School Reopen: এবার বাড়লো গরমের ছুটি, কবে খুলবে স্কুল? জানুন বিস্তারিত

Published On:

School Reopen : এবার পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রী সহ শিক্ষক শিক্ষিকা সকলের জন্য ব্রেকিং নোটিশ রয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে। পূর্ববর্তী নোটিশ অনুযায়ী, আগামী ২রা জুন পর্যন্ত ছিল গ্রীষ্মের ছুটি এবং ৩রা জুন রাজ্যের স্কুলগুলি পুনরায় চালু করা হতো, কিন্তু ২৭শে মে সোমবার পশ্চিমবঙ্গ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এবং মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে নোটিফিকেশন দেওয়া হয়েছে যে, আবারো গরমের ছুটি বাড়ানো হয়েছে। চলুন জেনে নেওয়া যাক কতদিন পর্যন্ত গরমের ছুটি বাড়ানো হয়েছে এবং কবে স্কুল খুলবে (School Reopen)?

কবে থেকে স্কুল খুলবে ?

স্কুল শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, চলতি বছরের ৩রা জুন থেকে স্কুল খুললেও ছাত্র-ছাত্রীদের ঐদিন থেকে স্কুলে যেতে হবে না। আগামী ৩রা জুন থেকে শুধুমাত্র শিক্ষক ও অন্যান্য স্কুল কর্মীদের জন্য স্কুল খোলা হবে। সকল ছাত্র-ছাত্রীদের জন্য আগামী ৯ই জুন পর্যন্ত গ্রীষ্মের ছুটি বাড়ানো হয়েছে। ছাত্র-ছাত্রীদের জন্য প্রায় ১ সপ্তাহ বৃদ্ধি করা হয়েছে স্কুলের ছুটি। ফের ১০ই জুন থেকে পুনরায় পঠনপাঠন শুরু করবে।

অতিরিক্ত ক্লাসের ভাবনা ও পঠন পাঠন

মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে,  স্কুলগুলি পুনরায় খোলার পরে বিদ্যালয়ের শিক্ষক ও অশিক্ষক কর্মচারীরা শিক্ষার্থীদের স্বার্থে ক্লাসের ক্ষতি পূরণের জন্য অতিরিক্ত ক্লাস পরিচালনার জন্য উপযুক্ত ব্যবস্থা নেবে। ইতিমধ্যেই নির্বাচনের পরে স্কুলগুলিকে পড়াশুনা উপযোগী পরিকাঠামোর জন্য তৈরি করতে হবে, যাতে স্কুল খোলার পর ছাত্রছাত্রীরা স্বাভাবিকভাবে সমস্ত ক্লাস এবং পঠন-পাঠন করতে পারে। ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা মহাশয়ের সুবিধার্থে স্কুল শিক্ষা দপ্তরের তার সঙ্গে মধ্যশিক্ষা দপ্তরের তরফ থেকে যে অফিশিয়াল নোটিফিকেশন বিজ্ঞপ্তি গুলি জারি করা হয়ে গেছে, নিম্নে তার বিস্তারিত দেওয়া হলো, আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারেন (School Reopen)।

REGARDING RE-OPENING OF SCHOOLS AFTER SUMMER VACATION, 2024 : Official Notice

10-SECY/11099/41/2023- ADMN SEC-DSE Date 27-05-2024 : View PDF

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad