RRB JE Recruitment 2024: ফের ভারতীয় রেলে কর্মী নিয়োগ! শূন্যপদ ৭,৯৫১, আবেদন করুন এখনই

Published On:

RRB JE Recruitment 2024 : ভারতীয় রেল আবার বেকারদের জন্য দিলো খুশির খবর। ভারতীয় রেলওয়ে ফের বহু রেলকর্মী নিয়োগ করতে চলেছে। এর জন্য সম্প্রতি ভারতীয় রেলওয়ে তরফ থেকে একটি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতের সকল আইটি, ডিপ্লোমা কমপ্লিট করা  শিক্ষা পড়ুয়াদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। এই সুযোগ হাতছাড়া না করতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ করে ফেলুন। আজকের প্রতিবেদনে নিয়োগ সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি আলোচনা করা হয়েছে। দেখে নিন এক নজরে।

পদের নাম— এখানে (RRB JE Recruitment 2024) জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিএমএস, সিএমএ এবং অন্যদিকে মেটালার্জিকাল সুপারভাইজার এবং কেমিক্যাল সুপারভাইজার পদে কর্মী নিয়োগ করা হবে।

শূন্যপদ— এখানে মোট শূন্যপদ ৭৯৫১টি। জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিএমএস ও সিএমএ পদের জন্য ৭৯৩৪টি এবং মেটালার্জিকাল সুপারভাইজার এবং কেমিক্যাল সুপারভাইজার পদের জন্য ১৭টি শূন্যপদ বরাদ্দ।

বয়সসীমা— এখানে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৬ বছরের মধ্যে, এছাড়া এখানে সরকারি নিয়ম অনুযায়ী এসটি, এসসি ও ওবিসি প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে বলেই জানানো হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা— জুনিয়র ইঞ্জিনিয়ার সহ DMS, CMA পদে আবেদন করার জন্য প্রার্থীকে নির্দিষ্ট ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩ বছরের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে, অথবা নির্দিষ্ট বিভাগে BE/B.Tech পাস থাকতে হবে, তবেই এখানে আবেদন করা যাবে।

নিয়োগ প্রক্রিয়া – এখানে প্রার্থীদেরকে চারটি ধাপে এই নিয়োগ করা হবে। প্রথমে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা যথাক্রমে CBT 1 এবং CBT 2 পরীক্ষা নেওয়া হবে, আর তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন ও সবশেষে মেডিকেল ফিটনেস পরীক্ষা করা হবে। এরপর ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করা হবে। সেই মেরিট লিস্টের ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি— এখানে (RRB JE Recruitment 2024) আবেদনের জন্য প্রার্থীদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। এর জন্য প্রথমে RRB এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন লিংকে ক্লিক করে প্রার্থীর নাম, ঠিকানা সহ যাবতীয় কার্যক্রমের তথ্য গুলো দিয়ে পূরণ করতে হবে। তারপর প্রয়োজনীয় নথিপত্র গুলো স্ক্যান করে আপলোড করে আবেদন ফি জমা দিয়ে ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করলেই আবেদন সম্পন্ন হবে। পশ্চিমবঙ্গের জন্য কলকাতা, মালদা, শিলিগুড়ি এই তিনটে জোন রয়েছে।
 
কলকাতা জোন : rrbkolkata.gov.in
মালদা জোন : rrbmalda.gov.in
শিলিগুড়ি জোন : rrbsiliguri.gov.in

আবেদন ফি— এই পদে আবেদনের জন্য আবেদনকারী সকল প্রার্থীদেরকে আবেদন ফি বাবদ ৫০০ টাকা এবং SC, ST, OBC, EWS এবং মহিলা প্রার্থীদের আবেদন ফি বাবদ ২৫০ টাকা দিয়ে আবেদন জানাতে হবে।

আবেদনের শেষ তারিখ— ২৯শে আগস্ট, ২০২৪

Official Notification: Download Pdf
Official Website: Visit

আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে যে, আপনারা অতি অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ও অফিসিয়াল নোটিফিকেশন নিজে থেকে ভালো করে যাচাই করবেন, দেখবেন, বুঝবেন তবেই নিজের দায়িত্ব আবেদন করবেন।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad