RRB NTPC Recruitment 2024: গোটা রাজ্য জুড়ে তোলপাড় চলছে আরজিকর কান্ডকে ঘিরে। এরই মাঝে ভারতীয় রেল নিয়ে এলো সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য দুর্দান্ত কাজের সুযোগ। সম্প্রতি ভারতীয় রেলের তরফ থেকে নন-টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি (NTPC) বিভাগে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, যেখানে গ্রাজুয়েট এবং আন্ডার গ্রাজুয়েট স্তরের বিভিন্ন পদে সকল ভারতীয় নাগরিক আবেদনযোগ্য। আজকের প্রতিবেদনে আমরা নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য বিস্তারে আলোচনা করতে চলেছি। চলুন তবে দেখে নেওয়া যাক এক নজরে।
গ্রাজুয়েট স্তর (RRB NTPC Recruitment 2024)
১) পদের নাম— Chief Commercial cum Ticket Supervisor, Station Master, Goods Train Manager, Junior Account Assistant cum Typist, Senior Clerk cum Typist
শূন্যপদ— ৮১১৩ টি। এখানে কর্মী নিয়োগ করা হবে –
* Chief Commercial cum Ticket Supervisor পদে ১৭৩৬টি
* Station Master পদে ৯৯৪টি
* Goods Train Manager পদে ৩১৪৪টি
* Junior Accounts Assistant cum Typist পদে ১৫০৭টি
* Senior Clerk cum Typist পদে ৭৩২টি
শিক্ষাগত যোগ্যতা— গ্রাজুয়েট স্তরের বিভিন্ন পদে আবেদন করার জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক পাশ হতে হবে।
বয়সসীমা— গ্রাজুয়েট স্তরের বিভিন্ন পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৬ বছরের মধ্যে। এছাড়া, সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে।
মাসিক বেতন— গ্রাজুয়েট স্তরের ভিন্ন ভিন্ন পদে ভিন্ন বেতন দেওয়া হবে। যেমন –
*Chief Commercial cum Ticket Supervisor পদের মাসিক বেতন ৩৫,৪০০ টাকা
* Station Master পদের মাসিক বেতন ৩৫,৪০০ টাকা
*Goods Train Manager পদের মাসিক বেতন ২৯,২০০ টাকা
* Junior Accounts Assistant cum Typist পদের মাসিক বেতন ২৯,২০০ টাকা
* Senior Clerk cum Typist পদের মাসিক বেতন ২৯,২০০ টাকা
আন্ডার গ্রাজুয়েট বিভাগ (RRB NTPC Recruitment 2024)
১) পদের নাম— Commercial Cum Ticket Clerk, Accounts Clerk cum Typist, Junior Clerk cum Typist, Trains Clerk
শূন্যপদ— ৩৪৪৫ টি। এখানে কর্মী নিয়োগ করা হবে –
* Commercial cum Ticket Clerk পদে ২০২২টি
* Accounts Clerk cum Typist পদে ৩৬১টি
* Junior Clerk cum Typist পদে ৯৯০টি
* Trains Clerk পদে ৭২টি
শিক্ষাগত যোগ্যতা— আন্ডার গ্রাজুয়েট স্তরের বিভিন্ন পদে আবেদন করার জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে।
বয়সসীমা— এখানে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৩ বছরের মধ্যে।
মাসিক বেতন— আন্ডার গ্রাজুয়েট স্তরের ভিন্ন ভিন্ন পদে ভিন্ন বেতন দেওয়া হবে। যেমন –
* Commercial cum Ticket Clerk পদের মাসিক বেতন ২১,৭০০ টাকা
* Accounts Clerk cum Typist পদের মাসিক বেতন ১৯,৯০০ টাকা
* Junior Clerk cum Typist পদের মাসিক বেতন ১৯,৯০০ টাকা
* Trains Clerk পদের মাসিক বেতন ১৯,৯০০ টাকা
আবেদন পদ্ধতি— প্রার্থীদের এখানে (RRB NTPC Recruitment 2024) অনলাইনে আবেদন জানাতে হবে। আবেদন জানানোর জন্য প্রথমে এই প্রতিবেদনের নিচে দেওয়া রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করে সেখানে গিয়ে নিজের বৈধ মোবাইল নম্বর এবং ইমেল আইডি ব্যবহার করে রেজিস্ট্রেশন সম্পন্ন করে আবেদনপত্র ডাউনলোড করে সকল বিবরণ সহ গুরুত্বপূর্ণ তথ্য পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র নির্দেশ অনুযায়ী আপলোড করে, আবেদন ফি জমা দিয়ে সাবমিট করলেই আবেদন সম্পন্ন হবে।
আবেদন ফি – এখানে (RRB NTPC Recruitment 2024) আবেদনের জন্য তপশিলি জাতি এবং উপজাতি ভুক্ত আবেদনকারী, এক্স সার্ভিস ম্যান, প্রতিবন্ধী, মহিলা, ট্রান্স জেন্ডার এবং ওবিসি প্রার্থীদের আবেদন ফি বাবদ ২৫০ টাকা জমা করতে হবে, যা প্রার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করার পর ব্যাঙ্ক চার্জ বাদে বাকি থাকা ফেরত পেতে যাবেন এবং বাকি সব শ্রেণীর আবেদনকারীদের আবেদন ফি বাবদ ৫০০ টাকা জমা করতে হবে, যার মধ্যে ৪০০ টাকা প্রার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করার পর ফেরত পাবেন।
আবেদনের শুরু – গ্রাজুয়েট স্তরের বিভিন্ন পদের আবেদন প্রক্রিয়া শুরু হবে চলতি বছরের ১৪ই সেপ্টেম্বর থেকে এবং আন্ডার গ্রাজুয়েট স্তরের বিভিন্ন পদের আবেদন প্রক্রিয়া শুরু হবে চলতি বছরের ২১শে সেপ্টবর থেকে।
আবেদনের শেষ তারিখ— গ্রাজুয়েট স্তরের বিভিন্ন পদের আবেদনের শেষ তারিখ চলতি বছরের ১৩ই অক্টোবর এবং আন্ডার গ্রাজুয়েট স্তরের বিভিন্ন পদের আবেদনের শেষ তারিখ চলতি বছরের ২০শে অক্টোবর
Official Notification: Download Now
Official Website: Apply Now
আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে যে, আপনারা অতি অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ও অফিসিয়াল নোটিফিকেশন নিজে থেকে ভালো করে যাচাই করবেন, দেখবেন, বুঝবেন তবেই নিজের দায়িত্ব আবেদন করবেন।