RRB NTPC Recruitment 2024 : সকল চাকরি প্রার্থীর জন্য রয়েছে দারুন একটি সুখবর। এবার ফের ভারতীয় রেলে পরীক্ষার মাধ্যমে নিয়োগ হতে চলেছে টিকিট ক্লার্ক। এখানে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের তেমন উচ্চ শিক্ষার প্রয়োজন নেই, কেবলমাত্র উচ্চ মাধ্যমিক পাস হলেই প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। এই নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য রইল আজকের প্রতিবেদনে। চলুন দেখে নেওয়া যাক এক নজরে।
পদের নাম— কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, ট্রেন ক্লার্ক।
শূন্যপদ- কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক পদের ক্ষেত্রে মোট শূন্যপদ ২০২২টি, অ্যাকাউন্টস ক্লার্ক কাম পদের ক্ষেত্রে মোট শূন্যপদ ৩৬১টি, টাইপিস্টজুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদের ক্ষেত্রে মোট শূন্যপদ ৯৯০টি এবং ট্রেন ক্লার্ক পদের ক্ষেত্রে মোট শূন্যপদ ৭২টি।
বয়সসীমা- উল্লিখিত পদগুলিতে (RRB NTPC Recruitment 2024) নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের বয়স হতে হবে নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৩ বছরের মধ্যে, আর তাছাড়া সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় দেওয়া হবে।
বেতন— বেতন- এখানে প্রতিটি পদের ক্ষেত্রেই ভিন্ন ভিন্ন বেতন প্রদান করা হবে। নিম্ন সেই বিষয়ে আলোচনা করা হলো।
* কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক পদের ক্ষেত্রে মাসিক বেতন ২১,৭০০ টাকা।
* অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট পদের ক্ষেত্রে মাসিক বেতন ১৯,৯০০ টাকা।
* জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদের ক্ষেত্রে মাসিক বেতন ১৯,৯০০ টাকা।
* ট্রেন ক্লার্ক পদের ক্ষেত্রে মাসিক বেতন ১৯,৯০০।
শিক্ষাগত যোগ্যতা— এখানে প্রতিটি পদের ক্ষেত্রে আবেদনের জন্য প্রার্থীদের ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা লাগবে। যেমন –
* কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক উচ্চ পদে আবেদনের জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৫০ শতাংশ নম্বর সহ মাধ্যমিক পাশ করতে হবে।
* অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৫০ শতাংশ নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এবং এর পাশাপাশি কম্পিউটারে ইংরেজি অথবা হিন্দিতে টাইপিং এর দক্ষতা থাকতে হবে।
* জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টপদে আবেদনের জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৫০ শতাংশ নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এবং এর পাশাপাশি কম্পিউটারে ইংরেজি অথবা হিন্দিতে টাইপিং এর দক্ষতা থাকতে হবে।
* ট্রেন ক্লার্ক পদে আবেদনের জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৫০ শতাংশ নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে।
নিয়োগ পদ্ধতি – এখানে প্রতিটি পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের কে নিয়োগ করা হবে, তবে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট এবং জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদের নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষার পাশাপাশি টাইপিং টেস্ট নেওয়া হবে।
পরীক্ষার সিলেবাস – রেলওয়ে এনটিপিসি পরীক্ষাটি নেওয়া হবে মোট ১০০ নম্বরে। সময়সীমা থাকবে ৯০ মিনিট। যে যে বিষয়গুলির পরীক্ষা নেওয়া হবে সেই বিষয়ে এবং প্রতিটি পরীক্ষায় কত নম্বর করে থাকবে সেই বিষয়ে নিম্নে আলোচনা করা হলো। আপনাদেরকে জানিয়ে রাখি এখানে ১/৩ হিসেবে নেগেটিভ মার্কিং থাকছে।
RRB NTPC Syllabus 2024 (CBT- 1)
*জেনারেল অ্যাওয়ারনেস পরীক্ষা হবে ৪০ নম্বরে
* গণিত পরীক্ষা হবে ৩০ নম্বরে
* জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিজনিং পরীক্ষা হবে ৩০ নম্বরে
আবেদন পদ্ধতি— উল্লিখিত পদগুলিতে (RRB NTPC Recruitment 2024) আবেদন জানানোর জন্য প্রার্থীদের অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন নথিভুক্ত করতে হবে। আবেদন করার জন্য প্রার্থীদের কে প্রথমে rrbapply.gov.in ওয়েবসাইটে গিয়ে অথবা এই প্রতিবেদনের নিচে দেওয়া এপ্লাই নাও লিংকে ক্লিক করে সেখানে আবেদন পত্র ডাউনলোড করে সঠিক এবং নির্ভুলভাবে আবেদন পত্রটি পূরণ করে, তার সঙ্গে যা যা নথি চাওয়া হয়েছে সেইগুলিকে আপলোড করে সবশেষে সাবমিট বাটনে ক্লিক করলেই আবেদন সম্পন্ন হবে।
প্রয়োজনীয় নথি — উল্লেখিত পদগুলিতে আবেদনের জন্য যে যে প্রয়োজনীয় নথি লাগবে সেগুলি হলো –
* প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
* প্রার্থীর বয়সের প্রমাণপত্র
* প্রার্থীর পাসপোর্ট সাইজের ছবি
* প্রার্থীর নিজস্ব স্বাক্ষর
* প্রার্থীর জাতিগত শংসাপত্র
আবেদন ফি- জেনারেল ও ওবিসি প্রার্থীদের আবেদনের জন্য আবেদন ফি বাবদ ৫০০ টাকা এবন্ড প্রতিবন্ধী প্রার্থী/ মহিলা প্রার্থী/ তপশীলি জাতি/ তপশীলি উপজাতি/ সংখ্যালঘু শ্রেণীভুক্ত প্রার্থীদের আবেদনের জন্য আবেদন ফি বাবদ ২৫০ টাকা জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ— ২০শে অক্টোবর, ২০২৪
আবেদন ফি জমা দেওয়ার তারিখ – ২২শে অক্টোবর, ২০২৪ তারিখ পর্যন্ত।
Official Notice: Download Now
Apply Now: Click Here
আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে যে, আপনারা অতি অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ও অফিসিয়াল নোটিফিকেশন নিজে থেকে ভালো করে যাচাই করবেন, দেখবেন, বুঝবেন তবেই নিজের দায়িত্ব আবেদন করবেন।