SSC GD Constable Recruitment 2025 : সুখবর! কনস্টেবল পদে কর্মী নিয়োগ, যোগ্যতা মাধ্যমিক পাশে, আবেদন করুন এখনই

Published On:

SSC GD Constable Recruitment 2025: সকল বেকার চাকরি প্রার্থীর জন্য আজ আমরা দারুণ একটি চাকরির খবর নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যেই চাকরিটির সম্পর্কে বলতে চলেছি সেখানে লাগবেনা উচ্চশিক্ষার ডিগ্রি। কেবলমাত্র মাধ্যমিক পাস হলেই আপনি পেয়ে যেতে পারেন এই চাকরিটি। সম্প্রতি, স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে ভারতীয় সেনার ৮টি বিভাগ যথাক্রমে BSF, CISF, CRPF, SSB, ITBP, AR, SSF এবং NCB -তে জিডি কনস্টেবল (GD Constable) পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইতিমধ্যে এই বিষয়ে আবেদন প্রক্রিয়া শুরু করা হয়েছে। এখানে পুরুষ ও মহিলা নির্বিশেষে যেকোনো ভারতীয় নাগরিক আবেদন জানাতে পারবেন। আসুন জেনে নেওয়া যাক নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য।

পদের নাম— এসএসসি জিডি কন্সটেবল (SSC GD Constable)

শূন্যপদ— ৩৯,৪৮১টি, যার মধ্যে পুরুষ প্রার্থীদের জন্য মোট শূন্যপদ  ৩৫,৬১২টি এবং মহিলা প্রার্থীদের জন্য মোট শূন্যপদ ৩৮৬৯টি। এখানে কোন বিভাগের ক্ষেত্রে কতজন করে প্রার্থী নিয়োগ করা হবে সেই বিষয়ে বিস্তারিত জানতে অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তিতে দেখে নিতে পারেন

মাসিক বেতন— এখানে NCB বিভাগের প্রার্থীদেরকে প্রতি মাসে ১৮,০০০ টাকা থেকে শুরু করে ৫৬,৯০০ টাকা বেতন দেওয়া হবে এবং অন্যান্য বিভাগের প্রার্থীদের প্রতি মাসে ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা বেতন দেওয়া হবে।

বয়সসীমা— এখানে প্রার্থীদের আবেদন জানানোর জন্য বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৩ বছরের  মধ্যে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদেরকে এখানে বয়সের ছাড় দেওয়া হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা— উল্লিখিত পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীদেরকে যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নূন্যতম মাধ্যমিক পাশ করতে হবে।

আবেদন পদ্ধতি— এখানে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদন জানাতে প্রথমেই এই প্রতিবেদনের নিচে দেওয়া SSC এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রার্থীকে নিজস্ব রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। এরপর আবেদন করার পৃষ্ঠায় প্রয়োজনীয় তথ্য দিয়ে সঠিকভাবে আবেদনপত্রটি পূরণ করতে হবে। এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে সেগুলি আপলোড করতে হবে। সবশেষে সাবমিট বাটনে ক্লিক করলেই আবেদন সম্পন্ন হবে। নিয়োগ সংক্রান্ত বিষয় বিস্তারিত জানবার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি এই প্রতিবেদনের নিচেই দিয়ে দেওয়া হলো।

আবেদন ফি— Unreserved, OBC এবং EWS ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ ১০০ টাকা অনলাইনে জমা দিতে হবে, তবে SC, ST, Women, Ex-servicemen ক্যাটাগরির প্রার্থীদের আবেদন ফি বাবদ কিছুই জমা দিতে হবে না।

নিয়োগ পদ্ধতি—  এখানে (SSC GD Constable Recruitment 2025) প্রার্থীদের কয়েকটি ধাপের মাধ্যমে নিয়োগ প্রদান করা হবে। প্রথমে কম্পিউটার বেসেড টেস্ট নেওয়া হবে, যেখানে মোট ৮০টি প্রশ্ন থাকবে এবং প্রতিটি প্রশ্নের মান থাকবে ২ নম্বর। এই পরীক্ষার সময়সীমা থাকবে ৬০ মিনিট অর্থাৎ ১ ঘন্টা। এরপর নেওয়া হবে ফিজিক্যাল টেস্ট, মেডিকেল টেস্ট এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ প্রদান করা হবে প্রার্থীদের।

শারীরিক যোগ্যতা— এখানে (SSC GD Constable Recruitment 2025) প্রার্থীদের শারীরিক যোগ্যতার বিষয় বিস্তারিত জানতে অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

প্রয়োজনীয় ডকুমেন্ট— এখানে যে যে প্রয়োজনীয় নথি গুলি লাগবে সেগুলি হলো
* প্রার্থীর আধার কার্ড ও ভোটার কার্ড
* প্রার্থীর বয়সের প্রমাণপত্র
* প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
* জাতিগত শংসাপত্র
* প্রার্থীর পাসপোর্ট সাইজের ছবি

আবেদনের শেষ তারিখ— ১৪ই অক্টোবর, ২০২৪

আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ – ১৫ই অক্টোবর, ২০২৪


আবেদনপত্র সংশোধনের তারিখ – ৫ই নভেম্বর থেকে ৭ই নভেম্বর, ২০২৪

Official Notification: Download Now
Official Website: Apply Now

আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে যে, আপনারা অতি অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ও অফিসিয়াল নোটিফিকেশন নিজে থেকে ভালো করে যাচাই করবেন, দেখবেন, বুঝবেন তবেই নিজের দায়িত্ব আবেদন করবেন।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad