SSC GD recruitment 2024: এসএসসি জিডির অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হলো। জানুন বিস্তারিত

Last Updated:

SSC GD recruitment 2024: স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে জেনারেল ডিউটি কনস্টেবলের পদের জন্য যে সকল আবেদনকারী আবেদন করেছিল তাদের মধ্যে যোগ্য আবেদনকারীদের অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হলো যারা 24 নভেম্বর 2023 থেকে 31 ডিসেম্বর 2023 এই সময় মধ্যে জিডি কনস্টেবলের পোস্টের জন্যে আবেদন। করেছিলেন তাদের কাছে এই প্রতিবেদনটি উল্লেখযোগ্য

স্টাফ সিলেকশন কমিশন দ্বারা এসএসসি জিডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, 26000 টিরও বেশি পদ প্রকাশ করা হয়েছে যার জন্য এসএসসি জিডি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এসএসসি জিডি পদে প্রায় 26146 পদের জন্যে পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। এই এসএসসি জিডি পরীক্ষাটি কম্পিউটার ভিত্তিক মাধ্যমে পরিচালিত হবে। আমরা আপনাকে বলি যে এসএসসি GD পরীক্ষাটির অ্যাডমিট কার্ড অফিসিয়াল ওয়েবসাইটে ডাউনলোড করতে পারবেন। আপনি এই প্রতিবেদনে এসএসসি জিডি প্রবেশপত্র কীভাবে ডাউনলোড করবেন সে সম্পর্কে তথ্য পাবেন।

উল্লেখিত অ্যাডমিট কার্ডে নিম্ন লিখিত বিষয় গুলি থাকবে

আরো পড়ুন:এবার হতে চলেছে অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগ! জানুন আবেদন পদ্ধতি

1) আবেদনকারীর নাম 2) অনেদকোরির ফটো ৩) রোল নম্বর 4) পরীক্ষা কেন্দ্রের নাম 5) পরীক্ষার টাইম সাথে পরীক্ষার দিন বা তারিখ।

এস এস সি জিডি অ্যাডমিট কার্ড পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার সময় নিয়ে যেতে হবে, অ্যাডমিট কার্ড টি যত্ন করে রাখতে হবে। অ্যাডমিট কার্ডটি নিয়ে পরীক্ষা কেন্দ্রের প্রবেশ করতে হবে। অ্যাডমিট কার্ড ছাড়া প্রবেশ করতে পারবেনা ।

অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পদ্ধতি (SSC GD recruitment 2024)

1)আবেদনকারীদের প্রথমে এসএসসি-র আঞ্চলিক ওয়েবসাইটে যেতে হবে।

২).এর পর সেখানে নির্দিষ্ট লিংকে ক্লিক করে ওপেন হয় পেজে লগ ইন ডিটেলস দিলেই পরীক্ষার

৩) অ্যাডমিট কার্ডটি স্ক্রিনে দেখতে পাবেন আবেদনকারীরা। এ বার সেটি ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে নিতে হবে পরীক্ষার্থীদের। (SSC GD recruitment 2024)

ওয়েবসাইটclick
WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad