SC/ST Merit Scholarship : এবার SC ও ST দের জন্য বিশেষ মেরিট স্কলারশিপ, মিলবে মাসিক ৪০০ টাকা, জানুন আবেদন পদ্ধতি

Published On:

SC/ST Merit Scholarship : সমাজের পিছিয়ে পড়া সকল ছাত্র-ছাত্রীদের কে সহযোগিতা করার উদ্দেশ্যে সরকারের পক্ষ থেকে নানান রকম স্কলারশিপ এর ব্যবস্থা করা হয়ে থাকে। অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের বিভিন্ন প্রকল্পের অধীনে তপশিলি জাতি এবং উপজাতিদের জন্য অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়। অভাবী ছাত্র ছাত্রীদের যাতে অর্থের অভাবে পড়াশোনা বন্ধ করতে না হয় তার জন্য প্রতিবছর একটি বিশেষ মেরিট স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। অনেকে হয়তো এটিকে কাস্ট স্কলারশিপ ভাবতে পারেন, তবে সেটির আবেদন এখন দেরি রয়েছে। সেই স্কলারশিপের নাম ওয়েসিস স্কলারশিপ। তবে আজ আমরা যে স্কলারশিপের সম্পর্কে আলোচনা করতে চলেছি সেটি শুধুমাত্র সিডিউল কাস্ট (SC) এবং সিডিউল ট্রাইব পড়ুয়াদের দেওয়া হয়, যা বিশেষ মেধা ভিত্তিক স্কলারশিপ নামে পরিচিত। চলুন এবার জেনে নেওয়া যাক এই স্কলারশিপ এ আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে আবেদন পদ্ধতি সংক্রান্ত যাবতীয় তথ্য। 

যোগ্যতা

এস.সি এস.টি স্পেশাল মেরিট স্কলারশিপ (SC/ST Merit Scholarship) এর আবেদন করার জন্য প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র এবং ছাত্রী উভয়েই এই স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারবে। এর জন্য আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় ৩৬ হাজার টাকার কম হতে হবে। SC শ্রেণীর শিক্ষার্থীকে ৬০ শতাংশ এবং ST শ্রেণীর শিক্ষার্থীকে ৪৫ শতাংশের বেশি নম্বর পেয়ে থাকতে হবে, তবেই প্রার্থী স্কলারশিপ এর জন্য আবেদন জানাতে পারবেন।

স্কলারশিপে কত টাকা মিলবে?

গোটা রাজ্যের ৪১০ জন SC এবং ৪১০ জন ST ছাত্র ছাত্রী এই সুযোগ সুবিধা পেয়ে থাকেন। SC এবং ST শ্রেণীর ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের মাধ্যমে বছরে ৪৮০০ টাকা পাবেন, অর্থাৎ প্রতিমাসে ৪০০ টাকা করে পড়াশোনার খরচ বাবদ পাবেন শিক্ষার্থী।

আবেদন পদ্ধতি

এই স্কলারশিপের (SC/ST Merit Scholarship) জন্য আবেদন জানাতে হলে ছাত্র-ছাত্রীদেরকে নিজস্ব স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকার কাছ থেকে আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে। এই ক্ষেত্রে কোনোরকম অনলাইন পদ্ধতিতে আবেদন হয় না। ছাত্রছাত্রীরা স্কুলের অফিস থেকে এই ফর্ম সংগ্রহ করে সেটিকে সঠিকভাবে পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন আধার কার্ড, ব্যাংক একাউন্ট, কাস্ট সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, এবং রেজাল্টের জেরক্স কপি একত্রিত করে স্কুলের অফিসে জমা করতে হবে।

আবেদনের শেষ তারিখ

এই বিশেষ স্কলারশিপ এর জন্য কত দিনের মধ্যে আবেদন করা যাবে সেই বিষয়ে কোনো অফিশিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়নি, তবে বেশিরভাগ স্কুল মারফৎ জানা যাচ্ছে যে, চলতি বছরের ২৩শে জুলাই আবেদন ফর্ম স্কুলে জমা দেওয়ার শেষ তারিখ।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad