এবার রাজ্য সরকারের ‘রূপশ্রী’ প্রকল্পে কর্মী নিয়োগ! বেতন ১৫ হাজার! জানুন বিশদে

Published On:

রাজ্যের বেকার চাকরিপ্রার্থীদের জন্য এবার বিরাট সুখবর। রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্প হলো রূপশ্রী।এবার পশ্চিমবঙ্গে রূপশ্রী প্রকল্পের তরফে প্রকাশিত হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। এই প্রকল্পে কাজের জন্য এবার জেলা ভিত্তিক ভাবে কর্মী নিয়োগ করা হবে। এই পদে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? কিভাবে আবেদন করবেন? আসুন জেনে নেওয়া যাক নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য ।

কি পদ? বেতন কত?

জেলা লেভেলে ডিএম অফিসের তরফে জারি হয়েছে এই নিয়োগের বিজ্ঞপ্তি, যেখানে অতি সহজেই চাকরির আবেদন জানাতে পারবেন। ভারতের যেকোনো নাগরিক এই শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন। এখানে যেই পদে নিয়োগ করা হচ্ছে, সেটি হলো অ্যাকাউন্ট্যান্ট। এখানে SC কাস্টদের জন্য মোট ১টি শুন্যপদ রয়েছে। এখানে প্রতিমাসে ১৫ হাজার টাকা বেতন দেওয়া হবে। প্রাথমিকভাবে ১ বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে।

কারা আবেদন করতে পারবেন?

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে থেকে কমার্স বিভাগে স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েশন পাশ চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। এরই সঙ্গে প্রার্থীকে মাইক্রোসফ্ট অফিস ম্যানেজমেন্টের বিভিন্ন সফটওয়্যারে কাজের দক্ষতা রাখতে হবে, যেমন MS Word, MS Excel, MS Powerpoint, Spreadsheet, Tally। যেকোনো সরকারি বা প্রাইভেট সংস্থায় নুন্যতম ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এই পদের জন্য নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সের চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন।

আবেদন পদ্ধতি

আবেদন পত্র অনলাইনে ডাউনলোড করে তার প্রিন্ট নিয়ে আবেদনপত্রে নিজের নাম, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি সকল তথ্য পূরণ করে, প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন, শিক্ষাগত যোগ্যতা, বয়স, কাস্ট সার্টিফিকেটের জেরক্স আবেদন ফর্মের সাথে নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা

DPMU, Rupashree Prakalpa Cell under Social Welfare Section, Paschim Medinipur। এই ঠিকানায় ড্রপ বক্সে গিয়ে জমা করবেন। আবেদনের শেষ তারিখ ১১ই জানুয়ারি, ২০২৪।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad