SBI agreement 2024: গ্রাহকদের সতর্ক করলো এসবিআই এখনই এই কাজটি না করলে অসুবিধায় পড়তে পারেন আপনিও!

Last Updated:
SBI Agreement 2024 ব্যাংকে টাকা জমা রাখছেন! সোনা গয়না, দামী কাগজপত্র সবই রাখছেন ! কিন্তু জানেন কি আপনার আপনারই রাখা এই টাকা পয়সা গয়না কোন কিছুই সুরক্ষিত নয়। হ্যাঁ ঠিকই শুনেছেন সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রাহকদের উদ্দেশ্যে একটি জরুরী নির্দেশিকা জারি করেছে। যেখানে স্টেট ব্যাংক জানিয়েছে যে তাদের গ্রাহকদের দ্বারা গচ্ছিত রাখা টাকা পয়সা ও অন্যান্য সম্পত্তি যেমন গয়না, বন্ড পেপার, দলিল কোন কিছুই ইত্যাদির কোন কিছুই আর সুরক্ষিত নয় বা সেগুলোর স্থায়িত্ব এখন যথেষ্ট ঝোঁকির মধ্যেই আছে, স্টেট ব্যাংক জানিয়েছে যে, যদি গ্রাহকরা এই ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে বেরোতে চান তাহলে তাদেরকে অবশ্যই নির্দিষ্ট তারিখের মধ্যে ব্যাংকে গিয়ে একটি প্রক্রিয়া করতে হবে। স্টেট ব্যাংকের তরফে আরো জানানো হয়েছে যে যদি গ্রাহকরা নিজেদের সম্পত্তি টাকা কুড়ির টাকা কড়ি কে সুরক্ষিত রাখতে চান তাহলে এখনি লকার ব্যবহার শুরু করতে পারেন অথবা নিজের টাকা পয়সা সম্পত্তি ব্যাংক থেকে তুলে নিয়ে নিজের কাছে রাখতে পারেন নিয়ে। এখানে একটা বিষয় বলে বলে রাখা ভালো এই যে এস বি আই লকার এগ্রিমেন্ট অনুযায়ী একটি রকার ব্যবহার করতে হলে লকার ধারীকে নির্দিষ্ট একটি চার্জ দিতে হয় ব্যাংকে এই চার্জের কথা শুনে অনেকেই পিছিয়ে যাচ্ছেন আবার বিভিন্ন জায়গায় এই চার্জের অংক।তবে এই লকার সুরক্ষার সুবিধা কে কাজে লাগিয়ে কোন দুষ্কৃতি যদি কোন বিপদজনক বস্তু লকারে রাখে সেটি নজরদারি চালানোর দায়িত্ব ব্যাংকের নিজের। এবং ভবিষ্যতে যাতে এরকম ঘটনা না ঘটে সেদিকটি সুনিশ্চিত করার দায়িত্ব ব্যাংকের। গ্রাহকদের সুরক্ষার কথা মাথায় রেখে গত বছরই আরবিআই এটি বিজ্ঞপ্তি জারি করেছিল। এবং বিজ্ঞপ্তি জারি করার মাধ্যমে সবাইকে সতর্ক করেছিল এবং বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যে ৩০ শে জুন ২০২৩ তারিখের মধ্যে ব্যাংকের সমস্ত গ্রাহকদের চুক্তিতে সই করতে হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখনও পর্যন্ত বেশিরভাগ গ্রাহকই লকার চুক্তিতে স্বাক্ষর করেননি। SBI agreement 2024

রিজার্ভ ব্যাংকের দেওয়া নির্দেশ
আর বি আই এর নির্দেশিকা অনুযায়ী ব্যাংকের লকার বলতে যা বোঝায় এক্ষেত্রে এটিও সেই লকার এর ব্যবস্থা তবে এক্ষেত্রে এর সুরক্ষা অনেক বেশি। গ্রাহকদের টাকা গয়না দামী কাগজপত্র এই লকারে রাখতে পারবেন এবং এই লকার এগ্রিমেন্ট অনুযায়ী যে কোন বিপদে আপনার সম্পত্তি নষ্ট হলে বা হারিয়ে গেলে সেক্ষেত্রে ১০০% ক্ষতিপূরণ পাবেনSBI agreement 2024

আবেদন জমা করার শেষ তারিখ (SBI agreement 2024)
প্রথমে ৩০ শে জুন ২০২৩ এই এগ্রিমেন্ট সই করার দিন থাকলেও অনেক গ্রাহক এই দিনটি এগিয়ে যায় বা সই না করায় রিজার্ভ ব্যাংক পুনরায় নতুন ডেট দেন এবং এক্ষেত্রে জমা করার সময় বাড়িয়ে ত্রিশে সেপ্টেম্বর ২০২৩ করা হয়। কিন্তু সে ক্ষেত্রেও প্রচুর গ্রাহক বিষয়টিকে আমল দেন না ফলে আরবিআই তরফে তরফে সময়সীমা আরও তিন মাস বাড়িয়ে ৩১শে ডিসেম্বর ২০৩০ করা হয়। কিন্তু মজার ব্যাপার এখনো অনেক গ্রাহক এই বিষয়টিকে পাত্তা দিচ্ছেন না ফলে ঘুম উড়েছে ব্যাংকের । তবে শেষ বারের মতো ২৯ শে ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত সময় সীমা বৃদ্ধি করেছে আরবিআই এর পরবর্তীকালে যদি কোন গ্রাহক লকা ডিগ্রিমেন্টের সই না করেন তাহলে তাদের সম্পত্তির গ্যারান্টি ব্যাংক নেবে না।

না করলে বিপদে মুখে পড়তে পারেন গ্রাহকরা বারবার বলা সত্ত্বেও যদি গ্রাহকরা লকার ব্যবহার না করেন তাহলে সে ক্ষেত্রে গ্রাহকদের টাকা-পয়সা গয়না এবং অন্যান্য সম্পত্তির দায়িত্ব ব্যাংক আর নেবে না আপনার যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখায় ব্যাংক অ্যাকাউন্ট করা থাকে তাহলে এবং সেই একাউন্টে যদি টাকা পয়সা থাকে তবে এখনই এগ্রিমেন্ট টি তে সাইন করা উচিত। নিচে এই বিশেষ লকার বিষয়ক একটি চার্ট দেওয়া হল SBI agreement 2024

লকারের ভাড়া দেড় হাজার থেকে আট হাজারের মধ্যে রাখা হয়েছে। যেমন ছোট লকারের দাম দেড় হাজারও আছে আবার ২০০০ ও আছে আবার বড় ও মাঝারি লকার যথাক্রমে ৬০০০ ও ৮০০০ এর মধ্যে পাওয়া যাবে সবকিছুর সাথেই অতিরিক্ত জিএসটি যোগ করা হবে। SBI agreement 2024

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad