPF)
পদের নামকনস্টেবল
ভ্যাকেন্সি4208
ক্যাটাগরিসিলেবাস
পরীক্ষার মোডঅনলাইন
প্রশ্নের ধরনMCQ
মার্কিং স্কিমপ্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর
পরীক্ষার সময়90 মিনিট
নেগেটিভ মার্কিং1/3য়
নির্বাচন প্রক্রিয়াCBT, PET, DV
অফিসিয়াল ওয়েবসাইটwww.rpf.indianrailways.gov.in
নির্বাচন পদ্ধতি

RPF কনস্টেবল পদের জন্য প্রার্থীদের নির্বাচনের ক্ষেত্রে তিনটি পর্যায় রয়েছে।
প্রথম পর্যায় : কম্পিউটার ভিত্তিক পরীক্ষা(CBT)
দ্বিতীয় পর্যায় : শারীরিক দক্ষতা পরীক্ষা (PET)
তৃতীয় পর্যায় : শারীরিক পরিমাপ পরীক্ষা (PMT)

RPF কনস্টেবল CBT পরীক্ষার প্যাটার্ন 2024

এক্ষেত্রে প্রার্থীদের ইংরেজি, হিন্দি কিংবা যেকোনো আঞ্চলিক ভাষায় এই পরীক্ষা দেওয়ার বিকল্প থাকবে। সব প্রশ্নই হবে MCQ ধর্মী। ১০ নম্বরের পরীক্ষা হবে। CBT পরীক্ষায় প্রতিটি প্রশ্নের জন্য ১ নম্বর করে রয়েছে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য এক-তৃতীয়াংশ করে নেগেটিভ মার্কিং রয়েছে। প্রার্থীদের সমস্ত প্রশ্ন সমাধান করার জন্য সময় থাকবে ৯০ মিনিট।
সেকশনপ্রশ্নের সংখ্যামার্কসসময়
Arithmetic353590 মিনিট
General Awareness5050
General Intelligence & Reasoning3535
মোট120120 

RPF কনস্টেবল PET পরীক্ষার প্যাটার্ন 2024

RPF কনস্টেবল CBT পর্যায়ে উত্তীর্ণ হওয়ার পর প্রার্থীদের RPF কনস্টেবল PET রাউন্ডের জন্য ডাকা হবে। RPF কনস্টেবল PET পর্যায়ে প্রার্থীদের শারীরিক দক্ষতা বিভিন্ন পরীক্ষা ও ক্রিয়াকলাপের মাধ্যমে পরীক্ষা করা হবে।

PET স্ট্যান্ডার্ডসময়
পুরুষমহিলা
1600 মিটার দৌড়5 মিনিট 45 সেকেন্ড
800 মিটার দৌড়3 মিনিট 40 সেকেন্ড
লং জাম্প14 ফুট9 ফুট
হাই জাম্প4 ফুট3 ফুট

RPF কনস্টেবল PMT পরীক্ষার প্যাটার্ন 2024

RPF কনস্টেবল PMT পর্যায়ে প্রার্থীর উচ্চতা এবং বুকের পরিমাপ পরীক্ষা করা হয়।

ক্যাটাগরিউচ্চতা(CMs)বুকের পরিমাপ(cms)
পুরুষমহিলাপুরুষমহিলা
UR/OBC1651578085
SC/ST16015276.281.2
গাড়োয়ালিস, গোর্খা, মারাঠা, ডোগরা, কুমাওনিজ এবং সরকার কর্তৃক নির্দিষ্ট অন্যান্য শ্রেণী1631558085

RPF কনস্টেবল বিষয় অনুযায়ী সিলেবাস

RPF পরীক্ষা ২০২৪ এ তিনটি বিষয় রয়েছে, যেমন General Awareness, Arithmetic, এবং Logical Reasoning। প্রার্থীদের প্রতিটি বিষয় ভালোভাবে প্রস্তুত করতে হবে। চলুন দেখে নেওয়া যাক বিষয় ও টপিক ভিত্তিক RPF কনস্টেবল সিলেবাস।

General Awareness- সিলেবাস

General Awareness
বিষয়টপিক
Current AffairsDomestic News, International News, Political Updates, Social Issues, and Events and Developments in our Society
Indian HistoryAncient India, Medieval India, and Modern India
GeographyPhysical Geography, World Geography, and Environmental Issues
EconomicsMacroeconomics, Microeconomics, and Financial Markets
Indian ConstitutionFundamental Rights, Directive Principles of State Policy, and Amendment Process
General PolityGovernance and Administration, Political Institutions, and Legal Framework
General SciencePhysics, Chemistry, and Biology
SportsMajor Sporting Events, Athlete Achievements, and Sports Organizations
Art & CultureVisual Arts, Performing Arts, Literature and Poetry, and Music and Dance
General Intelligence And Reasoning-সিলেবাস
General Intelligence And Reasoning
বিষয়টপিক
Non-Verbal SeriesPattern Recognition (Non-Verbal), and Completing Sequences
Non-Verbal SeriesCompleting Sequences, and Pattern Recognition (Non-Verbal)
AnalogiesWord Analogies, and Number Analogies
Spatial OrientationDirection Sense, and Maps and Spatial Relationships
Spatial VisualizationMental Imagery, and Rotational Figures
Problem-Solving AnalysisCritical Thinking, and Logical Analysis
Visual MemoryMemory Retention, and Pattern Recognition
Decision MakingRational Decision-Making, and Ethical Decision-Making
Statement ConclusionDrawing Inferences, and Logical Deductions
Coding & DecodingCoding and Decoding Patterns, and Message Deciphering
Syllogistic ReasoningSyllogism Evaluation, and Logical Conclusions
Arithmetic Number SeriesNumber Sequences and Patterns, and Finding the Missing Number
Classification of Verbal & FigureCategorizing Words and Objects, and Grouping Figures and Patterns
Arithmetical ReasoningNumber-based Reasoning, and Mathematical Operations
Discriminating ObservationRecognizing Patterns, and Noting Variations
Relationship ConceptsIdentifying Logical Connections, and Establishing Relationships
Similarities & DifferencesIdentifying Commonalities, and Contrasting Characteristics
Arithmetic’s-সিলেবাস
Arithmetic’s
বিষয়টপিক
Number SystemsNatural Numbers, Whole Numbers, Integers, Rational Numbers, and Irrational Numbers
Whole NumbersPlace Value, and Ordering and Comparing Numbers
Decimal and FractionsDecimal Fractions, Fractional Numbers, and Operations with Decimals and Fractions
Relationships between NumbersPrime and Composite Numbers, Factors, and Multiples, and LCM (Least Common Multiple) and GCD (Greatest Common Divisor)
PercentagesBasic Percentage Calculation, Percentage Increase and Decrease, and Percentage of a Whole
Fundamental Arithmetical OperationsAddition, Subtraction, Multiplication, and Division
AveragesMean (Arithmetic Average), Weighted Averages, Median and Mode
DiscountTypes of Discounts, and Discount Calculations
Ratio and ProportionRatios, Proportions
Ratio and Proportion (Revisited)Applications in Various Contexts.
Profit and LossCost Price, Selling Price, and Profit/Loss Calculations, and Marked Price and Discount
Time and DistanceSpeed, Time, and Distance Relations, Problems Involving Relative Speed
InterestSimple Interest, and Compound Interest
Use of Tables and GraphsTabular Data Representation, and Graphical Data Representation
MensurationArea and Perimeter of Geometric Figures, and Volume and Surface Area of 3D Shapes

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad