MJNMC Recruitment : এবার রাজ্যের মেডিক্যাল কলেজে ইন্টারভিউর মাধ্যমে হতে চলেছে কর্মী নিয়োগ!

Published On:

News Desk : এবাররাজ্যের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য রয়েছে একটি সুখবর। প্রকাশিত হলো রাজ্যের প্রসিদ্ধ মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। কোনোরকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। চলুন জেনে নেওয়া যাক নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য।

দুটি পদে কর্মী নিয়োগ

চাকরিপ্রার্থীরা যে পদগুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন তা হলো Lab Technician এবং Staff Nurse। উক্ত প্রতিটি পদেই মোট শূন্যপদ রয়েছে ১টি করে।

শিক্ষাগত যোগ্যতা

এখানে Lab Technician এবং Staff Nurse এই দুটি পদে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। Lab Technician পদে আবেদন করার জন্য প্রার্থীদের বিএসসি অনার্স অথবা ২ বছরের ডিপ্লোমা ডিগ্রী থাকা প্রয়োজন। অপরদিকে প্রার্থীর বিএসসি নার্সিং অথবা জিএনএম কোর্স করা থাকলে প্রার্থী Staff Nurse পদে আবেদন করতে পারবেন।

বয়সসীমা কত ?

উক্ত দুটি পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা সর্বোচ্চ ৬০ বছরের মধ্যে থাকলে তবেই এখানে আবেদন করা যাবে।

আবেদন পদ্ধতি

প্রার্থীরা এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। নিজের সাম্প্রতিক বায়োডাটা সহ শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র এবং অন্যান্য গুরুত্ত্বপূর্ণ নথিপত্রগুলি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করে নির্দিষ্ট সময় ও নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। আবেদনের শেষ তারিখ ২০২৪ সালের ৬ই জানুয়ারি।

নিয়োগ পদ্ধতি ও মাসিক বেতন কত ?

আবেদন জমা হওয়ার পর নির্দিষ্ট দিনে আয়োজিত ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। ইন্টারভিউ হবে Office of the Principal, MJNMCH, Cooch Behar ঠিকানায়। উক্ত দুটি পদের ক্ষেত্রেই মাসিক বেতন হলো ২১ হাজার টাকা।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা

Principal, M.J.N. Medical College & Hospital, Vivekananda Street, Pilkhana, Cooch Behar – 73610

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad