Kolkata Science City Job Vacancy 2024 : মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ কলকাতা সাইন্স সিটিতে, আবেদন করুন এখনই

Published On:

Kolkata Science City Job Vacancy 2024 : পশ্চিমবঙ্গের শহর কলকাতার সাইন্স সিটি সকলেরই চেনা। আর এবার সেখানে পেতে পারেন চাকরির সুযোগ।রাজ্যের যেসকল চাকরিপ্রার্থীরা কলকাতায় চাকরি খুঁজছেন, কলকাতা সাইন্স সিটি তাদের জন্য এই চাকরির সুযোগ দিচ্ছে। আসলে, ন্যাশনাল কাউন্সিল অফ সাইন্স মিউজিয়াম (NCSM) কলকাতা দপ্তর থেকে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মাধ্যমিক পাশ সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় ভারতীয় নাগরিকরা এখানে আবেদন জানাতে পারবেন। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য পেতে পড়ে নিন সম্পূর্ণ প্রতিবেদনটি।

পদের নাম- অফিস অ্যাসিস্ট্যান্ট এবং টেকনিশিয়ান

শূন্যপদ- মোট শূন্যপদ ১২টি। অফিস অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে মোট শূন্যপদ ৬টি এবং টেকনিশিয়ান পদের ক্ষেত্রে মোট শূন্যপদ ৬টি।

শিক্ষাগত যোগ্যতা- এখানে দুই ধরণেপদের ক্ষেত্রে ভিন্ন যোগ্যতা লাগবে, যা নিম্নে আলোচনা করা হলো।

* অফিস অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃতি বিদ্যালয় থেকে যেকোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। এর পাশাপাশি আবেদনকারী প্রার্থীদের কম্পিউটারে টাইপ করতে জানতে হবে। ইংরেজির ক্ষেত্রে প্রতি মিনিটে ৩৫টি শব্দ এবং হিন্দির ক্ষেত্রে প্রতি মিনিটে ৩০টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।

* টেকনিশিয়ান পদে আবেদনের জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃতি বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করতে হবে। এর পাশাপাশি সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ করে থাকতে হবে, এছাড়া প্রার্থীদের আইটিআই কোর্স পাশ করার পর কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা- এখানে দুই ধরণেপদের ক্ষেত্রে ভিন্ন বয়সসীমা উল্লেখ করা হয়েছে। নিম্নে আলোচনা করা হলো।

* অফিস অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে।

* টেকনিশিয়ান পদেআবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে।

বেতন – উল্লেখিত পদগুলির ক্ষেত্রে প্রার্থীদেরকে প্রতি মাসে ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকার মধ্যে বেতন দেওয়া হবে। এর পাশাপাশি সরকারি ভাতা দেওয়া হবে। বেতন সম্পর্কে বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

প্রয়োজনীয় নথি — উল্লেখিত পদগুলিতে আবেদনের জন্য যে যে প্রয়োজনীয় নথি লাগবে সেগুলি হলো –

* প্রার্থীর পাসপোর্ট সাইজের রঙিন ফটো
* প্রার্থীর স্ক্যান করা সিগনেচার

আবেদন পদ্ধতি— উল্লিখিত পদে (WB BLRO Office Recruitment 2024) আবেদন জানানোর জন্য প্রার্থীদের অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন নথিভুক্ত করতে হবে। আবেদন করার জন্য প্রার্থীদেরকে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে ncsm.gov.in/notice/career এ গিয়ে অথবা প্রতিবেদনে নিচে দেওয়া অ্যাপ্লাই নাও লিংকে ক্লিক করে সেখান থেকে আবেদন পত্র ডাউনলোড করে সঠিক এবং নির্ভুলভাবে আবেদন পত্রটি পূরণ করে, তার সঙ্গে যা যা নথি চাওয়া হয়েছে সেইগুলিকে আপলোড করে আবেদন ফি জমা করে সবশেষে সাবমিট বাটনে ক্লিক করলেই প্রার্থীর আবেদন সম্পন্ন হবে।

আবেদন ফি – এখানে অনলাইনের মাধ্যমে আবেদন ফি জমা করতে হবে। মহিলা প্রার্থী/ প্রাক্তন সরকারি কর্মী/ শারীরিক প্রতিবন্ধী/ তপশিলি জাতি/ তপশিলি উপজাতি শ্রেণীভুক্ত প্রার্থীদের আবেদন ফি বাবদ কোনো টাকা জমা দিতে হবে না। এই ক্যাটাগরি ছাড়া অন্যান্য প্রার্থীদের আবেদন ফি বাবদ ৮৮৫ টাকা জমা দিতে হবে বলেই জানানো হয়েছে।

আবেদনের শেষ তারিখ- ৩০শে সেপ্টেম্বর, ২০২৪

Official Notice:Download Now
Apply Now:Click Here

আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে যে, আপনারা অতি অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ও অফিসিয়াল নোটিফিকেশন নিজে থেকে ভালো করে যাচাই করবেন, দেখবেন, বুঝবেন তবেই নিজের দায়িত্ব আবেদন করবেন।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad