SSC CHSL Recruitment 2024 : এবার SSC CHSL শূন্যপদে কর্মী নিয়োগ, যোগ্যতা উচ্চমাধ্যমিক! জানুন আবেদন পদ্ধতি

Published On:

SSC CHSL Recruitment 2024 : সুখবর রয়েছে গোটা রাজ্যের সকল চাকরি প্রার্থীদের জন্য। স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। ইতিমধ্যেই কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আবেদন প্রার্থীরা এখানে অনলাইনে আবেদন জানাতে পারবেন। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২রা এপ্রিল থেকে, যা চলবে ১লা মে পর্যন্ত। আসুন জেনে নেওয়া যাক আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্য।

শূন্যপদ – ৩৭১২টি

শিক্ষাগত যোগ্যতা – যারা আবেদন করতে চান, তাদের নূন্যতম উচচমাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস থাকতে হবে, তবেই এখানে আবেদন করা যাবে।

বয়সসীমা – এখানে (SSC CHSL Recruitment 2024) আবেদন করতে প্রার্থীদের সর্বনিম্ন বয়স ১৮ থেকে সর্বোচ্চ বয়স ২৭ বছর এর মধ্যে হতে হবে। এছাড়াও এখানে সংরক্ষিতদের জন্য বয়সের ছাড় দেওয়া হয়েছে।

আবেদন ফি – এখানে জেনারেল এবং ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে আবেদন মূল্য ১০০ টাকা দিতে হবে। মহিলা এবং সংরক্ষিতদের জন্য এখানে কোনোপ্রকার আবেদন মূল্য দিতে হবে না।

কলকাতা CSIR দপ্তরে কর্মী নিয়োগ, জানুন আবেদন পদ্ধতি

আবেদন পদ্ধতি – এখানে (SSC CHSL Recruitment 2024) ইচ্ছুক প্রার্থীদের অনলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন এর জন্য প্রথমে SSC এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে SSC CHSL অপশনে ক্লিক করে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে হবে। এরপর নিজের সব তথ্য নির্ভুল ভাবে দিয়ে আবেদন পত্রটি পূরণ করতে হবে। এরপর আবেদনকারীর সই এবং পাসপোর্ট সাইজের ছবি নির্দিষ্ট সাইজে আপলোড করে নির্দিষ্ট আবেদন মূল্য সহ ফর্মটি ভালো ভাবে চেক করে নিয়ে সাবমিট করতে হবে। এরপর আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি স্ক্রিনে এলে সেটির একটি প্রিন্ট আউট করে নিজের কাছে রাখতে হবে।

আবেদনের শেষ তারিখ – ৭ই মে, ২০২৪

SSC CHSL Tier I Exam – ১,২,৩,৪,৫,৮,৯,১০,১১ এবং ১২ই জুলাই, ২০২৪

SSC CHSL Tier II Exam – To be Announced

Apply Now : Click Here

আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে যে, আপনারা অতি অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ও অফিসিয়াল নোটিফিকেশন নিজে থেকে ভালো করে যাচাই করবেন, দেখবেন, বুঝবেন তবেই নিজের দায়িত্ব আবেদন করবেন।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad