WB Food SI Exam Question Paper Leaked: কেলেঙ্কারি কাণ্ড! পশ্চিমবঙ্গ ফুড SI পরীক্ষা শুরুর আগেই ফাঁস হলো উত্তর সহ প্রশ্ন, জানুন বিস্তারিত

Published On:

WB Food SI Exam Question Paper Leaked: গতকাল অর্থাৎ শনিবার ১৬ই মার্চ থেকে শুরু হয়েছে পশ্চিমবঙ্গ ফুড SI পরীক্ষা। আর আজ এই পরীক্ষার দ্বিতীয় দিন। ১৬ এবং ১৭ ই মার্চ এই দুদিন মোট ৬টি শিফটে পরীক্ষার সময় ঘোষণা করা হয়েছিল এই পরীক্ষার জন্য। তবে, পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে আয়োজিত করা পশ্চিমবঙ্গ ফুড SI পরীক্ষার প্রথম দিনেই ফাঁস হয়েছিল প্রশ্নপত্র এরপর দ্বিতীয় দিন ফাঁস হল প্রশ্নপত্র সহ উত্তরসহ (WB Food SI Exam Question Paper Leaked)। পশ্চিমবঙ্গে বছর বছর ধরে ঘরে চলেছে নিয়োগ দুর্নীতি। আর এর ফলে যোগ্যতা থাকা সত্বেও অনেক চাকরিপ্রার্থীরাই বঞ্চিত হচ্ছেন চাকরি প্রাপ্তি থেকে। এহেন পরিস্থিতিতে চলতি বছর লোকসভা ভোটের আগে পশ্চিমবঙ্গ ফুড SI নিয়োগের খবর রাজ্যের সকল চাকরি প্রার্থীদের মনে আশা জাগিয়েছিল। যার ফলে লক্ষাধিক পরীক্ষার্থী এই পরীক্ষা দেওয়ার জন্য আবেদনও জানিয়েছিলেন, কিন্তু এবারেও চরমে উঠলো নিয়োগ দুর্নীতি কাণ্ড।

পরীক্ষার প্রশ্ন ও উত্তরপত্র ফাঁস

পশ্চিমবঙ্গ ফুড SI পরীক্ষা শুরুর আগেই ফাঁস হলো পশ্চিমবঙ্গ ফুড SI পরীক্ষার প্রশ্ন (WB Food SI Exam Question Paper Leaked)। এমনকি প্রশ্নের পাশাপাশি উত্তরও ফাঁস হওয়ার খবর মিলেছে। আর হাজার হাজার টাকা দামে এই প্রশ্ন ও উত্তর বিক্রি হচ্ছে। মিডিয়ার সামনে কয়েকজন পরীক্ষার্থী জানায় যে, তাদের সামনেই কয়েকজন ছাত্রছাত্রী পরীক্ষার হলে মোবাইল নিয়ে প্রবেশ করে। এরপর তারা পরীক্ষার প্রশ্নের ছবি তুলে কাউকে পাঠাচ্ছিল এবং প্রশ্নের পাশাপাশি সমস্ত উত্তরের ছবিও পাঠায়। আর এই ঘটনা বেশিরভাগ পরীক্ষা কেন্দ্রেই ঘটেছে বলে জানা গেছে।

আরো পড়ুন:- এবার রাজ্যে ৩১০০টি শূন্যপদে কর্মী নিয়োগ, জানুন বিস্তারিত

পশ্চিমবঙ্গের সরকারি চাকরির অবস্থা

ছাত্র-ছাত্রীডের অভিযোগ যে, প্রথম দিনের ঘটনার পর দ্বিতীয় দিনের পরীক্ষা শুরু হওয়ার আগেই প্রশ্ন বেরিয়ে গেছিল, আর তৃতীয় শিফটের পরীক্ষা শুরু আগেই উত্তর বিক্রি বিভিন্ন টেলিগ্রাম ও whatsapp গ্রুপে শেয়ার করা করা হয়। এই বছর পশ্চিমবঙ্গ ফুড SI এর মোট শূন্যপদ ছিল ৪৮০টি, কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা ১৩ লক্ষের উপরে ছিল। তবুও রাজ্যের সকল বেকার শিক্ষিত যুবক ও যুবতীদের মনে আশা ছিল। তবে, পরীক্ষার এমন অবস্থা দেখে পরীক্ষার্থীরা বেশ হতাশ হয়েছেন। বেশ কিছু পরীক্ষার্থী আবার পরীক্ষা হল থেকে বেরিয়ে কান্নায় ভেঙে পড়েছেন। সমস্ত রাজ্যবাসী বর্তমান সময়ে রাজ্যের নিয়োগ দুর্নীতির ফলে সরকারি চাকরির অবস্থা আজ কোন পথে এবং বেকার শিক্ষিত যুবকদের ভবিষ্যৎই বা কি হতে চলেছে সেই নিয়ে এখন প্রশ্ন তুলেছেন।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad