SSC CGL Top Post: জেনে নিন সিজিএল পরীক্ষা দিয়ে আপনি কোন ১০-টি জনপ্রিয় পদ পেতে পারেন

Published On:

SSC CGL Top Post : এসএসসি সিজিএল (SSC CGL) হলো বিভিন্ন সরকারি বিভাগ এবং মন্ত্রণালয়ের সেরা পদে অন্তর্ভুক্ত হওয়ার সেই বিশেষ পরীক্ষা। ইউপিএসসিকে সবথেকে কঠিন এবং একটি জনপ্রিয় পরীক্ষার প্রথম স্থানে রাখা হলে দ্বিতীয় স্থানে রয়েছে এই পরীক্ষা। SSC CGL exam দিয়ে কী কী পদ পাওয়া যায় সেই বিষয়ে অনেকেরই জানা থাকে না। তাই আজকের প্রতিবেদনে সকলের নানান প্রশ্নের উত্তর নিয়ে আমরা হাজির। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের প্রতিবেদনটি।

SSC CGL Top Post

আপনাদের জানিয়ে রাখি যে, প্রতিটি পদের ক্ষেত্রে স্যালারি এবং পে স্কেল ভিন্ন শহরের জন্য ভিন্ন হয়ে থাকে। দিল্লি, মুম্বাই, কলকাতার মতো বড় শহরগুলিতে এই পদগুলির বেতন ৮০ কিংবা ৯০ হাজার টাকা থেকে শুরু করে ১ লাখ টাকা পর্যন্ত হয়। এই বিষয়ে বিস্তারিত তথ্য স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন। প্রার্থীরা SSC CGL পরীক্ষা দিয়ে যেসকল পদগুলি পেতে পারেন তা হলো :

১) ASO in MEA (বিদেশ মন্ত্রক)

একজন ASO কে, MEA  অর্থাৎ Ministry of External Affairs এ যুক্ত হওয়ার পর  MEA – এর বিভিন্ন Administrative দায়িত্ব সামলাতে হয়, এছাড়া Documents verification, Head Office এর সাথে যোগাযোগ রাখা প্রভৃতি বিষয়ের দায়িত্ব থাকে তারই কাঁধে।

২) Income Tax Inspector (আয়কর ইন্সপেক্টর)

Financial records, Tax returns প্রভৃতি বিষয়গুলিকে দেখতে হয় একজন Income Tax Inspector  কে এবং তিনি প্রয়োজনে Income Tax সম্পর্কিত বিষয়ে Raid করার ক্ষমতা রাখেন।

৩) Sub Inspector in CBI (সিবিআই সাব ইন্সপেক্টর)

প্রার্থীরা SSC CGL পরীক্ষার মাধ্যমে CBI অর্থাৎ Central Bureau of Investigation তে SI অর্থাৎ Sub Inspector পদে যোগদান করতে পারে। অবশ্য Headquarter এবং Field Duty তে যারা থাকেন সেই সকল Sub Inspector দের উপর ভিন্ন দায়িত্ব থাকে।

৪) Sub Inspector in NIA (জাতীয় তদন্ত বিভাগ সাব ইন্সপেক্টর

প্রার্থীরা SSC CGL-পরীক্ষার মাধ্যমে NIA অর্থাৎ National Investigation Agency তে যুক্ত হতে পারেন। Terrorism দমন ও অনুসন্ধান, National security issues ইত্যাদী বিষয়গুলো NIA এর একজন Sub Inspector এর দায়িত্বে থাকে।

৫) Inspector in Central Excise (এক্সাইজ ইন্সপেক্টর)

এই পরীক্ষার মাধ্যমে প্রার্থীরা Central Excise Inspector পদে যোগদান করতে পারেন। Headquarter এবং Field Duty তে Posted থাকা Inspector দের উপর ভিন্ন দায়িত্ব থাকে।

৬) SI in Central Bureau of Narcotics

Central Bureau of Narcotics এ Sub Inspector রা Synthetic drugs বা Narcotics এর সঙ্গে সম্পর্কিত বিষয়গুলি দেখেন। যারা Headquarter এবং Field Duty তে পদাসীন তাদের উপর আলাদা আলাদা দায়িত্ব দেওয়া হয়।

৭) Assistant Enforcement Officer (অ্যাসিস্ট্যান্ট ইডি অফিসার)

Money laundering সহ Economic crimes – এর তদন্তের দায়িত্ব থাকে Directorate of Enforcement এ একজন Assistant Enforcement Officer এর উপর। তিনি তদন্তের প্রয়োজনে Raid ও করার ক্ষমতা রাখেন।

৮) Assistant Audit Officer

বিভিন্ন Public sector এবং Government organization গুলির Audit সম্পর্কিত বিষয়গুলি একজন Assistant Audit Officer দেখে থাকেন।

৯) ASO in IB (Intelligence Bureau)

এই পরীক্ষার মাধ্যমে প্রার্থীরা Intelligence Bureau- তে ASO পদে যোগদান করতে পারেন। Headquarter এবং Field Duty তে পদাসীন থাকা ASO- দের উপর দায়িত্ব থেকে ভিন্ন ভিন্ন রকমের।

১০) ASO in CSS (Central Secretariat Service)

এই পরীক্ষার মাধ্যমে প্রার্থীরা CSS- এ ASO পদে যোগদান করতে পারেন। 

অফিসিয়াল ওয়েবসাইট : https://ssc.nic.in/

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad